সম্প্রতি গুগল অত্যন্ত চমৎকার এবং দর্শনযোগ্য একটি পদ্ধতি আবিষ্কার করেছে।
যেখানে দেখা যাবে গত দুই দশকে আমাদের গ্রহ কেমন পরিবর্তন হল এবং সম্প্রতি কি অবস্থানে আছে, এই গুগল টিম যুক্তরাষ্ট্রের ভৌগলিক জরীপ ( US Geological Survey) নাসা (NASA), টাইম (TIME) এবং তারা ২ মিলিয়নের বেশি উপগ্রহের ছবি সংগ্রহ করে যা ছিল ১৯৮৪ থেকে ২০১৩ এর মধ্যে ধারণ করা। কারনেগি মেলন বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি টিম CREATE ল্যাবে কাজ করেন।
এই ছবিগুলোকে HTML5 এনিমেশনে পরিণত করেন যেখানে দেখা যাবে নির্দিষ্ট জায়গাটি বছরের পর বছরে পরিবর্তন হয়ে যাচ্ছে। ব্যবহারকারীরা এই HTML5 এনিমেশন এ দেখতে পাবে কিভাবে ব্রাজিলের আমাজন এর অরণ্য নিধণ হয়,কিভাবে লাস ভেগাসের নেভাডার উত্থান হয়, ইরানের লেক উরমিয়া (Lake Urmia) কিভাবে শুকিয়ে গেছে। আরো অনেক কিছু দেখতে পাবেন। কোন কিছু দেখতে চাইলে তার নির্দিষ্ট নাম ‘timelapse’ এ লিখে দিলে সেটি তা দেখাবে।
দেখুন timelapse
পোস্ট লিখেছেন টিউটোহোস্টের সাপোর্ট বিভাগে কর্তব্যরত নিলুফার ইয়াসমিন
পূর্বে প্রকাশিত টিউটোরিয়ালবিডি ব্লগে
আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।
google ki na pare???