খুব সহজে এন্ড্রয়েড স্মার্টফোন দিয়েই কয়েক সেকেন্ডে Google Map এ Add করুন যেকোন স্হান

আসসালামু আলাইকুম।কেমন আছেন সবাই ☺

নতুন শহর বা অচেনা জায়গা;সমস্যা কি! গুগল ম্যাপ তো আছেই।এরকমই প্রতিনিয়ত পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের কাছে হাতে হাতে স্মার্টফোন থাকায় সহজেই  google map এর সাহায্যে চেনা,পরিচিত,অপরিচিত বা নতুন বিভিন্নজায়গা খুজে বের করছে।আর মানুষ প্রতিনিয়ত এই ভাবে আবিষ্কার করছে নতুন এক বিশ্বকে।গুগল প্রতিবছর বিপুল পরিমানে অর্থ এই ম্যাপিং এর পেছনে ব্যয় করে;বর্তমানে আমাদের এই বাংলাদেশে গুগল ম্যাপ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। মানুষ ক্রমশ নতুন কোন স্হান সম্পর্কে বিস্তারিত জানতে এই গুগল ম্যাপের শরনাপন্ন হচ্ছে।বর্তমানে বাংলাদেশে ১০০০ এর অধিকlocal guides রয়েছে যারা বাংলাদেশ কে গুগল ম্যাপে আরও উন্নত করে চলেছে,বাংলাদেশকে গুগল ম্যাপে আরও আধুনিক করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের contribution এর মাধ্যমে।

মূল কথা:
আপনিও কিন্তু কয়েক সেকেন্ডে গুগল ম্যাপে যেকোন স্হান সহজেই add করতে পারবেন, যেমন : স্কুল,ব্যাংক,দোকান,কারখানা,মসজিদ,ব্যাবসা প্রতিষ্ঠান  ইত্যাদি।আর হ্যা,এটি আপনি করতে পারবেন অতি সহজে আপনার হাতে থাকা এন্ড্রয়েড স্মার্টফোন এর মাধ্যমে(ios বা windows এও করা যাবে) কেবল "google map" এন্ড্রয়েড  অ্যাপ এর মাধ্যমে।এটি করতে আপনার কোন সময়ই লাগবে না।

১/ আপনাকে প্রথমে আপনার ফোনের "google map" app টি ওপেন করতে হবে, তারপর স্ক্রীনের বাম পাশের উপরের দিকের "মেনু " বাটনে ক্লিক করতে হবে।

২/ তারপর নিচের দিক থেকে add a missing business অপশনটি সিলেক্ট করতে হবে।

৩/ এখন ছবির মতন একটি পেজ আসবে,এখানে প্রথমে আপনাকে "mark location on map*" এর ওপর ক্লিক করতে হবে; এখন আপনি যে জায়গাটি add করবেন তারউপর marker টি বসান এবং Done ক্লিক করুন।

৪/  এবার place এর নাম দিন,category সিলেক্ট করুন আরো addictional info ঢ়েমন: নম্বর,ওয়োবসাইট,বিজনেস hours জানা থাকলে  add করুন।
৫/ ব্যাস এবার স্ক্রীনের ডানদিকে উপরের অংশের arrow বাটনটি চাপ দিন।
সাধারনত বেশির ভাগ edit ১ মিনিটের ভেতর গুগল ম্যাপ এ published হয়।তবে publish হওয়ার সাথে সাথে আপনার কাছে চিত্রের মতন মতন নোটিফিকেশন এবং মেইল আসবে।আমার কাছে ১ মিনিটের ভেতরই এসেছিল।

তবে অনেক edit সরাসরি published হয়না review হয় তারপর published হয়,তবে এটি খুব কম হয়।
আপনি কিন্তু ঠিক একই ভাবে কম্পিউটারের মাধ্যমেও এই কাজ করতে পারবেন।

ঘুরে আসতে পারেন আমার ব্লগ octacores.com

→ 3 best smartphone for gaming (2016)

Level 12

আমি Touhidur Rahman Mahin। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 326 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 24 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

ভালোবাসি প্রযুক্তি নিয়ে লিখতে, ভালবাসি প্রযুক্তি নিয়ে ভাবতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাতে একটা সসমস্যা আছে সেটা হল।
ইংরেজী নামের জন্য প্রথম নামের ঘরে ইংরেজী নাম লিখতে হবে। লেখার স্থানের বামে দেখবেন ভাষার স্থানে ENGLISH দেওয়া আছে। ইংরেজী নামের ক্ষেত্রে Type/Name Flag হবে Primary.
আর বাংলা নামের ক্ষেত্রে Add More Names এ ক্লিক করে ভাষার স্থানে Bengali দিতে হবে। আর বাংলা নামের Type হবে Primary এবং Local. সব বাংলা নামের সাথে Local দিবেন।
প্রতিটি ভাষার নামের সাথে Primary Name Flag দিতে হবে।
কিন্তু তা দেয়া হয় না। ফলে অনেক ভুল ম্যাপিং হচ্ছে। বেটার হয় http://www.google.com/mapmaker এ গিয়ে ম্যাপ করলে।
সঠিকভাবে নামকরনের জন্য এই বেসিক টিউটোরিয়ালটি দেখতে পারেন এখানে- https://goo.gl/2HgOI7
© ম্যাপিং সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন ম্যাপিং বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট- http://www.mappingbd.org/
© ম্যাপিং সম্পর্কে বিভিন্ন বেসিক টিউটোরিয়াল পাবেন এখানে- https://goo.gl/CGKu8Z
© ম্যাপিং সম্পর্কিত কোন জিজ্ঞাসা বা মতামত থাকলে তা সরাসরি লিখুন ম্যাপিং বাংলাদেশের অফিশিয়াল ফেসবুক গ্রুপে- https://goo.gl/6gk1gn
Happy Mapping!

ধন্যবাদ জনাব মাহিন আপনার সুন্দর টিউন উপহার দেওয়ার জন্য। মনে মনে এ ধরনের পোষ্টই চাচ্ছিলাম।

টেকটিউনারদের জন্য দারুন সুযোগ, মিস করা একদম ঠিক হবে না
বিস্তারিত: https://www.techtunes.io/tech-talk/tune-id/439233