ইমেইল সার্ভিস হিসেবে মাইক্রোসফটের আউটলুক কিংবা গুগল’র জিমেইল কেউই পিছিয়ে নেই। বিশেষ করে জিমেইল তার গ্রাহকদের নানা ধরনের সুবিধা দিয়ে ধরে রেখেছে অনেকদিন থেকেই। আবার আগে হটমেইল বা লাইভ আইডি থাকলেও এখন মাইক্রোসফট তাদের সব ধরনের ইমেইল সার্ভিসকে একত্রিত করে আউটলুকের প্ল্যাটফর্মে চালু রেখেছে। ফলে ব্যবহারকারীর সংখ্যায় আউটলুক পিছিয়ে নেই কোনোভাবেই। তবে তারপরেও জিমেইলের গ্রাহকদের আকৃষ্ট করতে গিয়েই মাইক্রোসফট এবারে আউটলুকে যুক্ত করতে যাচ্ছে গুগল চ্যাটের সুবিধা। অর্থাত্, আউটলুক ব্যবহার করেই এখন জিমেইলের বন্ধুদের সাথে চ্যাটিং করা যাবে। সম্প্রতি এই ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। এর আগেই আউটলুকে স্কাইপ অ্যাকাউন্ট যুক্ত করে স্কাইপের অন্যান্য বন্ধুদের সাথে চ্যাটিং করার সুযোগ তৈরি করে দিয়েছে মাইক্রোসফট। তবে এরপরেও গুগল'র ইমেইল সার্ভিস জিমেইল এবং চ্যাটিং সার্ভিস গুগল টকের বড় একটি অংশই ছিল মাইক্রোসফটের নাগালের বাইরে। গুগল'র এসব গ্রাহককে নিজেদের সাথে সংযুক্ত করতেই মাইক্রোসফট আউটলুকে গুগল অ্যাকাউন্টগুলোর সাথে চ্যাটিং সুবিধা চালু করেছে। এমনকি আউটলুকের গ্রাহকদের এটি একটি অন্যতম প্রধান চাহিদা ছিল বলেও জানিয়েছে মাইক্রোসফট। আগামী কয়েকদিনের মধ্যেই আউটলুকের সব গ্রাহকের অ্যাকাউন্টে এই নতুন ফিচারটি সক্রিয় হয়ে যাবে। আর সক্রিয় হয়ে গেলেই এটি গুগল অ্যাকাউন্টকে মাইক্রোসফট অ্যাকাউন্টের সাথে যুক্ত করতে চেয়ে একটি নোটিফিকেশন প্রদান করবে। সেখানে সম্মতি প্রদান করলেই আপনার আউটলুক অ্যাকাউন্ট থেকে গুগল অ্যাকাউন্টের বন্ধুদের যুক্ত করে নিতে পারবেন। এর ফলে আউটলুক থেকেই একাধারে স্কাইপ, ফেসবুক এবং গুগল অ্যাকাউন্টের সাথে চ্যাটিংয়ের সুবিধা যুক্ত হলো। এতে করে আউটলুকের গ্রহণযোগ্যতা আরও বাড়বে বলেই আশাবাদী.
আমি Afiat Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Done