ভুল মেইল পাঠিয়ে আফশোষ, এখন ভুল শুধরে নিতে পারবেন আপনি

মেল পাঠিয়ে পরে আফশোষ এখন ভুল শুধরে নিতে পারবেন আপনি। জিমেলের একটা ছোট্ট সেটিংসের সাহায্যে এই ভুল শুধরে নিতে পারবেন আপনি। গুগলে এই ফিচার প্রথম। আনডু সেনড(Undo Send) অপশনের সাহায্যে ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে জিমেল। জেনে নিন কীভাবে অ্যাক্টিভেট করবেন আনডু সেনড-

১. আপনার জিমেল অ্যাকাউন্টের সেটিংস প্যানেলে গিয়ে গো(Go) প্যানেলে যান।
২. সেটিংস প্যানেলের ল্যাবস ট্যাবে(Labs) যান। এখানেই গুগলের নতুন এক্সপেরিমেন্টাল ফিচার পাবেন। আনডু সেনড ফিচার খুঁজে নিন।
৩. এনেবেল(Enable) অপশনে হিট করে সেটিংস সেভ করুন। এই ফিচার অ্যাক্টিভেট হয়ে যাবে।
৪. পরীক্ষা করার জন্য নিজেকে একটা ইমেল পাঠান। যখনই সেনড করতে যাবেন স্ক্রিনের ওপরে আনডু সেনড ফিচার দেখতে পাবেন। ক্লিক করলেই ইমেল যাওয়া বন্ধ হয়ে যাবে। কেউ জানতেও পারবে না।

পোস্টটি পূর্বে প্রকাশিত হয়েছেঃ BDN news

Level 0

আমি বাংলা নিউজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

মেইল পাঠানো হয়ে গেলে বা প্রাপক তা পড়ে ফেললে তখন কি হবে? এটা কোন পর্যায়ের মেইলকে আনডু করতে পারবে?

Level 0

Thanks for sharing…..

amar o same question…………….মেইল পাঠানো হয়ে গেলে বা প্রাপক তা পড়ে ফেললে তখন কি হবে? এটা কোন পর্যায়ের মেইলকে আনডু করতে পারবে?