আপনি কি আপনার নিজের অবস্থান বের করতে পারেন? যদি না পারেন তাহলে একবার দেখে নিন কিভাবে বের করবেন।

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আমি বেশী কথা বলতে পছন্দ করি না। তাই কাজের কথা ছাড়া কোনো টিউনেই আমি বেশী কথা বলি না। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। তো জেনে নিন কিভাবে আপনি আপনার অবস্থান সনাক্ত করতে পারবেন।

                                                                           

                                                                                    

                                                                                                    

        

                                                                                                   

 

                   

                                                                                     যা যা করতে হবে

************************************************************************************************************************

১. প্রথমে আপনাকে সেটিংস এ গিয়ে Location access এ access to my location এ ঠিক চিহ্ন দিতে হবে।

২. তারপর জিপিএস আর মোবাইল ডাটা চালু করুন।

৩. গুগল ম্যাপ চালু করুন।

৪. না থাকলে আমার আগের টিউন থেকে দেখে ডাউনলোড করে নিন।

৫. তারপর নিচের ছবির মতো লাল জায়গায় ওকে দিন।

৬. একটু অপেক্ষা করুন দেখবেন নিচের ছবির মতো আপনার অবস্থান দেখাবে।

৭. যদি সেটেলাইট মোডে দেখতে চান্ তাহলে নিচের লাল জায়গায় ক্লিক করুন।

আপনি কিন্তু যানবাহনে থাকলে সেটাও আপনাকে দেখাবে  চলন্ত অবস্থায়। তাই আপনি সহজেই বুঝতে পারবেন আশেপাশের কোনো জায়গা। আশা করি উপকারে আসবে। আজ এই পর্যন্ত। খোদা হাফেজ। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।

Level New

আমি মোঃ শাহীন শাহ শাহীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 39 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

চরম

জানা ছিল , তবুও ধন্যবাদ

valo tune tnx bro

Level 1

ডেক্সটপ এ কিভাবে দেখা যাবে?