অাচ্ছালামুআলাইকুম
অাশা করি সবাই ভাল অাছেন|
অামার অাজকের টিউনটি হল গুগোল ম্যাপ নিয়ে……
অামরা সবাই কমবেশি ম্যাপ ব্যবহার করি, এবং খুব সহজেই বের করে ফেলি… কোথায় কোন রাস্তা, কোথায় কোন ব্যাংক, কোথায় কোন স্কুল ইত্যাদি ইত্যাদি………
এগুলো দেখতে ঘাটতে বেশ ভালই লাগে…
কিন্তু যখন দেখি অামাদের এলাকাতে অামাদের মসজিদ/স্কুল/দোকান/বাজার ইত্যাদি ইত্যাদি অাছে, কিন্তু গুগল ম্যাপে নেয়… তখন মন খারাপ লাগে,
তো চলুন শুরু করা যাক…
প্রথমে অাপনি গুগল ম্যাপে ঢুকুন,
এবার ম্যাপের অপশনে যান… (বামপাশের কর্ণারে উপরের দিক থেকে)
এবার নিচের দিকে অাসুন…… Add a missing place এ যান…
নীচের স্কৃনশট দেখুন
এবার Name* place name: এর জায়গায় অাপনি যে লোকেশন দেবেন, তার সঠিক নাম দিন।
Address* street address এর জায়গায় অাপনি যেই স্থানটি যুক্ত করতে চাচ্ছেন সেই স্থানে গিয়ে লোকেশন Mark করে নিন,
এবার Category* এর জায়গায় সঠিক ক্যাটাগরি যুক্ত করুন (হাইস্কুল যোগ করলে High school দিন, প্রাইমারী স্কুল যোগ করলে Primary school দিন, মসজিদ যোগ করলে Mosque দিন, হাসপাতাল দিলে Hospital দিন, দোকান দিলে Shop দিন, বাজার দিলে Market দিন)
অাবার প্রতিষ্ঠানটির ওয়েব সাইট, ফোন নাম্বার, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে (ঘন্টা), ছবি যোগ করতে চাইলে Add phone, hours, website and photos এ চাপ দিয়ে যুক্ত করুন।
নীচেের স্কৃনশট দেখুন
এবার সেভ করুন।
অাপনার কাজ শেষ……
বিঃদ্রঃ গুগল ম্যাপে পাব্লিশ হতে কয়েকদিন সময় লাগবে, অামি একটি স্কু্ল এবং একটি দোকান যুক্ত করেছি… স্কুলে ১৪দিন এবং দোকানে ১৬ দিন সময় নিয়েছে| (অাপনার ইমেইলে জানিয়ে দেবে)
আমি শরিফু্ল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
thanks