আমি Google Earth -এ আমার এলাকার কিছু জায়গার ছবি সংযোজন করতে চাচ্ছি। কিন্তু নিচের ছবির মত কিভাবে ছবি সংযোজন করা যায় কেউ জানালে উপকার হতো। কোন লিংক না দিয়ে কিছু screen shot আকারে টিউটোরিয়াল দিলে ভাল হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ........................................
আমি তুষার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তুষার ভাই গুগেল ছািব েসট করার জন্য http://www.panoramio.com এই সাইেট যান তার পর সাইন আপ কেরন। ডান পাশ থেেক সাচর্ কের আপনার এলাকা খুেজ আেনন এর পর ছিব আপেলাড করুন।
তার জন্য আপনাকে http://www.panoramio.com এই সাইটে Sign Up করে নিতে হবে । এর পরে Upload Photo ক্লিক করে হার্ড ড্রাইভ থেকে Upload করে Rename or Title দিয়ে Map এ ক্লিক করে location দেখিয়ে save করে দিন। এভাবে যত পারেন তত Upload করেন আর Title দিয়ে Map করে দিন।
যদি Upload করার সাথে সাথে Title দিতে এবং Map করতে না পারেন, তাহলে চিন্তিত হওয়ার কিছু নেই Photo save থাকবে এবং পরে লগ ইন করে Your Photo’s এ ক্লিক করে যেই ছবিটি এড করতে চান তাতে ক্লিক করেন Title এ কিক করে Rename করুন পরে ডানদিকে Map Photo তে ক্লিক করে Location দেখিয়ে Save করে দিন । বাস্ দেখবেন কয়েক দিন পর আপনার তোলা ছবি Google Earth এ এড হয়ে গেছে।
তবে জেনে নিন কি কি কারনে আপনার তোলা ছবি Google Earth এ এড হয়েও হবে না অর্থাৎ দেখাবে না। আমার জানা মতে কিছু সতর্কবার্তা :
১। আজেবাজে সিনারি এড করবেন না ।
২। ছবিতে অবশ্যই যাতে আপনার বা আপনার বন্ধুর অথবা যেকোনো ব্যক্তির চেহারা না থাকে সেদিকে লক্ষ রাখবেন কারণ এই ধরনের ছবি এড করা নিষিদ্ধ।
৩। ছবিতে অবশ্যই বাহ্যিক রুপ অর্থাৎ বাহিরের দৃশ্য প্রদর্শন করতে হবে ।
৪। ঘর,বাড়ী, দোকান অথবা কোনো প্রতিষ্ঠানের অভ্যন্তরীন অর্থাৎ ভিতরের দৃশ্য এড করবেন না।
৫। ভালো করে এবং সঠিক Location দেখিয়ে ছবি Save করবেন।
@Nahid: মাত্র সাড়ে তিন বছর পর তাকে এতো গুলো উপদেশ দিয়ে দিলেন ! আপনার পানোর্যামিও প্রোফাইলের লিঙ্ক টা একটু শেয়ার কইরেন তো… আপনার ফটোগ্রাফী গুলো যাচ্ছি !
@আসলাম ভাই: আমি কোন ফটোগ্রাফার না । আমার ফোন এ তোলা কিছু ছবি আর কালেক্ট করা কিছু ছবি দিয়ে আমার আশে পাশের ম্যাপ এর একটু কন্ট্রিবিউট করার চেষ্টা করেছি এই যা ।
আমার নিজের কোন ফটোগ্রাফি স্কিল নাই । তবে ম্যাপিং এর বিষয় টা নিয়ে আছি অনেকদিন ই ।
তুষার ভাই গুগেল ছািব েসট করার জন্য http://www.panoramio.com এই সাইেট যান তার পর সাইন আপ কেরন। ডান পাশ থেেক সাচর্ কের আপনার এলাকা খুেজ আেনন এর পর ছিব আপেলাড করুন।
না পারেল েমইল করুন [email protected]
or visit: http://www.moushumi.wbes.com