পরিচিত হোন বর্তমান সময়ের সেরা নতুন কিছু অনলাইন ফাইল স্টোরেজ সার্ভিসের সাথে! এবার সব কিছুই আপলোড থাকুক অনলাইনে ক্লাউড স্টোরেজে!!

টিউন বিভাগ গুগল ড্রাইভ
প্রকাশিত
জোসস করেছেন

السلام عليكم আসসালামু আলাইকুম

সবাইকে সালাম ‍ও শুভেচ্ছা। আশা করি সবাই এক প্রকার কুশলেই আছেন। আজকে আপনাদেরকে পরিচয় করাব নতুন ধরনের কিছু অনলাইন ফাইল স্টোরেজ ক্লাউড সাইট সম্পর্কে।

অনলাইন ফাইল শেয়ারিং সঙ্গত কারণেই বেশ জনপ্রিয়। আবার ফাইল শেয়ারিং সাইটগুলোতে শেয়ার না করে শুধু স্টোর করার সুবিধাও রয়েছে, যার জন্য এই সেবাটি এখন বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়। আজ আমরা সেরকমই বিশ্বখ্যাত কিছু ফাইল শেয়ারিং ও স্টোরেজ সার্ভিস প্রোভাইডারের কথা জানব যারা বিনামূল্যে অনেক জায়গা দিয়ে থাকে। অবশ্য পূর্বে আমরা বিভিন্ন ফাইল স্টোরেজ সাইটের সাথে পরিচিত হয়েছি কিংবা বর্তমানে এখনো ব্যবহার করছি তার মধ্য অন্যতম হল মিডিয়া ফায়ার, জিদ্দু, গুগল ড্রাইভ, ড্রপ বক্স, এ- ড্রাইভ ইত্যাদি। ব্যবহার করার ফলে এই নামগুলো মগজে গেঁথে গেছে। তথাপি অনেকেই খুঁজছেন ইহা ব্যতিত আরো কিছু অনলাইন স্টোরেজ আছে কি? হ্যা বন্ধুরা! বর্তমান সময়ে আরো কিছু কোম্পানী অনলাইন স্টোরেজ সার্ভিস চালু করেছে সেইগুলো সম্পর্কেই আপনাদেরকে ধারনা দিব যাহা টিউনের শিরোনামে বলেছি। আলোচনার পূর্বে সংক্ষেপে জেনে নিই অনলাইন ক্লাউড স্টোরেজ কি? এটা খায়, মাথায় দেই নাকি বিলায়!

অনলাইন ক্লাউড স্টোরেজ

ক্লাউড স্টোরেজ এখন ব্যবহার করে সকলেই। তবে ক্লাউড স্টোরেজের যে স্টোরেজ ছাড়াও বাড়তি বিভিন্ন ফিচার রয়েছে, সেটা জানেন না অনেকেই। ক্লাউড স্টোরেজকে কীভাবে নানা কাজে ব্যবহার করা যায় এবং স্টোরেজের ফাইলগুলোকে নিজের পছন্দমতো সাজিয়ে রাখা যায়, এমন কিছু পদ্ধতি এই ফিচার।

সাধারণ অর্থে ক্লাউড স্টোরেজ বলতে এমন সেবার কথা বুঝানো হয়, যেখানে ক্লাউডে ফাইল সংরক্ষণ করার সুবিধা রয়েছে। তবে নিছক ফাইল সংরক্ষণ করা ছাড়াও ক্লাউড স্টোরেজগুলোতে রয়েছে বাড়তি নানা ধরনের ফিচার। অনলাইন এবং অফলাইনে ক্লাউডে রাখা ফাইলগুলো এডিট করা, ইমেইল অ্যাটাচ করা, সামাজিক যোগাযোগের সাইটগুলোতে সরাসরি আপলোড করা কিংবা সামাজিক যোগাযোগের সাইট থেকে সরাসরি ক্লাউডে ডাউনলোড করা এরকম নানা ধরনের সুবিধা পাওয়া যায় ক্লাউড থেকে। নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ধরনের কাজ করা যায়

