আমরা ইতিমধ্যে জানি Apple তাদের নিজেদের স্পেস শিপ headquarter তৈরী করছে। সম্প্রতি ইন্টারনেট জায়ান্ট গুগল সিদ্ধান্ত নিয়েছে তাদের নিজেদের এয়ারপোর্ট তৈরী করার। সেই লক্ষে তারা ইতিমধ্যে Mineta SanJose ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এর সাথে চুক্তির প্রক্রিয়া চলছে। এয়ারপোর্ট এর পশ্চিম পাশের ১১.৭ হেক্টর জমি গুগল লিজ নিবে, যেটা কার পার্কিং এর জন্য ব্যবহৃত হয়ে আসছিল। নিচের ছবিতে এয়ারপোর্ট এর একটি কাল্পনিক রূপ ফুটিয়ে তোলা হয়েছে।
গুগল এই প্রজেক্ট নিয়ে Signature এভিয়েশন ও ব্লু সিটি হোল্ডিংস এর সাথে কাজ করবে, যার আনুমানিক বাজেট ধরা হয়েছে ৮২ মিলিয়ন ডলার। এয়ারপোর্ট কর্তিপক্ষই San Jose সিটি কাউন্সিল কে চাপ দিচ্ছে গুগল কে ওই জমি টি ৫০ বছরের জন্য লিজ দেয়ার জন্য। আসলে এয়ারপোর্ট কর্তিপক্ষ তাদের ব্যবসার ক্ষতি পোষাতে এই চুক্তি করছে। গুগল এয়ারপোর্ট শুরুতে মাত্র ৩৬ জন কে নিযোগ দেয়া হবে। গুগল এর বছরে ভাড়া দিতে হবে প্রায় ২.৬ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে এয়ারপোর্ট টি তৈরী হতে প্রায় ১.৫ থেকে ২ বছর লাগবে।
তথ্য: San Jose Mercury News
আমি মোঃ জাসিদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I am a simple guy looking to earn money online so that i can quit my day job.
খুব সুন্দর টিউন ।