গুগুল ম্যাপ তুমি এক অসাম জিনিস !


আসসালামু আলাইকুম। এটা আমার ২ নাম্বার টিউন ।গতকাল গিয়েছিলাম গুলশান ১ নাম্বার রোড নং ২৫ বাড়ি নং ৪০ । কারন আমার এক বন্ধু DHL এ কিছু মালামাল পাঠিয়েছিল । আমি গুলশান ১ নাম্বার পর্যন্ত চিনি কিন্তু ২৫ নাম্বার রোড চিনি না । তাই রবি কর্পোরেট অফিসের সামনে থেকে রিক্সা নিলাম এবং বলিলাম ২৫ নাম্বার রোড যাবেন চালক বলিলেন মামা উঠেন এবং রিক্সা চালক বুঝিলেন যে আমি নতুন । যেহেতু আমি নতুন তাই ভাড়ার ব্যাপারে কিছুই বলি নাই এবং রিক্সা ওয়ালা ভাড়ার কথা না বলাতে মনে করিলাম সামনেই হবে । মামা বলে রিক্সা চালানো শুরু করিলেন চালক । রাস্তা না চিনিবার কারণে মোবাইলে গুগুল ম্যাপ চালু করে রেখে ছিলাম । মামা দেখি রিক্সা এই যে টানা শুরু করছে থামানোর নাম নেই । আমি সরাসরি আমার মোবাইলে গুগুল ম্যাপের মাধ্যমে দেখিতাছি যে চালক ২৪ নাম্বার রাস্তা দিয়ে যাইতাছে । পশ্চিমে ২৫ নাম্বার রাস্তা । সে পশ্চিমে না গিয়ে সোজা দেখি ৩২ নাম্বার রোড দিয়ে আমাকে নিয়ে যাইতাছে । তার মানে আমি না চেনার কারণে সে অনেক রাস্তা ঘুরে আমাকে ২৫ নাম্বার রাস্তায় নামিয়ে দেবে ভাড়া বেশি নেবার জন্য (এটা আমার মত, রিক্সা চালকের মতলব জানি না ।) ২৮ নাম্বার রাস্তা পার হতেই আমি বলিলাম ২৫ নাম্বার রাস্তা সোজা না হাতের বামে পশ্চিম দিকে । একটু হাসিয়া আমাকে বলিল মামা ভুল হয়ে গেছে । এবং আমাকে বলিল আপনি না মামা চিনেনে না তাহলে কিভাবে জানেন যে ২৫ নাম্বার রাস্তা হাতের বামে । আমি তারপড় রিক্সা চালককে হাতের মোবাইলে দেখাইলাম গুগুল ম্যাপের যাদু ! মামা তো পুরাই বলদ হয়ে গেল । যাই হোক ১০ টাকার ভাড়া মামাকে ১৫ টাকা দিয়েছিলাম ।

প্রথমেই আল্লাহ কে আমি ধন্যবাদ দিতে চাই আমাকে সুন্দর একটা স্মার্ট ফোন দেবার জন্য এবং তারপরে ধন্যবাদ দিতে চাই গুগুল মামাকে ।

বিঃ দ্রঃ- আপনিও গুগুল ম্যাপ ট্রাই করতে পারেন । একবার ট্রাই করেন খুব মজা পাবেন ।

Level 0

আমি মোঃ মেহেরাব আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

I am Md Meherab Ali & am a Practicing Muslim. I am a very simple boy with a good heart as my friends say that about me. I am thankful to my parents to make me so proud academically as well as socially. I just want a person who will...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Yes Bro ,
also use google map.

ami o use kori always. eta amader onek boro upokare ashe.

valo laglo: apni ALLAH ke thanks janalen …

google map to amar o favorite.

ধুর মশায়! সেতো আমারও ভালো লাগে, কিন্তু এটার জন্য টিউন করা!

Level 2

আসলেই একটা দারুন জিনীস।

গুগল ম্যাপ নিয়ে এমন টিউন করার দরকার অবশ্যই আছে। বাংলাদেশ প্রেক্ষাপটে আমরা ম্যাপ ব্যবহার করতে অভ্যস্ত নই। ম্যাপ ব্যবহারের উপকারী ও সেই সাথে এটি ব্যবহার করার পর চমকপ্রদ অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার অবশ্যই দরকার। আপনাকে অনেক ধন্যবাদ।

আমি একবার বরিশাল গিয়ে গুগল মামার ম্যাপস কাজে লাগিয়েছিলাম।

ডেভেলপ করুন ওপেনষ্ট্রীটম্যাপ। পৃথিবীর প্রথম অলাভজনক ওপেন সোর্স ও সকলের জন্য ১০০% ফ্রী।
গুগল: আপনি যে ডাটা যোগ করবেন তার একমাত্র মালিক হবে গুগল। ভবিষ্যতে আপনি এই ডাটার মালিকানা দাবি করতে পারবেন না বা আপনার প্রতিষ্ঠানেও তা ফ্রী ব্যাবহার করতে পারবেন না। বাৎসরিক ফী এর বিনিময়ে আপনি আমাদের ম্যাপ আপনার প্রতিষ্ঠানে ব্যাবহার করতে পারেন তবে তা হতে হবে শর্ত মেনে। তবে কোনভাবেই আপনি মূল ডাটা ব্যবহার করতে পারবেন না
OSM: আপনার প্রবেশকৃত ডাটা সকলের জন্য চিরদিন ফ্রি ও উন্মুক্ত। আপনি যখন, যেখানে, যেভাবে খুশি এই ডাটা ব্যবহার করতে পারবেন। কোন প্রতিষ্ঠান এই ডাটা ব্যবহার করতে তাদের কন্ট্রিবিউয়ারদের কৃতিত্ব দিতে হবে।
OSM এর ডাটার কয়েকজন ব্যবহারকারী: ফেসবুক ও ফোরস্কয়ার(OSM & HERE map ব্যাবহার করে), বিং ম্যাপ, অ্যাপল ম্যাপ। চুরি করে ব্যবহারকারীদের মধ্যে গুগল একজন যেহেতু OSM এর ভলান্টিয়ার গুগল এর থেকে ১০ গুনেরও বেশি।(যদিও উপমহাদেশে এটা বিপরীত)
ঠিকানা: http://www.openstreetmap.org

আমার ও ভাল লাগে এই এপস, আমি তো গুগল ম্যপ চালু রেখে বাসে ঘুম দেই, গন্তব্বে পউছার আগেই এলার্ম বেজে উঠে, তারপর জায়গা মত নেমে জাই,আলার্ম বাজানর এপস নেট থেকে ইন্সটল দিছি।