সবাইকে শুভেচ্ছা ও অভিন্দন জানিয়ে শুরু করছি। আমরা যারা ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের সবারই একটার অধিত গুগোল একাউন্ট আছে। যদিও বা অন্য কোন একাউন্ট না থাকলে গুগোলের একাউন্ট কমবেশি সবারই আছে। আর এই গুগোলের একটি একাউন্ট দিয়ে আপনি গুগোলের সব একাউন্ট ব্যবহার করতে পারবেন। গুগোল অন্য সার্ভিস ব্যবহার করতে গেলে নতুন করে কোন একাউন্টের প্রয়োজন নেই।
গুগোল আমাদের জন্য ফ্রি ক্লাউড স্টোরেজের সুবিধে করে দিয়েছে। আর এই গুগোলের ক্লাউডের নাম আপনারা সবাই জানেন গুগোল ড্রাইভ।
এই গুগোল ড্রাইভে আমরা বিভিন্ন রকম ব্যক্তিগত ফাইল, ডেটা আপলোড করে থাকি। যা আমাদের বন্ধুদের কাছে শেয়ারেও সুবিধে দিয়ে থাকে। গুগোল ড্রাইভের শেয়ারের মাধ্যমে আমাদের ফাইল, ডেটা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিতে পারি।
আর এই শেয়ারে বা ব্যক্তিগত ফাইল, ডেটা সংরক্ষন করার জন্য গুগোল আমাদের যেমন সুবিধে দিয়ে থাকে তেমনি খুব সহজে ব্যবহার করারও বিভিন্ন রকম সুবিধে দিয়ে থাকে।
বরাবরের মত এবারও ৫টি সেবা গুগোল আমাদের দিয়েছে।
১. ড্রাগ এন্ড ড্রোপ ফাইল
ড্রাগ এন্ড ড্রোপ ফাইলের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে থাকা ফাইল বা ডেটা আপলোড করতে পারব। ব্রাউজ করে ফোল্ডার দেখিয়ে দেওয়ার ঝামেলা করতে হবেনা।
২. বুকমার্ক কুইক ক্রিয়েশন
বুকমার্ক কুইক ক্রিয়েশনের মাধ্যমে কোন লিংকে বুকমার্ক করে রাখতে পারবেন।
৩. সার্চ বাই সেন্ডার
সার্চ বাই সেন্ডারের মাধ্যমে আপনি পরিচিতদের কোন ইমেইল গুগোল ড্রাইভে সার্চ করলে তার ড্রাইভের অনান্য ফাইল পাওয়া যাবে। সার্চ বাই সেন্ডারের মাধ্যমে আপনি আরো ফাইল সার্চ করতে পারবেন।
৪. কনভার্ট পিডিএফ এবং ইমেজ থেকে লেখায় রুপান্তর
কনভার্ট পিডিএফ এবং ইমেজ থেকে লেখায় রুপান্তর করতে পারবেন। এটা করার জন্য আপনার ডকুমেন্ট এর উপর রাইড বাটন ক্লিক করে Open With> Google Docs ক্লিক করলে নিচের চিত্রের মত দেখতে পাবেন।
৫. ট্র্যান্সলেট ডকুমেন্ট
ট্রান্সলেট ডকুমেন্ট এর মাধ্যমে আপনি কোন লেখাকে যে কোন ভাষায় রুপান্তর করতে পারবেন। Open With> Google Docs উপরে মেনু থেকে Tools ক্লিক করে Translate documents নিচের চিত্রের মত করে ক্লিক করুন।
ব্লগটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ
আমি সাজাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব ভাল লাগল ভাই