প্রফেশনাল মেইল কি, কেন, কিভাবে?

হ্যালো ফ্রেন্ডস,

আশাকরি ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়েছে এসেছি নতুন একটি টপিক যেখানে আমি Business Email কি, কেন আমাদের বিজনেস মেইল দরকার এবং কিভাবে বিজনেস মেইল কিনতে পারবেন এসব পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। আশা করছি পুরো টা সময় আমার সাথেই থাকবেন।

Business Email Hosting কি

আমরা সাধারণত ইমেইল বলতে জিমেইল, ইয়াহু, হটমেইল এসব কে বুঝি। যে মেইল গুলোর নাম মূলত [email protected] হয়ে থাকে। যা দিয়ে আমরা নরমাল কাজ গুলো করতে পারি। কিন্তু আমরা যারা বিভিন্ন কোম্পানি তে কাজ করি বা প্রফেশনাল কাজে কারোর সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়ে তখন যদি সাধারন জিমেল দিয়ে মেইল করি তাহলে সে বেশি গুরুত্ব দিবে না। এখানেই মুলত বিজনেস মেইল বা প্রফেশনাল মেইল কাজে আসে।

যেমন ধরুন আপনার একটি ওয়েবসাইট আছে বা আপনার কম্পানির একটি ওয়েবসাইট আছে। ধরে নিচ্ছি ওয়েবসাইট এর ডোমেইন নাম হলোঃ example.com। এখন আপনি যদি আপনার ডোমেইন দিয়ে একটি মেইল তৈরি করেন তাহলে সেটা হবে [email protected] এমন যাকে আমরা বিজনেস মেইল বা প্রফেশনাল মেইল হিসেবে জানি।

Business Email Hosting কেন দরকার

আমি যদি আপনাকে এ একই মেইল দুই ভাবে সেন্ড করি যেখানে একটি মেইল সেন্ড হবে জিমেল থেকে এবং অন্য একটি সেন্ড করা হবে বিজনেস মেইল থেকে তাহলে আপনি নিজেই দেখবেন যে জিমেল এর থেকে নিজস্ব ডোমেইন নাম দিয়ে তৈরি করা বিজনেস মেইল দিয়ে সেন্ড করা মেইল কে আপনি বেশী গুরুত্ব দিবেন।

তাই প্রতি টি কর্পোরেট লোকের একটি করে বিজনেস মেইল থাকে।

Business Email Hosting কিভাবে কিনবো?

বিজনেস মেইল কেনার জন্য অনেক দেশি বিদেশি প্রোভাইডার পাবেন যাদের থেকে আপনার ডোমেইন নাম দিয়ে বিজনেস মেইল তৈরি রতে পারবেন, তবে বিদেশি কোম্পানি এর মাঝে গুগল বেস্ট সার্ভিস দেয় তবে এখান থেকে সার্ভিস নিতে ইন্টার ন্যাশনাল মেথডে পেমেন্ট করতে হবে তাই আমি দেখাবো কিভাবে দেশি কোম্পানি থেকে Business Email Hosting কিনবেন। দেশের প্রায় সকল ডোমেইন হোস্টিং প্রোভাইডার থেকে আপনি বিজনেস মেইল নিতে পারবেন। কিছু সেরা প্রোভাইডার হলোঃ

Amar Hoster
Limda Host
Exon Host
It Nut Hosting
Hostever
Alqha Net
ইত্যাদি।

Best Business Email Hosting in Bangladesh

Best Business Email Hosting in Bangladesh
আমার হোস্টার থেকে পআনি সহজেই বিকাশ নগদ রকেটে পেমেন্ট করে ডোমেইন, হোস্টিং সহ বিজনেস মেইল সার্ভিস কিনতে পারবেন। আমার হোস্টার-এ নিজস্ব মেইল সার্ভার থেকে ইমেইল দেয়া হয়।

বিজনেস মেইল প্যাকেজ দেখতে ভিজিট করুনঃ
https://go.amarhoster.com/businessemail

আমার হোস্টার এ বিজনেস মেইল মাত্র ৯৯ টাকা / মাস থেকে শুরু। এর পর আপনি যেকোনো সময় প্যাকেজ আপগ্রেড করে নিতে পারবেন।

সেরা কিছু ফিচারসঃ

সহজ ইন্টিগ্রেশন
রেসপন্সিভ মেইলবক্স
ভাইরাস প্রোটেকশন
৯৯.৯৯% আপটাইম
স্টোরেজ ও ব্যাকাপ
ডেলিভারি ট্রাকিং
মেইল সেন্ডার প্রোটেকশন

Aamar Hoster থেকে সার্ভিস নিয়ে যেকোনো সমস্যায় পাবেন ২৪ ঘন্টা সাপোর্ট।

আশাকরি বিজনেস মেইল টপিক নিয়ে আপনাদের ধারনা দিয়ে পেরেছি। আর কোনো প্রশন থাকলে অবশ্যই জানাবেন।
ধন্যবাদ।

Level 0

আমি Ridoy Hasan Alif। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 1 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস