আপনার জিমেইলকে করুন স্পামমুক্ত – জিমেইল ফিল্টারিং

বন্ধুরা কেমন আছেন আপনারা ? আশা করি ভালো এবং ভালো থাকেন এই কামনা করি । আমিও ভালো আছি এবং থাকতে চাই   😆 । এবার চলুন মুল টুনে চলে যাই ।

জিমেইল আমাদের অনলাইন জীবনের একটি অপরিহার্য বিষয় । ব্যক্তিগত থেকে ব্যবসা সংক্রান্ত সবখানেই জিমেইল এর ব্যবহার আছে । মেইল বা ই-পত্র আদান প্রদানের এই মাধ্যমটি আমাদের বিনামুল্যে সেবা দিচ্ছে , আর এই কাজটি করছে অনলাইন জগতের মোড়ল গুগল মামা ।

জিমেইলের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত মেইলের পাশাপাশি বিরক্তিকর অনাকাঙ্ক্ষিত কিছু মেইল ও চলে আসে যা স্পাম নামে পরিচিত । এছাড়া কিছু মেইল আছে যেগুলা গুরুত্তপুরন হয়ে থাকে । এসব মেইলকে ইনবক্সে নিয়ন্ত্রণ করা সম্ভব নয় । তাই জিমেইল ফিল্টার ব্যবহার করা হয় । জিমেইলের সেটিংস থেকে আপনি ফিল্টার ব্যবহার করতে পারবেন ।

জিমেইল ফিল্টারের অর্থ হচ্ছে ইনকামিং মেইলসমূহের জন্য অবস্থান ফিক্সড করা । ধরেন , online income টাইটেলের কোন মেইল আপনি ইনবক্সে পেতে চান না , আশা মাত্রই ডিলেট করে দিতে চান । তাহলে , এই কাজটি করতে হবে ফিল্টারের মাধ্যমে ।  আবার , [email protected] এর থেকে আসা মেইলগুলা খুব ইম্পরট্যান্ট , আপনি এর থেকে আসা মেইলসমুহকে  ইম্পরট্যান্ট  (*) মার্ক করে দিতে চান , তাহলেও আপনাকে ফিল্টার করতে হবে । এজন্য জিমেইল সেটিংস থেকে ফিল্টার অপশন পাবেন , সেখানে নিউ ফিল্টার তৈরি করতে হবে ।

জিমেইল ফিল্টার এর ব্যবহারের ভিডিও দেখতে এই লিঙ্কে যানঃ https://www.youtube.com/watch?v=sd55W4swdMM

আজ এই পর্যন্তই , ফিরে আসব পরবর্তী টিউন নিয়ে , সেই পর্যন্ত পাঠক হয়ে থাকব টেক টিউন্সের সাথে । 

 

ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনঃ  হাউটেক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এই লিঙ্কে 

 

 

আমাকে পাবেন ফেসবুকেঃ আমার ফেসবুক প্রোফাইল লিঙ্ক 

 

Level 0

আমি আবির মিলন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

প্রিয় টেকটিউনস পাঠক, আমি এম আবির মিলন , পড়ছি কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং টেকনোলজিতে । ভালোবাসি গান শুনতে আর ঘুরে বেড়াতে । আমার টেকটিউনস এ যুক্ত হওয়ার উদ্দেশ্য হল , এই টেকটিউনস এর জ্ঞানের সমুদ্র থেকে নিজে শেখা এবং আমার জ্ঞান নামক ছোট্ট হাড়ি থেকে কিছু বন্টন করা ।ধন্যবাদ


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজে দেবে বলে মনে হয়