আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আর সব সময় ভাল থাকুন এটাই কামনা করছি সারাক্ষন। আমার আইটি বিষয়ক YouTube Channel Era IT তে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করছি। আর আপনাদের সহযোগীতায় ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে তার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ।
আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলে আপনারা যারা Gmail Account ব্যবহার করে তাদের জন্য আজকের টিউনটি। অনেক সময় আপনাদের জিমেইল অনেক কারণে গুগুল ব্লক করে দেয় কিন্তু আমাদের গুরুত্বপূর্ন ইমেইল আমরা উদ্ধার করতে পারি না। আজ আমি একটা ভিডিও তৈরী করেছি কিভাবে কোন সফটওয়্যার ছাড়া আপনার জিমেইল একাউন্ট ব্যাকআপ রাখতে পারবেন।
প্রথমে আপনি আপনার myaccount.google.com এখান থেকে লগইন করুন। তারপর My Content Backup এই অপশন থেকে আপনি খুব সহজেই ব্যকআপ নিতে পারবেন। নিচের ভিডিওটিতে খুবই সুন্দরভাবে দেখানে হল। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। যদি সামান্যতম উপকৃত হন তাহলে ভিডিওতে লাইক ও টিউমেন্টস দিবেন। আর যদি ভাল না লাগে তাহলেও ডিসলােইক দিবেন।
ভিডিওটি দেখুন
আমাদের ফেসবুক পেইজে জয়েন করতে ভুলবেন না। সেই সাথে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন।
Subscribe করতে এখানে ক্লিক করুন - Era IT
আমি Era IT। CEO, Era IT, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 118 টি টিউন ও 84 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 35 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।