জিমেইল লগইন করতে সমস্যা তা হলে সমাধান নিন

বিসমিল্লাহির রহমানির রহিম

সালাম সবাইকে,  কেমন আছেন আপনারা ? আশা নয় বিশ্বাস রাখছি আপনারা ভালই আছেন।
আমি একজন টিটির নিয়মিত পাঠক। লেখা আমার দ্বারা তেমন ভাল হয় না। আর আমার শিক্ষাগত যোগ্যতাও তেমন ভাল না। এর আগে কখনও  টিউন করিনি। প্রথম টিউনের জন্য ক্ষমা চাইলাম।

আজকের বিষয়: জিমেইল লগইন করতে সমস্যা ও সমাধান।

অনেক কারণেই হয়তো জিমেইল লগইন করতে সমস্যা হয়। তার একটি নিয়ে আজ আমি আলোচনা করবো। কারণ আমি নিজেই এই সমস্যা ছিলাম অনেক দিন। আর যখন সমাধান পেলাম তখন অন্যকে জানানোর জন্য মনের ভেতর কমন যেন করছিল। তাই আর কি> সমস্যা টা ছোট হলেও যারা জানে না তাদের খুব কাজে লাগবে আশা করছি। যাদের জিমেইল লগইন করতে নিচে দেওয়া এর মতো মেসেজ আসে

এবং

তাহলে কি করবেন? আমি প্রায় ২মাস যাবত এই সমস্যা ই ভূগছি।

জিমেইল লগইন করতে গেলেই এই মেসেজ আসে। কি বিরক্ত খুব জরুরি মেইল করতে হবে কি পারছি না। এই সমস্যার প্রধান কারণ আপনার মেশিনের ছোট একটা ব্যাটারি থাকে সেই ব্যটারি যদি দুরবল হয়।

google এ অনেক খুজে অবশেষে সমাধান পেলাম।

সমাধানটা হলো> আপনার মেশিনের ঘড়ির টাইম ঠিক করে নিন সব ঠিক হয়ে যাবে ok.

ধন্যবাদ-

মন চাইলে ভিডিও দেখতে পারেন সব অল্পতে বুঝে যাবেন- এখান থেকে

ধন্যবাদ টিউনটি পড়ার জন্য সময় পেলে আমাদের সাইটে ঘুরে আসতে পারেন>>>>>>>>>>>>>>

Level 0

আমি রাশেদ ইকবাল রাজু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 76 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks! শুধু জিমেইল না। https:// এর যেকোন সাইটেই এতা হয়। Computer এর ডেট আর তাইম ঠিক না থাকলে।

Level 2

ভাই, আমার ২ gb এর মধ্যে ১ gb তো এক রাতেই শেষ হয়ে গেল, এখন কি করব?

ধন্যবাদ ভই @ saiful islam জানানোর জন্য।