জিমেইল একাউন্টের স্টোরেজ বাড়াতে চাইলে যা করবেন

যোগাযোগের মাধ্যম হিসেবে তথ্য আদান প্রদানের জন্য আজকাল ইমেইলের দ্বারস্থ হন না এমন মানুষের সংখ্যা খুবই কম। আর বর্তমান সময়ে অন্যতম সেরা ইমেইল সার্ভিসের নাম জিমেইল। কিন্তু জিমেইলে একজন ব্যবহারকারী বিনামূল্যে সর্বোচ্চ ১৫ গিগাবাইট ব্যবহারের সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে কাজের পরিধি বাড়ায় অনেকের এই ১৫ গিগাবাইট জায়গা শেষ হতে বেশী সময় লাগে না। সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে এই জায়গার পরিমাণ প্রয়োজনমতো বাড়িয়ে নিতে পারেন। বাড়াতে গেলে অবশ্য আপনাকে জায়গার চাহিদা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ করতে হবে। যখন প্রয়োজনটা আবশ্যিক হয়ে দাঁড়ায় তখন ইমেইলের জায়গার পরিমাণ বাড়াতে কিছু টাকা তো আপনাকে অবশ্যই গুনতে হবে।

এবার দেখা যাক এ কাজটি আপনি কীভাবে করতে পারবেন।এজন্য আপনাকে প্রথমে আপনার জিমেইল একাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পর জিমেইলের ইনবক্স মেসেজগুলোর সবার নীচে একটি Manage নামক একটি অপশন দেখতে পাবেন।

এই অপশনটিতে ক্লিক করার পর নীচের মতো আপনি Google Drive storage নামক একটি স্ক্রীন দেখতে পাবেন।

যেখানে বলা আছে, শূন্য থেকে ১৫ জিবি জায়গা ব্যবহার করতে পারবেন সম্পূর্ণ বিনামূল্যে। আর ১০০ জিবি জায়গার জন্য মাসে ১৫০ টাকা এবং বছরে ১৬০০ টাকা জিমেইল কর্তৃপক্ষকে দিতে হবে। আরও বেশী অর্থাৎ ১ টেরাবাইট জায়গা নিতে চান তবে মাসে ৮০০ টাকা এবং বছরে ৮১০০ টাকা ফি পরিশোধ করতে হবে। এভাবে জায়গা বাড়ার সাথে সাথে ফির পরিমাণও বাড়বে। চাহিদা অনুযায়ী জিমেইলের জায়গার জন্য অর্ডার করার পর উক্ত ফি বা বিল গুগল পে, পেজা, পেপল কিংবা অনুমোদিত ইন্টারন্যাশনাল মাষ্টার কার্ডের মাধ্যমে পরিশোধ করা যাবে। যদিও এক সময় জিমেইল কর্তৃপক্ষ এ ব্যাপারে বেশ উদার ছিল। অনেকেই হয়তো বিষয়টি জানেন, কিন্তু যারা জানে না তাদের জন্যই আমার এই টিউন লেখার প্রয়াস। ভুল ত্রুটি মার্জনা করবেন্। আজ এটুকুনই থাক। পরে আবার আসবো, নতুন কোনো টিউন নিয়ে। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রইলো।

লেখাটি পূর্বে আমা কর্তৃক প্রকাশিত এখানে

Level 1

আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি মোঃ তৌফিক রায়হান ভূঁইয়া।আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোশ্যাল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি আমার ক্ষুদ্র জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করতে। আর যতটুকু জানি তা সবার মাঝে বিলিয়ে দিতে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস