আসসালামুআলামকুম।আশা করি সবাই ভাল আছেন।এটা আমার প্রথম টিউন।তাই ভুল হলে ক্ষমা করবেন।যদি কোন নিতিমালা লংঙগন হয় প্রথম বলে ক্ষমা করবেন।আমি টেকটিউনসের নিয়মিত ভিজিটর।অনেক দিন যাবত ভাবছি আপনাদের টিউন দেখে আমিও করব।কিন্তু পারিনাই।কারন রেজিঃ করা ছিল না।তাই নতুন করে সুযোগ দেওয়ায় ধন্যবাদ।তো কাজের কথায় আসি ই-মেইল পাঠিয়েছেন,কিন্তু যার কাছে পাঠানো হয়েছে তিনি কি মেইলটা পড়েছেন তা জানার জন্য অস্থির থাকি।জিমেইলের জন্য স্ট্রিক নামের ছোট্র একটা প্রোগ্রাম আছে,যা দিয়ে জিমেইল ব্যবহারকারীরা জানতে পারবেন প্রাপক পড়েছেন কিনা?মেইলটি কতবার পড়া হয়েছে এবং যে বা যারা পড়েছে তাদের অবস্থান জানা যাবে।এ জন্য এখানে ক্লিক করুন।যখন অ্যাড আসবে কন্টিনিউ উইথ স্ট্রিক এবং অ্যাকসেপ্ট অপশন আসবে ক্লিক করুন।
নতুন মেইল লিখতে কম্পোজে ক্লিক করুন।এবার বার্তা আসবে এনাবল ট্র্যাকিং বাই ডিফল্ট।নিচের টার্ন অন ট্র্যাকিং বাই ডিফল্টে ক্লিক করুন।মেসেজ উইন্ডোতে হলুদ রংয়ের একটি চোখের আইকন আসবে।নিউ মেসেজ উইন্ডোটি মিনিমাইজ করে ওপরের ডানে থাকা সেটিংকে ক্লিক করুন।এখান থেকে স্ট্রিক মেনুতে গেলে চালু থাকা ট্র্যাক মেইল বাই ডিফল্ট অপশনটি নিস্ক্রিয় করা যাবে।স্ক্রল করেনেচে থাকা ব্রাউজার নোটিফিকেশন অংশে গিয়ে কি ধরনের বার্তা পেতে চান বাছাই করুন।ওপরে থাকা জেনারেল মেনুতর সেটিংয়ে গিয়ে ডেস্কটপ নোটিফিকেশন থেকে চ্যাট ও নিউ মেইল নোটিফিকেশন চালু করে সেব চেঞ্জ করন।মিনিমাইজ করা নিউ মেসেজ উইন্ডোটি আবার চালু করে নিজের কাছেই একটি পরীক্ষামূলক মেইল পাঠান।জিমেইলের বাদিকের প্যানে থাকাসেন্ট মেইলে ক্লিক করলে পাঠানো মেইলের ডানে চোখের একটি ধূসর আইকন দেখা যাবে।যখন মেইলটি পড়া হবে তখন সবুজ হবে।আইকনে মাউস নিয়ে গেলে কতবার পড়া হয়েছে জানা যাবে।পাথানো মেইলে ক্লিক করলে যিনি পড়েছেন তার অবস্থানসহ তথ্য পাওয়া যাবে।
টিউন পড়ার জন্য ধন্যবাদ।
আমি druntopothik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Thank you.