আসসালামালাইকুম প্রিয় ভিজিটর, আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, সেটা অনেকের জানা এবং অনেকের অজানা। আজকের বিষয়টি হলোঃ " আপনি কাউকে ইমেইল পাঠানোর প্র, কিভাবে বুঝবেন আপনার পাঠানো মেইল প্রাপক পড়েছে কিনা?"
যারা এটি জানেন প্লিজ ... ভুল হলে টিউমেন্টস করে শুধরিয়ে দিবেন 🙂
আপনি কাউকে মেইল করেছেন, সেই মেইলটি প্রাপক পড়েছে কিনা তা স্বাভাবিকভাবে জানার উপায় নেই। এমন কোন পদ্ধতি যদি থাকতো যে মেইল পড়ার সাথে সাথে আপনি জানতে পারবেন তাহলে কেমন হতো! ‘স্পাই পিগ’ দ্বারা এমনই সুবিধা পাওয়া যাবে।
ধাপ১) এজন্য http://www.spypig.com এ আপনার মেইল ঠিকানা দ্বারা রেজিষ্ট্রেশন করতে হবে।
ধাপ২) বাম পাশের প্যানেলে MySpyPig Factory এ ক্লিক করে Your email address এ আপনার মেইল ঠিকানা (যে ঠিকানাতে মেইল পড়ার তথ্য জনতে চান)।
ধাপ৩) Your message title এ মেইল শিরোনাম দিন।
ধাপ৪) Select your SpyPig tracking image এ ছবি নির্বাচন করুন। এই ছবিটিই মেইল পড়ার বিষয়টি ট্রেকিং করবে, যা মেইলের সাথে মেইল করে পাঠাতে হবে। আপনার চাইলে আপনার পছন্দের ছবি যুক্ত করতে পারেন।
ধাপ৫) Click to Create My SpyPig বাটনে ক্লিক করুন।
ধাপ৬) এখন ৬০ সেকেন্ডের মধ্যে নিচের ছবিটি কপি করে আপনার মেইলে অথবা মেইল সিগনেচারে পেষ্ট করুন।
এবার আপনি কাউকে মেইল পাঠালে প্রাপক মেইল পড়ার সাথে সাথে SpyPig Notification নামে একটি মেইল আসবে। এই মেইলটিতে প্রাপকের মেইলটি পড়ার সময়, প্রাপকের অবস্থান, কতবার পড়েছে (সর্বোচ্চ ৫বার), প্রাপকের আইপি এবং অ্যাপলিকেশনের (ব্রাউজার, অপারেটিং সিস্টেম) তথ্য আসবে।
আজ এ পর্যন্তই। ধন্যবাদ আমার টিউনটি ভিজিট করার জন্য।
গুগোল এডসেন্স, এস.ই.ও, আর্টিকেল রাইটিং, ডোমেইন, হোস্টিং, ওয়েব ট্রাফিক সার্ভিসগুলোর জন্য আমার সাইটটি একবার ভিজিট করে দেখতে পারেন। সাইট লিংক এখানে
আমি মোঃ মানিক হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া শেয়ার করার জন্য। প্রিয়তে রাখলাম