নতুন কিছু জনপ্রিয় ক্লাউড স্টোরেজ এর পরিচয়

গুগল ড্রাইভের মতই এটি একটি সমান জনপ্রিয় সাইট। অবশ্য এর পূর্বের নাম ছিল স্কাই ড্রাইভ। বর্তমানে ১৫ জিবি ফ্রি স্টোরেজ সুবিধা প্রদান করছে। মাসে ২ ডলার খরচ করলে ১০০ জিবি এবং ৭ ডলার খরচ করলে ১ টিবি স্টোরেজ পাওয়া যাবে। এখানে আরেকটি সুবিধা হল আপনার পরিচিতদের মাঝে শেয়ার করলে অতিরিক্ত ৫ জিবি ফ্রি জায়গা পাবেন।

এখানে 10 জিবি ফ্রি জায়গা পাওয়া যাবে। বন্ধুবান্ধবদের রেফার করলে সর্বোচ্চ ২২ জিবি পর্যন্ত জায়গা পেতে পারেন। যদি পেইড ব্যবহার করতে চান তাহলে মাসে ৫ ডলারে ৫০ জিবি এবং ৫০ ডলারে ৫০০ জিবির সুবিধা পাওয়া যাবে। এই সার্ভিসটি পরিচালনা করছে হোস্ট ভিপিএন সেবাদাতা প্রতিষ্ঠান গোল্ডেন ফ্রগ।

কাবি নামের এই ক্লাউড স্টোরেজের আকর্ষণ হল ৫ জিবি পর্যন্ত ফ্রি জায়গা পাওয়া যাবে। মাসে ৪ ডলার খরচ করলে ১০০ জিবি স্টোরেজ সুবধিা পাবেন।


হাই ড্রাইভ নামের এই প্রতিষ্ঠান পরিচালনা করছে স্টার্টো এজি নামের একটি জার্মান ভেন্ডর। এখানে সাইনআপ করলে ফ্রিভাবে ৫ জিবি জায়গা পাবেন। অতিরিক্ত যেমন ৫০০ জিবি নিতে গেলে আপনাকে মাসে ১২ ডলার গুলতে হবে।

হাইভের সবথেকে বড় আকর্ষন হল আনলিমিটেড ফ্রি স্টোরেজ, যেখানে অন্য সব ভেন্ডররা সহজেই প্রদান করেনা। এটি ফ্রি ও আনলিমিটেড হলেও দুটি সমস্যা রয়েছে তাহলো প্রচুর বিজ্ঞাপন অত্যাচার সহ্য করতে হবে এবং ডেস্কটপ কিংবা মোবাইলে ব্যবহার উপযোগী কোন অ্যাপস্ নাই।


ব্যারা কুডা নেটওয়ার্ক নামক একটি আইটি প্রতিষ্ঠান এই ক্লাউড স্টোরেজ সেবাটি প্রদান করছে। ব্যারাকুডার খ্যাতি সিকিউরিটি ও স্টোরেজের ক্ষেত্রে, যার ফলে এই সার্ভিসেও অসম নিরাপত্তা পাওয়া যাবে। ফ্রিভাবে সাইন আপ করলে ১৫ জিবি জায়গা পাওয়া যাবে। মাসে ৫ ডলার খরচ করলে ১০০ জিবি স্টোরেজ পাওয়া যাবে।


বিটকাসা নামের প্রতিষ্ঠানটি ফ্রিভাবে ৫ জিবি স্টোরেজ সবিধা প্রদান করছে। ৫ জিবির বেশী নিলে মাসে ১০ ডলার অর্থ ব্যয় করতে হবে।

আমাজন ক্লাউড ড্রাইভ পূর্বে সার্ভিস ফ্রি দিলেও বর্তমান সময়ে ফ্রি সেবা দিচ্ছে না। তবে এখানে আমাজন প্রাইম কাষ্টমারেরা পাবেন ফ্রি আনলিমিটেড ফটো স্টোরেজ সুবিধা। তবে আমাজনের বিজনেস ওরিয়েন্টড ক্লাউড স্টোরেজ সেবার গ্রাহকরা সিম্পল স্টোরেজ সার্ভিসেস সামের প্যাকেজের আওতায় ৫ জিবি পর্যন্ত ফ্রি স্টোরেজ ‍সুবিধা পাবেন।

সর্বশেষ

ক্লাউড স্টোরেজ সাইট সম্পর্কে তো অনেক বিষয় জানলেন। তাহলে আর দেরী কেন! এবার আপনি যে কোন সাইটে সাইনআপ করে আপনার পচ্ছন্দকৃত ফাইল যেমনঃ ছবি, ভিডিও, ইমেজ, ডক ফাইল, মুভি সহ যা ইচ্ছে তাই অাপলোড করতে থাকুন আর বন্ধুদের মাঝে শেয়ার করুন। বলা তো যায় না কখন আপনার সাধের হার্ড ড্রাইভ/মেমোরী কার্ড নষ্ট হলে যাবতীয় শখের ফাইল গুলো হারিয়ে যাবে! তখন চুলছেড়া ব্যতিত আর কোন বুদ্ধি আটবেনা। তাই সময় থাকতে ক্লাউড স্টোরেজে জয়েন করুন। পরিশেষে সবাই আবারো ধন্যবাদ। আজকের মত বিদায় নিচ্ছি। সবাই ভাল থাকবেন।-আল্লাহ হাফেয-

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

unlimited storage and 100% earning by sharing download link>>>https://userscloud.com/free15749.html

    হ্যা এটিও একটি অনলাইন স্টোরেজ সাইট। তবে এই সকল সাইটেরও তেমন ওয়ারেন্টি নাই কখন কি করে বসে! দেখা যাচ্ছে ২-১ বছর পর বন্ধ হয়ে যেতে পারে। তাই এর থেকে ভাল রিপুটেশন যুক্ত সাইট ব্যবহার করাটাই শ্রেয় যেমনঃ ড্রপ বক্স, গুগল ড্রাইভ, কপি, মিডিয়া ফায়ার, ওয়ান ড্রাইভ, ক্লাউড বক্স ইত্যাদি। তবে এর বাইরে যারা ব্যবহার করেন তারা মূলত কিছু ইনকামের আশায় নন রেপুটেশন যুক্ত সাইট ব্যবহার করে।

আবদুল্লাহ ভাই চরম টিউন করছেন ৷

ভাই আমার unresponsive ব্লগার টেম্পলেট খুবই প্রয়োজন থাকলে লিংক দিয়েন ভাই

    টিউমেন্টের জন্য ধন্যবাদ। বর্তমানে যারা ব্লগার প্রেমী তারা সবাই রেস্পন্সিভ (responsive) থীম ব্যবহারের জন্য পাগল। আর আপনি unresponsive থীম চাইছেন! যাইহোক এই নামে কোন ব্লগার থীম আছে কিনা আমার জানা নাই। তবে ধরে নিলাম আপনি এসইও মানের থীম খুঁজছেন তাহলে ইন্টারনেটে সার্চ করলে ফ্রিভাবে অনেক থীম পাবেন। তথা একটি রেস্পন্সিভ থীম নিয়ে একটি টিউন করেছিলাম এখানে https://www.techtunes.io/h-t-m-l/tune-id/438002

টিউমেন্টের জন্য ধন্যবাদ। বর্তমানে যারা ব্লগার প্রেমী তারা সবাই রেস্পন্সিভ (responsive) থীম ব্যবহারের জন্য পাগল। আর আপনি unresponsive থীম চাইছেন! যাইহোক এই নামে কোন ব্লগার থীম আছে কিনা আমার জানা নাই। তবে ধরে নিলাম আপনি এসইও মানের থীম খুঁজছেন তাহলে ইন্টারনেটে সার্চ করলে ফ্রিভাবে অনেক থীম পাবেন। তথা একটি রেস্পন্সিভ থীম নিয়ে একটি টিউন করেছিলাম এখানে https://www.techtunes.io/h-t-m-l/tune-id/438002

দারুণ উপকারী অনলাইন ড্রাইভ স্টোরেজ লিস্ট শেয়ার করে টিউন উপহার দেয়ার জন্য ধন্যবাদ ভাই।