কিভাবে আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন ?

আপনারা যারা জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারছেন না তাদের জন্য এই টিউনটি। আশারাখি আপনাদের কাজে লাগবে। বেশি কথা না বলে শুরু করা যাক কেমন।

ধাপ -১। প্রথমে আপনার জিমেইলে বর্তমান পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করুন। জিমেইলে Sign in করার জন্য এই লিংকে ক্লিক করুন

ধাপ -২। Sign in করার পর Settings Button (দেখতে একটা চাকার মতো) এ ক্লিক করে লাল দাগ চিহ্নিত Settings লেখার উপর ক্লিক করতে হবে।

ধাপ -৩। নীচের মত একটি পেজ আসবে। Settings এ যাওয়ার পর Accounts and Import ক্লিক করতে হবে। তারপর Change account settings থেকে Change Password এ ক্লিক করতে হবে।

ধাপ -৪। নীচের মত একটি পেজ আসবে। আপনি জিমেইলে বর্তমান যে পাসওয়ার্ডটি দিয়ে sign in করেছিলেন সেই পাসওয়ার্ডটি আবার দিয়ে sign in এ ক্লিক করুন।

ধাপ -৫।  নীচের মত একটি পেজ আসবে। এখানে New password ও Confirm new password এ আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে Change Password এ ক্লিক করতে হবে। আপনার New password সেটআপ হয়ে যাবে। এখন আপনার জিমেইল একাউন্ট হতে Sign out হয়ে ‍ আপনার New password দিয়ে Sign in করে দেখুন। আমার এই টিউনটি যদি আপনাদের কারো কাজে আসে, তাহলে আমার এই প্রচেষ্টা স্বার্থক  হবে। ধন্যবাদ সবাইকে। অবশ্যই টিউমেন্টস করবেন সবাই।

 

  •  খুব শীঘ্রই আবার কোন ভাল টিউন নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষন সবাই ভাল থাকুন।

Level 0

আমি সঞ্জয় রায়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস