পুরনো Google Drive এর ডাটা সিঙ্ক করুন নতুন ড্রাইভে

Google Drive অনেকেই ব্যবহার করি আমরা, আমার তো এটি ছাড়া চলা কোনভাবেই সম্ভব না। কিন্তু অনেক সময় নতুন করে উইন্ডোজ সেটাপ দিতে হয় পিসিতে। তখন ড্রাইভ এ রাখা ডাটা আবার নতুন করে আপলোড বা ডাউনলোড করতে হয়।

কিন্তু আজ আমি আপনাদের জানাবো ড্রাইভ এর নতুন একটি প্রজেক্ট যা দিয়ে আপনি পুরনো ফাইলগুলো যে ফোল্ডারে আছে সেটি দেখিয়ে দিলেই তা ড্রাইভ এ থাকা ফাইলগুলোর সাথে সিঙ্ক করে নিবে।

  • উইন্ডোজ ইন্সটল করার আগে গুগল ড্রাইভ এর ফাইলগুলো C ড্রাইভ বাদে অন্য কোন ড্রাইভে সরিয়ে নিন।
  • উইন্ডোজ ইন্সটল এর পর Google Drive সেটাপ করুন ডিফল্ট সেটিং দিয়ে।
  • টাস্কবার থেকে গুগল ড্রাইভ আইকনে রাইট ক্লিক করে Setting>Account>Disconnect Account করুন।
  • এরপর গুগল ড্রাইভ বন্ধ(Exit) করুন.
  • এবার কমান্ড প্রম্পট এ গিয়ে(cmd.exe লিখে স্টার্ট মেনুতে সার্চ করুন) Program Files এ যান cd "C:\Program Files\Google\Drive" এই কমান্ড দিয়ে। (৬৪ বিট অপারেটিং সিস্টেম হলে Program File(x86) হবে)
  • তারপর googledrivesync.exe --enable_snapshot_reconstruct এই কমান্ড রান করুন।
  • স্টার্ট মেনু থেকে গুগল ড্রাইভ রান করুন, নতুন করে একাউন্ট সেট করুন
  • শেষ ধাপে গিয়ে Finish এর আগে Advanced Setting এ গিয়ে যে ফোল্ডারে আপনি আগের ফাইলগুলো রেখেছেন সেটি দেখিয়ে দিন।
  • এর পর গুগল ড্রাইভ আপনার পিসিতে থাকা ফাইল আর তার ক্লাউড এ থাকা ফাইলগুলো মিলিয়ে আপনাকে একটি সামারি রিপোর্ট দিবে এবং কোন কিছু চেঞ্জ করতে হলে আপনাকে বলবে। কিছুক্ষন পর দেখবেন ফাইলগুলো সিঙ্ক হয়ে যাবে, নতুন করে ডাউনলোড বা আপলোড করতে হবেনা।

আশা করি আপনাদের কাজে লাগবে এবং সহজেই কোন সমস্যা ছাড়া এই ধাপগুলো  পার করতে পারবেন। কোন সমস্যা হলে কমেন্ট করবেন।

Level 0

আমি তাসবীর। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

B.Sc In Telecomminication & Electronic Engineering.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস