সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার সাইটের কাস্টম মেইলকে জিমেইলে ফরোয়ার্ড করতে হয়। যদিও বিষয়টি খুবি সিম্পল তবুও আশা করি নতুনদের কাজে আসবে।
তাহলেই [email protected] এই ইমেইল ঠিকানায় কোন মেইল আসলে তা অটো [email protected] এ চলে যাবে। আপনাকে কষ্ট করে সিপানেলে লগিন করে আবার ওয়েব মেইলে লগিন করে মেইল চেক করতে হবে না। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন।
তারপরও কোন কিছু বুঝতে সমস্যা হলে মন্তব্য করুন, ধন্যবাদ।
আমি ফয়সাল শাহী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 32 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কোন মানুষই পুরোপুরি ভালোও নয় খারাপও নয়। ভালো খারাপ মিলিয়েই মানুষ। যতটুকু সম্ভব ভালো হতে চাই, ভালো থাকতে চাই। ফেসবুকে আমি - www.facebook.com/mfshahi
খুব দরকারি জিনিস।। ভাল লাগল ভাই, চালায়ে জান।