ভুল ই-মেইল পাঠিয়ে চিন্তিত, বাতিল করুন পাঠানো ই-মেইল

বিজ্ঞানের উন্নতির সাথে পরিবর্তিত হয়ে গেছে আমাদের জীবনযাত্রার পদ্ধতি। আগে কাউকে কোন বার্তা পাঠাতে হলে লিখতে হত চিঠি, দেশে হলে পৌঁছাত ৩ দিনে, বিদেশে হলে ১৫ দিনের কমে খুব একটা পেত না। সময় বদলেছে, এখন চিঠির স্থান দখল করে নিয়েছে ইলেকট্রনিক চিঠি বা ই-মেইল।

আমাদের দৈনন্দিন প্রয়োজনে আমরা নানান মেইল পাঠিয়ে থাকি। কখনো কি এমন হয়না, একজনকে পাঠাতে গিয়ে আর একজনকে পাঠিয়ে দিই, গুরুত্বপূর্ণ বার্তা মনের অজান্তে ভুলভাল লিখে পাঠিয়ে দিই? ফল: বিজনেস ডিল নষ্ট নয়তো বসের বকুনি খাওয়া। আচ্ছা এমন যদি হত পাঠানো মেইলটা আবার এডিট করা যেত, প্রাপকের মেইল এড্রেসটা একটু বদলে দেয়া যেত, তবে কেমন হত?

সেই কাংখিত সুযোগটা মেইল সিস্টেমে যোগ করল প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের জিমেইল সার্ভিসে। এমন সমস্যায় পড়ে গেলে জিমেইলের ানডু সেন্ট ল্যব ব্যবহার করে ৩০ সেকেন্ডের মধ্যেই তা সংশোধন বা প্রত্যাহার করে নিতে পারবেন।
কিভাবে করবেন? জি মেইলে লগিন করে ওপরের ডানে settings-এ যান। এবার Labs ট্যবে ক্লিক করুন। এখান থেকে undo send ল্যাবটি খুঁজে নিয়ে এর Enable রেডিও বাটন সিলেক্ট করে পেজের একদম নিচে এসে Save changes বাটনে ক্লিক করে সেভ করুন। এটি একটিভ করলে আপনার মেিল এড্রেসটি সেটির তালিকা ভুক্ত হয়ে যাবে। তাই যে কোন মেইল পাঠানোর ৩০ সেকেন্ড পর্যন্ত সেটি প্রত্যাহারের সুযোগ থাকবে।

এবার Settings এর General ট্যাবে ক্লিক করুন। এখানে Undo Send এর Send Cancelletion Period: থেকে কত সময়ের মধ্যে বাতিল করতে চান তা নির্ধারণ করে দিন। এবার পেজের নিচে এসে Save Changes বাটনে ক্লিক করে সেভ করুন। এখন থেকে যখনই কাউকে মেইল পাঠাবেন, জিমেইলের ওপরে পপ আপে Your message has been sent এর সাথে Undo দেখাবে। Undo চাপলে তৎক্ষণাৎ সেটি বাতিল হবে এবং কম্পোজার ওপেন হবে। এবার সংশোধন করে ঊদ্দীষ্ট ব্যক্তিকে পাঠিয়ে দিন।

প্রযুক্তি আমাদের জীবনটাকে সহজ সাবলীল গতি এনে দিয়েছে। তাই প্রযুক্তির সঠিক ব্যবহার জানা আমাদের একান্ত প্রয়োজন।

সময় পেলে ঘুরে আসতে পারেন আমার ব্লগ থেকে। http://webdebd.blogspot.com

Level 0

আমি শরীফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস