আল্লাহ'র নামে শুরু করছি। প্রথমে আমার সালাম গ্রহণ করবেন । আশা করি আল্লাহ'র তালার দয়ায় ভাল আছেন। আমি আল্লাহ'র দয়ায় ভাল আছি। অনেক দিন পর টিউন করতে বসেছি। ভুল শুধু মানুষই করে সো ভুল হলে কমা করবেন। আজ আমি য়ে টিউনটি করব তা ANDROID MOBILE এর ইউজার দের জন্য। মনে হয় বুঝতে পারছেন যে টিউনটা তে কি থাকবে। তো আসল কথাই আসি।
****অপেরা মিনি ,উচি ব্রাউজার অ্যান্ড অন্য সব ব্রাউজার থেকে ২-৩ গুন স্প্রীড । এই ব্রাউজার টা হল স্মার্ট ব্রাউজার । আমি নিজেই অবাক ব্যবহার করে ।***
আমি আপনাদের মাঝে নিয়ে আসেছি একটি অসাধারন মোবাইল ব্রাউজার । আমরা সবাই এখন বেশি ই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি। আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি । আমরা অনেকই আছে বাংলা ব্লগ না পড়লে ভাত হজ্জম হয়না । আমরা সবাই ঘুম থেকে উঠেই কম্পিউটারটা ওপেন করি এবং টি টি এবং আর ও নানা বাংলা ব্লগে যায় এবং দেখি কি কি নতুন পোস্ট হয়েছে । কিন্তু আমরা যারা অ্যান্ড্রয়েড ব্যবহার করি তারা বাংলা ব্লগ গুলো দেখতে পারিনা । তাই আমরা অপেরা মিনি ব্যবহার করি । কিন্তু আর অপেরা মিনি ন্যায় এখন অপেরা মিনি এর বিকল্প সফটওয়্যার বা আপস ব্যবহার করব । এটা অ্যান্ড্রয়েড মোবাইল এর জন্য তৈরি করা হয়েছে । আমি নিজে ও খুব ব্যবহার করি এবং ভাল এপস। তাই আর নয় অপেরা মিনি এখন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল এর জন্য এই নতুন সফটওয়্যার টা ব্যবহার করব। অনেক ভাল এপস। তাই আর দেরি না করে এখনি ডাউনলোড করে নিন বাংলা নতুন মোবাইল ব্রাউজার । আশা কির আপনাদের কাছে ভাল লাগবে।
আপনারা এই এপস টা দুই খান থেকে ডাউনলোড করতে পারবেন ।
আমি নিজে টা মিডিয়াফায়ারে আপলোড করেছি আপনি চাইলে এখান থেকে ডাউনলোড করতে পারেন ।
আপনি গুগল প্লে ষ্টোরে থেকে ও ডাউনলোড করতে পারেন ।
আপনাদের যদি কাজে আসে টা হলে আমার কষ্ট টা সার্থক হবে। আজ আর না আমার জন্য দোয়া করবেন। ভাই পারলে কমেন্ট করবেন আপনার কাছে এই আপস টা কেমন লেগেছে । ভাই আমি একটা ব্লগ তৈরি করেছি মাএ ৫ দিনে এবং ওয়ার্ডপ্রেস আমি নতুন । আমি অনেক কিছু জানানি না। দেখে আসবেন কিত্নু ।
আর কোনো সমস্যা হলে কমেন্ট করবেন চেষ্টা করব সমাধান দিতে। সবাইকে ধন্যবাদ এই টিউনটি পড়ার জন্য। ভাল থাকুন সবাই।
##** আপনি যা জানেন তা অন্যকে জানান *** আইটির আলো তে আলকিত হন । ***
আমি newitworld। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 236 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আইটি জগৎ কে অনেক ভালবাসি। আমি সব সময় আইটি নিয়ে থাকি। আমরা কম্পিউটার যুগে বাস করি আর কম্পিউটার সম্পর্ক কে জানবনা তাই কি হয়। আমি এক জন ব্লগার অ্যান্ড ওয়েব ডিজাইনার । আমি বাংলা ব্লগ কে অনেক ভালবাসি , কারন মায়ের ভাষায় বলে। টি টি ব্লগটা আমাদের দেশের জন্য...
ভাই লিংক টা কই ?