সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। এটা আমার প্রথম টিউন। টেকটিউনস এ আছি অনেক দিন হল। বড় ভাইয়েরা সব বিষয়েই টিউন করে ফেলে তাই কিছু খুজে পাই না। প্রথম টিউন, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
আমাদের দেশে ইমেইল বলতেই আমাদের মাথায় দুটো নাম আসে। একটা হল জিমেইল, আর একটা হল ইয়াহু। আজ আমি জিমেইল নিয়ে কিছু কথা বলব।
Google সর্বপ্রথম জিমেইল চালু করে ২০০৪ সালে। এরপর থেকে এই নয় বছরে জিমেইল অনেক দূর এগিয়ে গেছে। ২৮ জুন ২০১২ এ Google এর ঘোষণা অনুযায়ী জিমেইল এর অ্যাক্টিভ ব্যবহারকারী এর সংখ্যা প্রায় ৪২৫ মিলিয়ন। এর বেশ কিছু কারনের মধ্যে অন্যতম হল এদের চমৎকার মেইল ব্যবস্থাপনা। এর সুবিধা গুল মোটামুটি কম বেশি সবার জানা আছে। আমি যেটা আপনাদের সকলের সামনে তুলে ধরতে চাইছি তা হল জিমেইল এর খারাপ দিকগুল।
১. জিমেইল এর সবচেয়ে খারাপ আর বাজে দিকটা হল মেইল এর পাশেই বিজ্ঞাপন দেখান। অবশ্য যারা ব্রাউজার এ এড ব্লক ইউজ করেন, তাদের জন্য ভিন্ন কথা। অনেকে হয়ত বলবেন গুগল এই বিজ্ঞাপন এর মাধ্যমেই ত আয় করে। কিন্তু ভাই মেইল পরার সময় চোখের সামনে যদি রঙ বেরঙের লেখা আর ব্যানার দেখা যায় তাহলে ত মেইল এর দিক থেকে মনোযোগটাই নষ্ট হয়ে যাবে।
২. আপনারা কি জানেন আপনার জিমেইল অ্যাকাউন্ট এ নতুন মেইল আসলে আপনি পরার আগেই জিমেইল তা পড়ে নেয়? নীচের স্ক্রীন শটটাতে লক্ষ্য করুন। Apple লেখা ইমেইল টি আনরিড অবস্থায় আছে। এর পাশেই দেখুন হলুদ একটা চিহ্ন। এই চিহ্ন দ্বারা জিমেইল এটা নির্দেশ করে যে এই মেইল তা গুরুত্বপূর্ণ। এখন আপনিই বলুন আপনার কাছে আশা কোন মেইলটা গুরুত্বপূর্ণ সেটা কি মেইল টা পড়ে আপনি ঠিক করবেন নাকি জিমেইল আপনার আগে আপনার আগে আপনার মেইল পরেই সেটা ঠিক করে দেবে? আমি অনেক আগে কোন কারনে অ্যাপল এর নিউজ সার্ভিস এ রেজিস্টার করি। তাও অনেক বছর আগে। আমার কাছে এই মেইল টা মোটেও গুরুত্বপূর্ণ নয়। তাহলে আমি মেইল টা খোলার আগেই সেটা জরুরি হিসেবে চিহ্নিত হল কেন? এই কাজটা করে গুগল এর কি লাভ হয় জানেন?
১. মেইল গুল পড়ে গুগল আপনার ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করে। এফ,বি,আই , বা ঐ ব্যাক্তির রাষ্ট্র যদি তার তথ্য চায় তাহলে যেন দিতে পারে।
২. আপনার মেইল পড়ে গুগল আপনার রুচি সম্পর্কে ধারনা নেয় আর সেই অনুযায়ী বিজ্ঞাপন দেয় এবং আক্ষরিক অর্থেই বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করে।
এতে আপনার ক্ষতি একটাই, আপনার কোন ব্যাক্তি স্বাধীনতা থাকল না। উলট আপনার ই ব্যাক্তিগত তথ্য ব্যবহার করে গুগল বিলিয়ন ডলার কামাল।
এখন হয়ত আপনি বলবেন এমনত কোন কোম্পানি নেই যারা এই একই কাজটা করে না। তাহলে আপনার ভুল ধারনা। এমন ও অনেক মেইল সার্ভিস প্রভাইডার আছে যারা এর কোন টাই করে না। যেমনঃ সম্প্রতি আপনারা একটা মেইল সার্ভিস কোম্পানির নাম হয়ত শুনেছেন। Outlook.com। এটা মাইক্রোসফট কর্তৃক আনিত সম্পূর্ণ নতুন মেইল সার্ভিস। এটা আসা মাত্র মেইল জগতে তোলপাড়ের সৃষ্টি করেছে। এটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এর সুবিধা গুল হলঃ
১. গ্যারান্টি সহকারে বিজ্ঞাপন মুক্ত। (সম্পূর্ণ)
২. জিমেইল এর মত আপনার ইমেইল গুল পড়ে না। আপনি পড়ার আগে হোক বা পড়ে হোক, Outlook আপনার মেইল কে স্পর্শও করবে না।
৩. গুগল এর মত আপনার তথ্য সংরক্ষন করে না।
৪. অসাধারন আর সিম্পল ইউজার ইন্টারফেস। উইন্ডোজ ৮ এর অনুকরনে এর ইন্টারফেস তৈরি করা হয়েছে।
৫. এই অ্যাকাউন্ট এর সাথে আপনি আপনার ফেসবুক, টুইটার, linked in ইত্যাদি connect করতে পারবেন। ফেসবুক চ্যাট ও করতে পারবেন।
৬. আপনার outlook এর আইডি ব্যাবহার করে gmail, yahoo সহ জনপ্রিয় সব মেইল সার্ভিস এ আপনার অ্যাকাউন্ট গুলর মেইল গুল পরতে পারবেন। অর্থাৎ একবার সেট আপ করে নিলেই আপনার আর জিমেইল বা ইয়াহু তে ঢোকা লাগবে না। outlook থেকেই সব ইমেইল পরতে পারবেন।
৭. outlook এ অ্যাকাউন্ট করলেই পাবেন skydrive এ ৭ GigaByte ফ্রী ক্লাউড স্পেস। যেখানে গুগল দেয় ৫ GigaByte।
তাহলে এখনি http://www.outlook.com এ গিয়ে সাইন আপ করুন। অনেকের আবার অনেক গুল মেইল অ্যাড্রেস। যারা ফ্রী ল্যান্সিং এর কাজ করেন তাদের তো ২০/৫০ টা ইমেইল আইডি থাকেই। তাহলে কি আরেকটি নতুন আইডি খুলতে হবে? ভয় পাবেন না। আপনার যদি আগের একটা hotmail অথবা windows live আইডি থাকে তাহলে জাস্ট ঐ আইডি পাসওয়ার্ড দিয়ে Outlook এ লগিন করুন। আপনার hotmail অথবা windows live আইডিটি Outlook এ আপগ্রেড হয়ে যাবে।
আজ এই পর্যন্তই। ভুল ত্রুটি ক্ষমার চোখে দেখবেন। আর সবাই কমেন্ট করবেন প্লিজ। ধন্যবাদ।
আমি Rabiul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার কথা মানতে পারলাম না। ওরা যা করে বট দিয়ে করে। ম্যানুয়ালি মেইল চেক করার মত টাইম ওদের নেই। আর পপুলার কিছু সাইটের মেইল ওরা ইম্পরট্যান্ট মার্ক করে রাখে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই ইউজারকে নিজে থেকে মার্ক করে দেখিয়ে দিতে হয়, নেক্সট টাইম ঐ মেইল থেকে কোন ইমেইল আসলে সেটা ইম্পরট্যান্ট মার্ক করা থাকে। আর যদি মেইল পরেই থাকে তাহলে আপনার জানার কোন সাধ্য নাই।
আরেকটা কথা, নিঃসন্দেহে জিমেইল সেরা।