এবার ছুটি দিন জিমেইল স্পাম মেইলকে সাথে ভিডিও টিউটোরিয়ালতো থাকছেই।

আসসালামুয়ালাইকুম,

সবাই কেমন আছেন আশাকরি ভালো। আমরা সবাই ই-মেইল ব্যবহার করি। ই-মেইল ছাড়া আমরা ধরতে পারেন অচল কারন প্রতিটা ক্ষেত্রেই প্রয়োজন। সুতরাং এই ই-মেইলের প্রতিটি অংশই আমাদের জানা প্রয়োজন।  তাই আমি মনে করি এই ইমেইল স্পাম বন্ধ করার জন্য আমাদের ফিল্টার করতে হবে। আর এই ফিল্টার তৈরি করতে হলে নিচের দেয়া নিয়ম অনুযায়ী কাজ করলে আর আপনার মেইলে স্পাম মেইল প্রবেশ করবে না।

Gmail এর জন্য পদ্ধতিঃ

১. জিমেইলে লগ-ইন করে উপরের দিকে ডান পাশের সেটিং বাটনে ক্লিক করতে হবে।

২. নতুন পেজে আসা বিভিন্ন ট্যাব থেকে Filters ট্যাবে ক্লিক করতে হবে।

৩. এখন নিচ থেকে Create a New Filter এ ক্লিক করতে হবে।

৪. নতুন পপ-আপ উইন্ডোতে কয়েকটি ফিল্ড পূরণের জন্য দেখাবে।

৫. সেখান থেকে Has the Words ফিল্ডে in:spam লিখতে হবে।

৬. পরবর্তী পপ-আপ বক্সে Delete it চেক মার্ক বক্স ও নিচের দিকে Apply filter to এর পাশের ঘরে টিক চিহ্ন দিয়ে Create Filter বাটনটিতে ক্লিক করতে হবে।

তাহলে নতুন একটি ফিন্টার খুলবে। এখন থেকে জিমেইলে কোনো স্প্যাম মেইল আসলে সেটি স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।

ভিডিও টিউটোরিয়াল দেখতে এখানে ক্লিক করুন

কোন ভুল ত্রুতি হলে ক্ষমা করবেন আল্লাহ হাফেয

প্রথমে আমার ব্লগে প্রকাশ করা হয়েছে

1. আমার সাইটে ভিজিট করতে ক্লিক করুন

2. আমার সাইটে ভিজিট করতে ক্লিক করুন

আমাকে ফেসবুকে পেতে

http://fecebook.com/brand.taher1

Level 0

আমি আবু তাহের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই বাড়ী কি পাবনা নাকি ? @ আবু তাহের

Apply the label পাওয়া যাচ্ছে Apply filter to নামেতো কোন অপশন পাওয়া যাচ্ছে না, স্ক্রিনশট দিলে ভালো হত, জিনিষটা খুবি দরকারি।