এবার রিমোট আপলোড করুন গুগল ড্রাইভে!

আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। আমি আল্লাহর রহমত এ ভালোই আছি।চলুন আসল  প্রসঙ্গে আসি।

আমাদের অনেকের ডাউনলোড সাইট রয়েছে।কারো মুভি ডাউনলোড সাইট বা কারো অ্যাপস ডাউনলোড সাইট।বেশির ভাগ হোস্টিং সাইট গুলো কয়েকদিন পর ফাইল রিমোভ করে দেয়।সেক্ষেত্রে মেগা  আর গুগল ড্রাইভের মতো সাইট গুলাই হচ্ছে আমাদের মতো আপলোডারদের একমাত্র ভরসা।

অনেকে রিমোট আপলোডের মাধ্যমে ফাইল হোস্ট গুলাতে ফাইল আপলোড করি।সেক্ষেত্রে ফাইল হোস্ট গুলাই আমাদের হয়ে ফাইল টা আপলোড করে দেয়।কিন্তু গুগল ড্রাইভে তো আর রিমোট আপলোড অপশন নেই।সেক্ষেত্রে যা করবেন তা হলো এই সাইটে ভিজিট করবেন।

 

সাইটটিতে ভিজিট করার পর এমন দেখবেন।তারপর  Authenticate এ ক্লিক করবেন। আপনার ব্রাউজারে যেই গুগল আইডি অ্যাড আছে সেটা অ্যাড হবে(অবশ্যই পার্মিশন নিয়ে অ্যাড হবে)।যদি আপনাদের অ্যাকাউন্ট হারানোর ভয় থাকে তাহলে নতুন একটা জিমেইল আইডি খুলে নিবেন।

Authenticate এ ক্লিক করার পর পার্মিশন নিয়ে নিচের মটো আপনার একাউন্ট কানেক্ট হবে।

এবার Authenticate এর নিচের খালি বাক্সটায় যেকোন ফাইলের ডিরেক্ট লিংক পেস্ট করুন তারপর আপলোডে ক্লিক করুন।

 

তারপর এভাবে আপনার গুগল ড্রাইভে ফাইল আপলোড হতে থাকবে।

 

এটা টেকটিউনস এ আমার ফার্স্ট টিউন।কোন রকম ভুল হলে ক্ষমা করে দিবেন।

আর আমার একটা এন্ড্রয়েড অ্যাপস এন্ড গেমস এর সাইট রয়েছে সময় পেলে ভিজিট করে আসবেন। ধন্যবাদ।

Level 0

আমি সুপার সায়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস