তৈরী করুন একটি নতুন জিমেইল একাউন্ট। সম্পূর্ণ নতুনদের জন্য।

আসসালামু ওয়ালাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি টেকটিউনস এর একজন পুরাতন পাঠক। কিন্তু কখনও সাহস করে টিউন করা হয় নি। প্রতিদিন অগনিত সংখ্যক মানুষ ইন্টারনেটের সাথে যুক্ত হচ্ছে। যারা নতুন আসছে তাদের জন্য আমি টিউন করার চেষ্টা করবো। আমি স্টেপ বাই স্টেট ব্লগিং এবং ইউটউব নিয়ে পোস্ট করবো। আর যেহেতু ইন্টারনেট এ সবকিছুতেই ইমেইল লাগে তাই এই টা দিয়ে শুরু করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তারপরেও নতুন হিসাবে ভুলত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Step  1 :

আপনার ওয়েব ব্রাউজার ওপেন করুন।

আপনার ব্রাউজারের এড্রেস বার এ জিমেইল এর ওয়েব এড্রেস টাইপ করুন  http://www.gmail.com

 Screenshot : Step-1

জিমেইলের হোম পেজ আপনার সামনে দুই ভাবে আসতে পারে। সেটা এভাবে আসতে পারে---

 বা এভাবেও আসতে পারে


Step  2 :

যদি এভাবে আসে তাহলে create account এ ক্লিক করুন

আর যদি এভাবে আসে তাহলে উপরের CREATE AN ACCOUNT এ ক্লিক করুন

দুই অবস্থাতেই জিমেইল আপনাকে তাদের সাইন আপ পেজ এ নিয়ে যাবে। এই ফর্মটি সঠিক তথ্য দিয়ে পুরন করুন--

1. আপনার নামের প্রথম অংশ লিখুন

2. আপনার নামের শেষ অংশ লিখুন

3. নিজের জন্য একটি ইউনিক ইউজারনেম তৈরী করুন

4. আপনার একাউন্টের জন্য একটি পাসওয়ার্ড দিন

5. আপনার পাসওয়ার্ডটি পুনরায় টাইপ করুন

6. আপনার জন্ম যে মাসে তা নির্বাচন করুন

7. আপনার জন্ম তারিখ টাইপ করুন

8. আপনার জন্ম সাল টাইপ করুন

9. আপনার লিঙ্গ নির্বাচন করুন

10. আপনার সচল মোবাইল ফোন নাম্বার দিন। এই নাম্বারটি ভেরিফিকেশনের জন্য ব্যবহৃত হবে।

11. যদি আপনার অন্য কোন ইমেইল একাউন্ট থাকে সেটি এখানে দিতে পারেন। না থাকলে এটি ফাকা রাখুন।

12. আপনার দেশ নির্বাচন করুন।

এগুলো সঠিক ভাবে পূরন করা হলে  Next Step এ ক্লিক করুন

Step  3 :

এখন গুগল আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনার একাউন্ট টি ভেরিফাই করবে। নিচের যে কোন একটি অপশন নির্বাচন করে Continue এ ক্লিক করুন

যদি আপনি Text Massage (SMS) নির্বাচন করে থাকেন তাহলে গুগল আপনার মোবাইলে ৬ ডিজিট এর একটি কোড পাঠাবে আর যদি Voice call নির্বাচন করে থাকেন তবে গুগল আপনাকে কল করে ৬ ডিজিট এর একটি কোড বলবে। কোডটি নিচের ছবিতে দেখানে বক্স এ বসিয়ে  Verify এ ক্লিক করুন.

সবকিছু ঠিকঠাক থাকলে নিচের মত একটি পেজ আসবে এখানে Continue to Gmail এ ক্লিক করুন.

এবার গুগল আপনাকে আপনার মেইল একাউন্ট এর ভিতরে নিয়ে যাবে।

যেহেতু একাউন্টটি নতুন সেহেতু গুগল আপনাকে কিছু টিপস দেখাতে পারেে এগুলোতে পর পর Next এ ক্লিক করুন এবং সবশেষে Go to Gmail এ ক্লিক করুন

এখন আপনার জিমেইল একাউন্টটি ব্যবহারের জন্য তৈরী

টিউটোরিয়াল টি ইউটিউব এ দেখুন

টিউটোরিয়াল টি ডাউনলোড করুন

http://www.indishare.me/6yt26oi778w1

টিউটোরিয়াল টি ভালো লেগে থাকলে টিউমেন্ট করুন। তাহলে ভবিষ্যতে নতুনদের জন্য এরকম টিউন করার সাহস পাবো। ধন্যবাদ

নতুনদের জন্য আমার ব্লগ :

study4earn.blogspot.com

নতুনদের জন্য আমার ইউটিউব চ্যানেল :

https://www.youtube.com/channel/UC8t7BTTUEZQguTDPoSfnb2A

ফেসবুক এ আমি :

https://www.facebook.com/rashedulislam.pavel.9

Level 0

আমি রাশেদুল ইসলাম পাভেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস