আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমি আপনাদের গুগল সার্চের অনেকগুলো ফিচারই রয়েছে সে সম্পর্কে পরিচয় করিয়ে দিব।, যা অনেকে হয়ত জানে , আর যারা জানে না তাদের জন্য আমার আজকের টিউন।
গুগল সার্চের অনেকগুলো ফিচারই রয়েছে যা অন্য কোন সার্চ ইঞ্জিনের নেই।
গুগলের সার্চের ফিচারগুলো দেখার জন্য এই লিংকে ক্লিক করুন
*** আসুন আমরা গুগলে আরো কিছু ভালো লাগার মত টিপস জেনে নিয় কাজে আসবে...***
১. গুগলে যে কোন দেশের আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে – গুগল সার্চ বক্সে weather লিখে যে দেশের আবহাওয়া সম্পর্কে জানতে চান সে দেশের নাম লিখুন তারপর Google Search এ ক্লিক করুন তাহলে আপনি আবহাওয়ার খবর জানতে পারবেন।
২. গুগলে যে কোন দেশের কোন জায়গা সম্পর্কে জানতে হলে চাইলে গুগল গুগল সার্চ বক্সে maps: লিখে যে দেশের জায়গা সম্পর্কে জানতে চান সে দেশের জায়গার নাম লিখুন তারপর Google Search এ ক্লিক করুন তাহলে আপনি জায়গার খবর জানতে পারবেন।
৩. গুগল ট্যান্সলেট > এটি সম্পর্কে অনেকেরই জানা আছে যাদের জানা নেই তাদেরকে বলি প্রথমে এই খানে ক্লিক করুন, তারপর From:Detect language এর জায়গায় কোন ভাষা কে ট্যান্সলেট করবেন তা সিলেক্ট করুন তারপর To এর জায়গায় কোন ভাষা তে ট্যান্সলেট করতে চান তা সিলেক্ট করুন। তারপর যা ট্যান্সলেট করবেন তা বক্স এ দিয়ে Translate এ ক্লিক করুন। নিচে আমি ইংরেজী থেকে আরবী ভাষা করলাম, আপনারা যে কোন ভাষাতে রূপান্তর করতে পারেন।
আমার কাছে অনেক ভালো লেগেছে, তাই সবার মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের ও ভালো লাগবে।
ভালো লাগলে কমেন্ট জানাতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ভাই আমি জানতে চাই গুগুলের এমন কোন সার্চ ইন্জিন আছে যে সার্চ ইন্জিনে কারো ফটো আপলোড করে সার্চ দিলে এই ফটো সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন জানতে পারবো ?