বন্ধুরা সবাই কেমন আছেন? বরাবরের মতো হাজির হয়েছি নতুন একটি টিউন নিয়ে। টিউনটির থাম্বনেল এবং শিরোনাম দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকের টিউনটি কি সম্পর্কে হতে যাচ্ছে।
আজকের এই টিউন এ দেখানো পদ্ধতিটি যদি আপনাদের জানা থাকে তাহলে পরবর্তীতে অনেক উপকারে আসবে। তাই চেষ্টা করবেন সম্পূর্ণ টিউনটি মনোযোগ দিয়ে দেখার। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি গুগল ম্যাপের সাহায্যে কারো লোকেশন ট্রাক করবেন। যদিও আজকের এই টিউনে দেখানো লোকেশন ট্র্যাক করার বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো নয়। তবুও এ বিষয়টি জানা থাকলে গুগল ম্যাপ ব্যবহারের অভিজ্ঞতা আরো বেড়ে যাবে।
অনেক সময় আপনারা কিন্তু কোন কাজে কিংবা ভ্রমণের জন্য কোথাও গিয়ে থাকেন। ভ্রমণের সময় গাড়িতে থাকা অবস্থায়, বাড়ি থেকে অনেক সময় ফোন করে আপনার অবস্থান সম্পর্কে জানার চেষ্টা করা হয়। তবে আপনি বাড়িতে থাকা লোকের কাছে অথবা আপনারা আত্মীয়স্বজনের কাছে ফোন করে লোকেশন শেয়ার না করে, যদি গুগল ম্যাপের মাধ্যমে আপনার লাইভ লোকেশন শেয়ার করেন তবে বিষয়টি কেমন হয়? নিশ্চয়ই এটি অনেকের সময় সাশ্রয় এবং নির্ভুল হবে। এতে করে আপনার পরিবারের লোকজন অথবা বন্ধুবান্ধব আপনাকে ফোন না করেই আপনার লাইভের লোকেশন দেখতে পারবে। আপনি কোন সময়ে কোথায় অবস্থান করছেন সেটি আপনাকে না জানিয়েই তারা বাড়িতে বসেই দেখতে পাবে।
এই ট্রিক্স টি কাজে লাগিয়ে আপনি যে কাউরো লাইভ লোকেশন দেখতে পারেন। তবে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এটি আপনি কিভাবে করবেন।
১. এজন্য প্রথমেই আপনাকে আপনার মোবাইলের গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনটিতে চলে যেতে হবে। তারপর এখানে নিজের location দেখার আইকনে ক্লিক করতে হবে।
উল্লেখ্য যে, আপনি যদি কাউকে আপনার লাইভ লোকেশন শেয়ার করতে চান সে ক্ষেত্রেই কেবল আপনাকে এ আইকনে ক্লিক করতে হবে। আপনাকে যদি কেউ তার লোকেশন এর লিংক শেয়ার করে তবে, আপনি সেই লিংকে ক্লিক করার মাধ্যমেই তার লোকেশন টি দেখতে পাবেন। তবে আজকের এই টিউনে আমি আপনাদের দেখাচ্ছি, কিভাবে আপনি আপনার লোকেশন টি শেয়ার করবেন।
২. এবার আপনিও নিচের চিত্রের মত উপরের আপনার প্রোফাইল আইকনে ক্লিক করুন। তারপর একটু নিচে দেখতে পাবেন 'Location sharing' বলে লেখা। আপনি এটির ওপর ক্লিক করুন।
আজকের টিউনটি সম্পর্কে বিস্তারিত জানানোর আগে আপনাদেরকে বলে নেই, আপনি যদি আপনার লোকেশন শেয়ার করতে চান তবে আপনাকে আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন এবং লোকেশন চালু করে রাখতে হবে। আর তা না হলে আপনি যাকে লোকেশন শেয়ার করবেন সে আপনার লোকেশন পরবর্তীতে দেখতে পাবে না। তাই আপনি যে সময়ের জন্য লোকেশন শেয়ার করে রাখবেন, সে সময় পর্যন্ত আপনার মোবাইলের ইন্টারনেট কানেকশন এবং জিপিএস চালু রাখবেন। তবে চলুন এবার বিস্তারিত দেখে নেই।
৩. এবার আপনি এখানে পাবেন 'Share location'। আপনি এটির উপর ক্লিক করুন।
৪. এবার আপনাকে লোকেশন এর লিংক শেয়ার করার পৃষ্ঠাতে নিয়ে আসবে। তারপর এখানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হল শেয়ারকৃত লোকেশন লিংক এর সময় set করা। আপনার শেয়ারকৃত লিংক এর মাধ্যমে এসে কতক্ষণ আপনার লাইভের লোকেশন দেখতে পাবে সেটি আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। লিঙ্ক এর সময় সেট করার অর্থ হচ্ছে, আপনি লিঙ্কটি শেয়ার করার কতক্ষণ পর্যন্ত সে লিঙ্কটির মেয়াদ থাকবে। এ সেটিং থেকে আপনি যত সময় পর্যন্ত লিঙ্ক এর মেয়াদ সেট করে রাখবেন, ঠিক ততক্ষণ পর্যন্তই সেই ব্যক্তি আপনার লাইভ লোকেশন টি দেখতে পাবে। এজন্য আপনি তীর চিহ্নিত জায়গাটিতে ক্লিক করবেন।
৫. এবার আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি + এবং - আইকন। আপনি এ 2 টি তে ক্লিক করে সময় কম বেশি করে নিতে পারেন। আপনারা লাইভ লোকেশন এর লিংক যাকে শেয়ার করবেন, সে কতখন আপনার লোকেশন টি দেখতে পাবে সেটি এখান থেকে সেট করতে হবে।
সময় সেট করা হয়ে গেলে, এবার আপনার কাজ হল লিংকটিকে যে কোন মাধ্যমে সে ব্যক্তির কাছে শেয়ার করা। আপনি যে কোন মাধ্যমে সে লিঙ্কটি শেয়ার করতে পারেন। এটি হতে পারে মেসেজ কিংবা মেইল।
৬. এবার সেই ব্যক্তি যখন সেই লিঙ্কে ক্লিক করবে, তখন সে আপনার লাইভ লোকেশন দেখতে পাবে এবং সেইসঙ্গে নিচে সময় দেখতে পাবে। আপনি যে কয় মিনিট সেট করে দিয়েছিলেন, উক্ত ব্যক্তিটি সে কয় মিনিটই আপনারা লাইভ লোকেশন দেখতে পাবে।
এবার আপনি যদি চান যে আপনি তাকে আর লোকেশন দেখতে দিবেন না, আপনি চাইলে এটি ও করতে পারেন। লোকেশন শেয়ার এর লিংক এর সময় শেষ হওয়ার আগেই আপনি চাইলে এই লিঙ্ক টিকে অকেজো করে দিতে পারেন।
৭. এজন্য আপনি আবার, গুগল ম্যাপ থেকে প্রোফাইল আইকনে ক্লিক করে 'location sharing' এ চলে যান।
৮. এবার আপনি নিচের মত দেখতে পাবেন। এখানে 'Sharing via link' সেটিং এ ক্লিক করুন।
৯. এবার আপনি নিচে দেখতে পাচ্ছেন যে Copy link এবং তার ঠিক নিচেই Stop লেখা। আপনি যদি আপনার লাইভ লোকেশন শেয়ার করা বন্ধ করতে চান তবে আপনি নিচের Stop লেখাতে ক্লিক করুন। তাহলে আপনি যে পর্যন্ত যাকে যাকে আপনার লোকেশন এর লিংক শেয়ার করেছেন, তারা কেউই আপনার লোকেশন আর দেখতে পাবে না।
এছাড়াও আপনি চাইলে এখান থেকে লিংক কপি করার মাধ্যমে আরও অন্যান্য ব্যক্তির কাছে শেয়ার করতে পারেন। ফলে একাধিক ব্যক্তি আপনার লোকেশন দেখতে পাবে।
বন্ধুরা আপনারা এই সেটিং টি কাজে লাগিয়ে কোন জরুরী মুহুর্তে অথবা কোন জায়গায় বেড়াতে যাওয়ার সময় আপনার লাইভ লোকেশন জানাতে পারেন। এতে করে কোন ঝামেলা ছাড়াই তারা আপনার লাইভ লোকেশন দেখতে পাবে।
তবে বন্ধুরা এই ছিল আজকের টিউন। যদি টিউনটি আপনাদের কোন উপকারে এসে থাকে তবে টিউনটিতে একটি জোসস করবেন, টিউমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো? আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তীতে আরো নতুন কোন টিউন নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই টেকটিউনস এর সঙ্গেই থাকুন।
আমি মো আতিকুর ইসলাম। কন্টেন্ট রাইটার, টেল টেক আইটি, গাইবান্ধা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 421 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 62 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
“আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ্ তোমাকে তার চেয়ে উত্তম কিছু অবশ্যই দান করবেন।” —হযরত মোহাম্মদ (সঃ)