আপনি যদি কোনো অপরিচিত জায়গায় যান আর আপনার গন্তব্য যদি হয় কোন বাসা কিংবা অফিস তখন সে সময়ে যদি আপনার কোন পরিচিত লোক না থাকে এবং আপনার গন্তব্য টি খুঁজে দেওয়ার মত কেউ না থাকে তখন আপনি কি করবেন? নিশ্চয় এ সময়ে আপনি গুগল ম্যাপ এর সাহায্য নিয়ে থাকবেন।
গুগল ম্যাপস, যে নামটি শুনলেই আমাদের মাথায় চলে আসে কোন জায়গার নাম অনুসন্ধানের বিষয় টি। গুগল ম্যাপস যদিও পৃথিবীর সকল স্থানের অবস্থান জানান দিতে পারে ঠিক তেমনি এতে রয়েছে আরও কিছু ফিচার। যেগুলো একজন গুগল ম্যাপস ব্যবহারকারীকে তার অনেক প্রয়োজন মেটায়। গুগল ম্যাপস জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলেরই একটি মানচিত্রায়ন সাইট। যেটি ২০২১ সালের ৮ ফেব্রুয়ারি ১৬ বছরে পদার্পণ করে। সময় যাবার সঙ্গে সঙ্গে গুগল ম্যাপে যুক্ত হয়েছে অনেক ফিচার। বন্ধুরা তবে চলুন জেনে নেয়া যাক গুগল ম্যাপস আমাদের জীবনে কতটা প্রভাব ফেলেছে এর কয়েকটি বর্ণনা।
গুগল ম্যাপস হলো গুগল দ্বারা তৈরি ও উন্নয়নকৃত একটি ওয়েব মানচিত্রায়ন পরিষেবা। যেটি বর্তমান সময়ের কাগজের ম্যাপ এর বিপরীতে ব্যবহার হয়। শুধু যে এটি ম্যাপ এর কাজ করবে তা নয়। এটিতে রয়েছে অনেক ফিচার। এটি উপগ্রহ চিত্রাবলী, রাস্তার মানচিত্র, রাস্তার ৩৬০° প্যানোরাম (রাস্তার দৃশ্য বা স্ট্রিট ভিউ) সহ বাস্তব-সময়ের ট্রাফিক অবস্থা (গুগল ট্রাফিক) পরিষেবা প্রদান করে।
গুগলের তৈরি এই ওয়েব মানচিত্রটি কোন জায়গার অবস্থান দেখানোর পাশাপাশি সে জায়গায় পায়ে হেঁটে, গাড়িতে করে, কিংবা পাবলিক কোন পরিবহনে যেতে কত সময় লাগবে সেটি হিসাব করার ব্যবস্থাও রেখেছে। এছাড়া সেই নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে কোন রাস্তা দিয়ে গেলে দ্রুত যাওয়া যাবে এবং কোন রাস্তায় এই মুহূর্তে ট্রাফিক কম রয়েছে সেসবের সমস্তই জানিয়ে দেয়। আপনি যদি কোন গন্তব্যে যেতে চান তবে সেটি গুগল ম্যাপে অনুসন্ধান করে সেখানে যাবার সহজ এবং সঠিক রাস্তা ম্যাপ আপনাকে প্রদর্শন করবে।
শুধু সেই জায়গার ম্যাপ ই নয়, গুগল ম্যাপ আপনাকে সেই জায়গার ছবি সহ প্রদর্শন করায়। এছাড়া গুগল ম্যাপে রয়েছে 360 ডিগ্রি ছবি সমূহ। এটি শুধু কোন এলাকার ম্যাপ না। গুগল ম্যাপস এখন অনেকের ব্যবসার মাধ্যমে এবং কারও বা জীবিকার সঙ্গেও জড়িত। গুগল ম্যাপস এ রয়েছে লক্ষ লক্ষ জায়গার ঠিকানা। যে কেউ ইচ্ছা করলেই তার কোন ব্যবসায় প্রতিষ্ঠান কিংবা যেকোন স্থানের ছবি সেখানে যুক্ত করতে পারে। চলুন এবার পর্যায় ক্রমে করে দেখে নেয়া যাক গুগল ম্যাপ এর ফলে আমরা কি কি সুবিধা পাই।
একটা সময় ছিল যখন কোন শহরের একটি দোকানের ব্যবসা ছিল সে এলাকার মাত্র। তবে বর্তমানে ধারণা একেবারেই পাল্টে গেছে। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনলাইনে পণ্য বিক্রির মাধ্যমে তাঁর ব্যবসা দ্রুততার সঙ্গে বেড়ে চলেছে। যদি কোন ব্যক্তি অনলাইনে পণ্য ক্রয়ের জন্য অনুসন্ধান করে থাকে তবে তার সার্চ রেজাল্টে তার এলাকার ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রদর্শন করে তার সার্চ করা কীওয়ার্ড এর সঙ্গে মিল রেখে। যে বিষয়টি আপনারা লক্ষ্য করে থাকবেন।
এই কাজটি কিন্তু গুগল ম্যাপস এর কারণেই হয়েছে। তার সার্চ করা পণ্য বা সেবার সঙ্গে মিল রেখে তার এলাকার কিংবা অন্য এলাকার যেসব ব্যবসা প্রতিষ্ঠানগুলো গুগল ম্যাপে যুক্ত করা রয়েছে সে অনুযায়ী গুগল সার্চ রেজাল্টে সেসব প্রতিষ্ঠানগুলোকে প্রদর্শন করে। যেখানে একজন গ্রাহক এবং সেই প্রতিষ্ঠানের মালিক উভয়ই উপকৃত হবে। এখানে সেই প্রতিষ্ঠান তার কাছে পণ্য বিক্রি করে এবং গ্রাহক তার কাঙ্খিত পণ্যটি পেয়ে উপকৃত হচ্ছে। যা কিন্তু বর্তমান গুগল ম্যাপস এর কারণেই হয়েছে।
বর্তমানে কর্মসংস্থান সৃষ্টিতে সমানতালে অবদান রেখে চলেছে গুগল ম্যাপস। বর্তমান সময়ের রাইড শেয়ারিং ভিত্তিক অ্যাপগুলো নির্ভরশীল গুগলের এই সেবাটির উপর। যাত্রীকে নির্দিষ্ট স্থান থেকে তুলে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটি নির্ভরশীল থাকে গুগল ম্যাপস এর ওপর। গুগল ম্যাপে কোন জায়গা থেকে গন্তব্যে যাওয়ার দূরত্ব হিসাব থাকে। রাইড শেয়ারিং অ্যাপ উবার এবং পাঠাও এর মত অ্যাপগুলো নির্ভরশীল গুগল ম্যাপস এর ওপর। যদি কোন কারণে গুগল ম্যাপ বন্ধ হয়ে যায় তবে এসব প্রতিষ্ঠানগুলো মুখ থুবরে পড়বে। গ্রাহক শূন্য হয়ে পড়বে প্রতিষ্ঠানগুলো।
গুগল ম্যাপস এর কারণে রাইড শেয়ারিং অ্যাপ গুলো যেমন লাভবান হচ্ছে, ঠিক তেমনিভাবে এতে করে লাভবান হচ্ছে বেকার মানুষেরা। তাই গুগল ম্যাপস কে বলা যায় কাজের জন্য একটি কর্মক্ষেত্র।
আপনি যদি কোনো অপরিচিত জায়গায় যান আর সেখানে গিয়ে যদি কোনো সাহায্যকারী কাউকে খুঁজে না পান, আপনার গন্তব্য বলে দেবার জন্য তখন আপনারা সহায়ক হতে পারে গুগল ম্যাপস। যেটি আপনাকে আপনার গন্তব্য এর সঠিক রাস্তা খুঁজে দেবে। কোন পথে গেলে আপনি খুব সহজেই সেখানে পৌঁছাতে পারবেন, পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে গেলে কত সময়ে সেখানে পৌঁছাতে পারবেন, আপনার অবস্থান থেকে আপনার গন্তব্য এর দূরত্ব কতটুকু ইত্যাদি সমস্ত বর্ণনা দেখতে পাবেন গুগল ম্যাপে। যার ফলে আপনি খুব সহজেই চলে যেতে পারবেন আপনার নির্ধারিত সেই গন্তব্যে।
এছাড়া গুগল ম্যাপে যে কেউ ইচ্ছা করলেই তার বাসা কিংবা অফিসের যুক্ত করতে পারে। এজন্য গুগল ম্যাপস এর contributions অপশনে গিয়ে নিজের বাসা, অফিস, দোকান অথবা কোন প্রতিষ্ঠানকে যুক্ত করে দেওয়া যায়। গুগল আপনার অনুরোধ এর ভিত্তিতে সেটি রিভিউ করে 24 ঘণ্টার মধ্যে সেটি গুগল ম্যাপে যুক্ত করে দেবে। এই কাজটি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়েই করা সম্ভব। কিভাবে গুগল ম্যাপে বাসা কিংবা অফিস যুক্ত করবেন এ নিয়ে আমার আগের একটি টিউন দেখে আসতে পারেন। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।
গুগল ম্যাপস শুধুমাত্র গন্তব্য খোঁজার কাজে ব্যবহার হয় না। নিজের সঠিক অবস্থান জানার জন্য ও গুগল ম্যাপ ব্যবহার হয়। এই মুহূর্তে আমি বা আপনি কোথায় রয়েছি সেটিও জেনে দেয় গুগল ম্যাপ। এছাড়া গুগল ম্যাপের আরো একটি সুবিধা রয়েছে। যেটি হল আপনি আপনার লোকেশন শেয়ার করার মাধ্যমে অন্য কাউকে আপনার লাইভ লোকেশন দেখাতে পারবেন। এটাকে আপনি ট্রাকিং ও বলতে পারেন।
গুগল ম্যাপস এর এই ফিচারটির মাধ্যমে কোন জায়গায় ভ্রমণ করতে গেলে বাড়ির লোকদের কাছে নিজের লাইভ লোকেশন এর লিঙ্ক শেয়ার করার মাধ্যমে বাড়ির লোকজন আপনার থেকে কোন কিছু না জেনেই আপনার লোকেশন দেখতে পাবে সেই মুহূর্তে আপনি কোন অবস্থানে রয়েছেন। আপনার লাইভ লোকেশন আপনার পরিবার বা অন্য কারো কাছে সরাসরি শেয়ার করার জন্য আপনাকে অবশ্যই সে সময়ে মোবাইলের ইন্টারনেট কানেকশন এবং জিপিএস অন রাখতে হবে।
কিভাবে আপনি আপনার লাইভ লোকেশন টি আপনার পরিবার বা বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করবেন সে সম্পর্কে আমার পূর্বের একটি টিউন রয়েছে। আপনি যদি সে টিউনটি দেখতে চান তবে এখানে ক্লিক করুন।
গুগল ম্যাপস আমাদের জীবন যাপনকে অনেকটাই উন্নত করেছে। গুগল ও প্রতিনিয়ত আরো ভালো সেবা দেবার জন্য তাদের সেবাটি কে আরো উন্নত করছে। গুগল ম্যাপস আমাদের দৈনন্দিন জীবনের অনেক কাজের সঙ্গে মিশে গিয়েছে যেগুলো আমরা লক্ষ্যই করি না। বন্ধুরা গুগল ম্যাপ সম্বন্ধে আপনার অভিজ্ঞতা জানাতে হলে টিউমেন্ট করবেন। আজ তাহলে গুগল ম্যাপস এর এ কয়টি বর্ণনা দিয়েই বিদায় নিচ্ছি এখানেই।
পরবর্তী টিউনে এবং টেকটিউনসএর সঙ্গে থাকার আমন্ত্রণ জানিয়ে বিদায় দিচ্ছি এখানেই। দেখা হবে তবে পরবর্তী টিউনে আরো নতুন কিছু নিয়ে ইনশাআল্লাহ।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)