জিমেইল আইডি হ্যাক ৫০ লাখ !!!!!!

আসসালামু আলাইকুম, কেমন আছেন?  এটা আমার প্রথম টিউন টেকটিউন এ। তাই আর কথা বাড়াচ্ছি না। আর ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে আর কথা বারাচ্ছি না।

কীভাবে-বুঝবেন-আপনার-জিমেইল-অ্যাকাউন্ট-হ্যাকড

চলে এলাম ৫০ লাখ জিমেইল আইডির খবর নিয়ে!!  কি অবাক হচ্ছেন? হ্যা অবাক হবারইতো কথা। কেননা আমরা যারা হ্যাকার তারা কত কিছুই না হ্যাক করে ফেলি যেমনঃফেইসবুক,জিমেইল,কম্পিউটার ইত্যাদি। আর তাই করে দেখাল রাশিয়া র একদল হ্যাকার। গত বৃহস্পতিবারে প্রকাশিত খবর অনুযায়ী রাশিয়ার কয়েকজন হ্যাকার ৫০ লাখ জিমেইল আইডি হ্যাক করেছে। শুধু হ্যাক করেই ক্ষান্ত থকলে মনে হয় ভাল হত কিন্তু তারা তা করে নি। তারা আইডিগুলোর ইউজার নেম ও পাসওয়ার্ডও প্রকাশ করেছে। এর ফলে গোপনীয়তা হোমকির মুখে পরেছে কোটি কোটি জিমেইল ব্যবহারকারী। যদিও গুগলের দাবি হ্যাক হওয়া আইডিগুলোর মধ্যে মাত্র ২ শতাংশ সক্রিয় রয়েছে। আর বাকীগুলো হ্যাকার কবল থেকে  মুক্ত করেছে গুগল।কিন্তু তারপরেও বাকী যে অ্যাকাউন্টগুলো হ্যাকারদের কবল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি, সেগুলোর মধ্যে নিজের অ্যাকাউন্টটি রয়েছে কি না সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন? আরে দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কি জীবন চলে নাকি। এই দ্বিধাদ্বন্দ্ব থেকে মুক্তি পাওয়ার জন্য চলুন ঘুরে আসি নিচের এই লিংক থেকে

লিংক এর জন্য এখানে যান

এবার আপনি যাচাই করে নিন যে, আপনার নিজের জিমেইল অ্যাকাউন্টটি নিরাপদ আছে কি না ।আর এর থেকেও ভালো হয়, আজই আপনার জিমেইল অ্যাকাউন্টটির পুরনো পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন একটি পাসওয়ার্ড ব্যবহার করা। আর সবচেয়ে নিরাপদ হলো জিমেইলের টু-স্টেপ ভেরিকেশন পদ্ধতি ব্যবহার। এটা ব্যবহার করলে জিমেইলে প্রত্যেকবার লগিন করার ক্ষেত্রে ফোন ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে। ফলে আর হ্যাকিংয়ের শঙ্কা থাকবে না।

এই টিউনটি আগে আমার ব্লগে প্রকাশিত হয়েছিল। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এখানে

ধন্যবাদ সবাই ভাল থাকবেন।আবার কথা হবে কোন অন্য কোন  দিন। আজকের মত এখানেই বিদায়। খোদা হাফেজ..............

Level 0

আমি মন মাঝি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Koyek din agei to eta niye post hoyechilo.

thanks apnar coments er jonno…………. #Nil thpol