আসসালামু 'আলাইকুম।
সকলকে শুভেচ্ছা জানিয়ে আরম্ভ করছি পরম করুণাময়ের নামে। রমজান মাস বলে এই টিউনটা করে ৭০ গুণ সওয়াব পাব ইন-শা-আল্লাহ।
ছবি তো আমরা কমবেশি তুলেই থাকি। কিন্তু ক্লাউডে সংরক্ষণ করতে চাই অনেকেই। কারণ, পিসি ক্রাশ করতে পারে, পিসি বেচে দিতে হতে পারে বা চুরিও হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে ছবি। কারোর বা বহন করা সমস্যা। এজন্যে ক্লাউড হিসেবে অনেকে বেছে নিচ্ছি আমরা গুগলের পরিসেবা। গুগল photos বা driveএ আমরা সংরক্ষণ করি।
কিন্তু অনেকে এটা আর বের করতে পারি না যে, আপলোড করা ছবির আকার কেন কমে যাচ্ছে বা পূর্ণ আকারে রাখতে হবে কীভাবে।
মানে ধরেন, যেই ছবিটা আপনি তুললেন তার আকার ধরুন, ৫ এমবি। কিন্তু আপলোড করলে হয়ে গেল ৪০০ কেবি। এটা কেন হচ্ছে বা এই সমস্যা হতে মুক্তি কী অধিকাংশরাই আমরা জানি না। অন্তত সাধারণ ব্যবহারকারীরা জানি না, যারা বেশি পারি না এতকিছু; অত পারদর্শী যারা নই।
তো কাজটা খুব সহজ। এই লিঙ্কে যাবেন। Upload my photos at full size-এ ✓ দেবেন।
তবে এটা ঠিক যে, জায়গা বেশি খাওয়া আরম্ভ করবে। তাও, অন্তত আপনার ছবির গুণগত মান ঠিক থাকবে। বা ধরেন, বড় করলে ফাটবে না কখনো। দেওয়ালে বাঁধাই করে ঝুলাতেও তো কখনো আমাদের ইচ্ছে হয়, তাই না? মান তেমন হলে ঠিক থাকবে ইন-শা-আল্লাহ।
এই পর্যন্তই আজ। ফি আমানিল্লাহ। সালাম নিন।
Google Drive এ কোন ফাইল রাখলে তার মেয়াদ কতদিন? one drive এর মেয়াদ ১বছর ।