আপনার ব্যক্তিগত ই-মেইল টি অন্য কেউ ব্যবহার করছে না তো? এখনি দেখুন!

আপনার ব্যক্তিগত ই-মেইল টি অন্য কেউ ব্যবহার করছে না তো? এখনি দেখুন!

গুগলের জি-মেইল ব্যবহার করিনা এমন মানুষ খুঁজে পাওয়া-ই মুশকিল  তাই না? আমরা প্রায় সবাই  ব্যক্তিগত প্রয়োজনে  গুগলের জি-মেইল ব্যবহার করি এবং জি-মেইল আমাদের জন্য কতটা গুরুত্ব পূর্ণ সেটা আমরা সবাই জানি, একটা ব্যক্তিগত জিমেইল একাউন্ট মানে অনেক কিছু,   পার্সোনাল ফটো,   ফাইল, ভিড়িও এমন অনেক ইম্পরট্যান্ট  বিষয় আমাদের জিমেইল এর সঙ্গে সম্পৃক্ত, আমরা নিশ্চয়ই কেউ চাইবো না আমাদের ব্যক্তিগত জিমেইল একাউন্ট অন্য কেউ ব্যবহার করুক তাই না? যদি কোন উপায় কেউ আপনার অ্যাকাউন্ট ব্যবহার করেও থাকে তাহলে কিভাবে জানবেন?

চলুন দেখে নেয়া যাক.

আপনার মোবাইল বা ডেস্কটপ ব্রাউজার থেকে জিমেইল এ প্রবেশ করুন,

নিচের ছবির মতো উপরের দিকে কোনায় আপনার অ্যাকাউন্টের আইকনে ক্লিক করুন,

gmail

 

তারপর ম্যানেজার গুগল একাউন্ট

gmail

 

এখন সিকিউরিটি অপশনে ক্লিক করুন -

gmail

 

একটু স্ক্রল ডাউন করলেই দেখতে পাবেন আপনার মেইল অ্যাকাউন্ট কতগুলো ডিভাইসে লগ ইন করা আছে - চিত্রে দেখুন

gmail

 

এখন আপনি চাইলে আপনার কাঙ্খিত ডিভাইস থেকে আপনার মেইল একাউন্ট ই  রিমুভ করতে পারেন।

রিমুভ করতে থ্রি ডট মেনুতে ক্লিক করে সাইন আউট বাটনে প্রেস করুন -

gmail

 

ব্যাস এই পর্যন্তই। এখন আপনার কাঙ্খিত ডিভাইস থেকে আপনার জিমেইল একাউন্টে রিমুভ করা হয়েছে।

gmail

 

 

 

 

 

 

 

 

 

 

 

পুনরায় ওই ডিভাইস থেকে আপনার মেইলে প্রবেশ করার জন্য পাসওয়ার্ড  চাইবে।  ডিভাইস টি যদি অন্য কারো হয় যত দ্রুত সম্ভব আপনার জিমেইলে পাসওয়ার্ড পরিবর্তন করুন। এখন আপনার কাঙ্খিত ডিভাইস থেকে আপনার জিমেইল একাউন্টে রিমুভ করা হয়েছে।

 

Gmail

 

 

আশা করি  টিউনটি ভালো লেগেছে, ভালো লাগলে  জোস করতে পারেন, ধন্যবাদ।

সোজন্যেঃTechCity420

Level 0

আমি রাহাতুজ্জামান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস