এবার নিজেই হয়ে উঠুন গুগলের সার্চিং এক্সপার্ট! পর্বঃএক

টিউন বিভাগ গুগল
প্রকাশিত

গুগল আমার টিচার নয়, মামা। যা লাগবে মামার কাছে খালি আবদার টা করলেই হল, তারপর সব হাজির! তবে হ্যা, আবদার টা ঠিকমত করতে জানতে হবে। গুগলিং এ ভাল ফল পাবার জন্য অনেক কৌশল আছে। তার মধ্যে অল্প কিছু আজ শেয়ার করতে চেষ্টা করব।

আপনারা সবাই জানেন গুগলে সার্চ করার জন্য এ্যাডভ্যান্স কিছু কী-ওয়ার্ড এবং ট্রিক্স আছে। সার্চ করার সময় সেসব কী-ওয়ার্ড এবং কৌশল কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে অনেক সময় বেঁচে যাবে এবং পরিশ্রম ও অনেক কম হবে।

নিচে তেমনি কিছু সাধারণ কী-ওয়ার্ড এবং কৌশল শেয়ার করছি যা অনেকের ই জানা, আবার অনেকের ই অজানা। যারা জানেন না এই পোস্ট টি শুধুমাত্র তাদের উদ্দেশ্যেই।

*site:

এই কী-ওয়ার্ড টি একটি নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্য খুব সহজেই খুজে পেতে হেল্প করবে। মনে করুন প্রো ব্লগিং এর উপরে কোন বই খুজছেন, সাধারণ ভাবে সার্চ করলে অনেক ওয়েবসাইট থেকে খুজতে হবে যা সময়সাপেক্ষ।

তাই আপনি চাচ্ছেন শুধুমাত্র মিডিয়াফায়ার থেকে ফাইল টি খুজে পেতে। সেক্ষেত্রে এই কী-ওয়ার্ড টি খুবই ইউজফুল।

আসুন দেখি কিভাবে কী-ওয়ার্ড টি ইউজ করবেনঃ

site:mediafire.com pro blogging pdf

এবার সার্চে ক্লিক করলেই মিডিয়াফায়ারে যদি ফাইল টি থেকে থাকে, নিমেষেই ডিরেক্ট লিঙ্ক সহ ফলাফল এসে যাবে আপনার সামনে।

আবার ধরুন, টেকটিউন্স থেকে অনলাইনে অর্থোপার্জনের কোন আর্টিকেল খুজছেন, সার্চ করতে পারেন এভাবেঃ

site:techtunes.iom online earning

শুধু pdf বা articl নয়, যে কোন ওয়েবসাইট থেকে video, mp3, software, game, e-book সহ অন্যান্য কন্টেন্ট ডাউনলোডের ক্ষেত্রেও অনেক সময় বাঁচায় এই কী-ওয়ার্ড টি।

*filetype:

এই কী-ওয়ার্ড টি অনেক গুরুত্বপূর্ণ এবং সময় বাঁচায়। মনে করুন  কোন নির্দিষ্ট ওয়েবসাইট থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইল খুজছেন কিন্তু ঐ ওয়েবসাইটে সেই ফাইল টি নেই। কিন্তু গুগলে নরম্যালি সার্চ করলে অনেক ওয়েবসাইট ঘাটতে হবে যা সময়সাপেক্ষ। সেক্ষেত্রে এই কী-ওয়ার্ড টি আপনার কাজে দেবে।

আমরা কী-ওয়ার্ড টি এভাবে ব্যবহার করতে পারিঃ

filetype: pdf pro blogging

filetype: mp3 tui rajakar

filetype: mkv gangnam style

filetype: sisx fullscreen caller

আশা করি সবার কাছে ক্লিয়ার হয়েছে ব্যাপার টা।

গুগল এক রহস্যময়ী দূর্জ্ঞেয় নারীর মত। আপনি চাইলেও সে তার সকল সৌন্দর্য্য, সকল রহস্য আপনার সামনে উন্মোচন করবেনা। কৌশলে আপনাকেই খুজে নিতে হবে! 😉

তেমনি একটা কৌশল শেয়ার করব এখন।

*allinanchor:

এটি অসাধারণ একটি কী-ওয়ার্ড এবং এ্যাডভ্যান্স লেভেলের গুগল ইউজারদের জন্য। ঠিকমত ইউজ করতে জানলে অজানা অনেক কিছুই জানতে পারবেন নিমেষেই যা সাধারণ সার্চের মাধ্যমে পারবেন না।

এই কী-ওয়ার্ড টির বৈশিষ্ট্য হল, আপনি যে বিষয়ে জানার জন্য সার্চ করছেন সেটি কোন ওয়েবসাইটের মূল কন্টেন্ট থেকে আপনাকে দেখাবেনা, বরঞ্চ ওয়েবসাইটের এ্যাঙ্কর টেক্সট বা লিঙ্কিং টেক্সটের মধ্যে আপনার উপাত্ত টি খুজবে, তারপর সেটি কে আপনার সামনে উপস্থাপন করবে!

যেভাবে ব্যবহার করবেন কী-ওয়ার্ড টিঃ

allinanchor:blogspot hacks এটি লিখে সার্চ করা মাত্রই ব্লগস্পট হ্যাক সম্পর্কিত যত আর্টিকেল পাবে সব লিঙ্ক আপনার সামনে হাজির করবে!

এই কী-ওয়ার্ড দিয়ে আরো অনেক অনেক কান্ড ঘটানো যায় কিন্তু শেয়ার করলে মিসইউজ হবার সম্ভাবনা-ই বেশি তাই মাথা খাটিয়ে বুঝে নিন! 😉

আজ এ পর্যন্তই। আগামী তে সময় পেলে আরো কিছু গুগলিং টিপস নিয়ে হাজির হব আপনাদের সামনে।

সবাই ভাল থাকুন।

Level 0

আমি মাহবুব হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 377 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব বেশি কিছু জানিনা। তবে যেটুকু জানি শেয়ার করতে চেষ্টা করি। ফেসবুকেঃ https://www.facebook.com/shornomrigo


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই মাইয়ার ছবি দেখেই অনেক কিছু বুঝে গেচি

ভালো টিউন্স।আমার জন্য উপকার হলো

ভালো জিনিস জানলাম। অনাক কাজে লাগবে আমার। অনেক অনেক ধন্যবাদ…।

Level 0

অনেক দিন যাবত এমন একটি টিউন খুজছিলাম। অনেক ধন্যবাদ জরুরী টিউনটির জন্য। আল্লাহ আপনার মঙ্গল করুন।

    @Kajal bai:
    আপনার চাওয়া পুরন করতে পেরে ভাল লাগছে।
    আল্লাহ আপনার ও মঙ্গল করুন।

google search er aro options chai…..

Level 0

অনেক দিন যাবত এমন একটি টিউন খুজছিলাম। ধন্যবাদ

প্রিয়তে নিলাম ও নির্বাচিত টিউন মনোনয়ন করলাম। 😎

মাইয়ার ছবি টা না দিলে কি কোন সমস্যা ছিল ?

জী আপনার পুরুষত্বে ।

    @Tasnim Ahmed RiSAN:তুই তো পুরুষই না,নপুংস,আবার বা* ফেলাতে টিটিতে আসছ ক্যান?

ami google e canada r eCommerce based online shopping store gulor website search korte chai…website gulo canada r hote hobe…kamn kore search korbo pls bolle khub upokar hoi….
dhonnobad