আজ আমি আপনাদের সাথে খুবই সহজ একটি বিষয় শেয়ার করব - সেটা হল গুগল সার্চ। আমরা অনেকেই জানিনা যে, গুগল থেকে প্রায় প্রতিটি দরকারী জিনিসই খুব সহজেই খুজেঁ পাওয়া সম্ভব। কিন্তু সঠিক ভাবে সার্চ করতে না জানার কারনে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য পাইনা বা পেলেও হয়তো অনেক খুজতে হয়।
সম্প্রতি আমেরিকায় একটি গবেষণায় দেখা যায় যে, প্রতি ৪জন ছাত্রের মধ্যে ৩জনই সঠিক ভাবে সার্চ করতে পারেনা। তাহলে আমাদের দেশের অবস্থা হয়তো আরো খারাপ হবে। বিশেষ করে University ছাত্রদের সঠিক ভাবে গুগলিং করা জানা আবশ্যক। কারণ আমি দেখেছি অধিকাংশ কোর্স ম্যাটেরিয়াল বা বিভিন্ন বইয়ের অধ্যায়ের শেষের সমস্যাগুলোর সমাধান নেটে পাওয়া যায়। তাই সঠিক ভাবে সার্চ করতে জানাটা আবশ্যক।
আসুন একটা উদাহরণ দেখি:
মনে করুন, আপনার একটা General Banking এর উপর একটা রিপোর্ট দরকার এটা আপনি কিভাবে সার্চ করবেন - গুগলে শুধুমাত্র General Banking report লিখে দেবেন - হ্যা এটা দিলে result আসবে। কিন্তু ভাল হয় যদি আপনি এভাবে লেখেন:
filetype:doc internship report intitle:* general banking *
এভাবে লিখলে শুধুমাত্র word এর file গুলো শো করবে। উপরের DOC এর স্থানে আপনি PDF ও লিখতে পারেন। তাহলে পিডিএফ রেজাল্টগুলো দেখাবে। উপরের লাইনটি দেখে ভয় পাওয়ার কিছু আমি ব্যাখ্যা করে দিচ্ছি,
দেখুন Filetype:Doc এর অর্থ হল আমি কোন ধরনের ফাইল চাই, PDF, Jpg দরকার হলে সেটাই লিখুন
Internship Report এটা আসলে File এর নাম।
intitle: * General Banking * - এর দ্বারা বলা হয়েছে টাইটেলে General Banking কথাটা থাকলে সেই রেজাল্টটা শো করবে। আর * দ্বারা বলা হয়েছে এই শব্দ ২টির আগে পরে যে কোন শব্দ থাকতে পারে।
এখন আমরা কিছু ছোট ছোট সার্চ কোয়েরী দেখবো, এগুলো একসাথে ব্যবহার করলে আপনারাও এমন অনেক বড় বড় সার্চ কোয়েরী তৈরী করতে পারবেন।
আশা করি সার্চ টিপস গুলো আপনাদের কাজে লাগবে, পরবর্তীতে আরো কিছু সার্চ টিপস শেয়ার করবো, ভাল থাকবেন।
আমি iPagol। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 13 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভালো লাগল। চালিয়ে যান।