কিভাবে গুগল ড্রাইভ এ আপনার ওয়েব সাইটটি কে হোস্ট করবেন। আশা করি নতুন যারা ওয়েব ডিজাইন কাজ শিখছেন তারা উপকৃত হবেন।।:ভিডিও সহ :।।

 

আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল ড্রাইভ এ আপনার ওয়েব সাইট টি হোস্ট করতে হয়।

হোস্টিং কি ?

যারা জানেন না তাদের জন্য বলছি । ধরে নিলাম আপনি একজন  ওয়েব ডিজাইনার বা নতুন ওয়েব ডিজাইন শিখছেন। এখন আপনি একটি ওয়েব সাইট তৈরি করলেন। আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করেন তখন সেই সাইটের  কিছু ফাইল  থাকে এবং ফাইল গুলো ওয়েব সার্ভার এ আপলোড  করতে  হয়। অর্থাৎ, আপনার ওয়েবসাইটের সকল কন্টেন্ট ওয়েব হোস্টিং এ হোস্ট করতে হয়। ওয়েব সার্ভার হচ্ছে  একটা কম্পিউটার এর হার্ডডিস্ক এর  মত । যেখানে আপনার ওয়েবসাইট এর সকল  অনলাইন এ আপলোড থাকে । এতে, ভিজিটর যখন ইচ্ছে ওয়েবসাইট এ ভিজিট করে আপনার ওয়েবসাইট টি দেখতে পারে।


প্রথমে ব্রাউজার এ আপনার  জিমেইল আইডি পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।এর পর নিচের স্টেপ গুলো Follow করুন।

এর পর গুগল ড্রাইভ ওপেন  হবার পর  Create Folder এ ক্লিক করুন।

এর পর নিচের মত যেকোনো নাম দিয়ে একটি ফোল্ডার তৈরি করুন।  আমি উদাহরণ হিসাবে Hosting নাম দিলাম।

ফোল্ডার তৈরি হয়ে গেলে নিচের মত ফোল্ডারটির ওপর মাউস এর রাইট বাটন চাপলে নিচের মত উইন্ডো দেখতে  পারবেন। এর পর নিচের মত Share এ ক্লিক করুন।

নিচের মত লোড হবে

লোড হবার পর নিচের মত একটি  উইন্ডো আসবে এই খানে Advanced এ ক্লিক করুন।

এর পর  এই খানে Private Change এ ক্লিক করুন।

এর পর  On Public On The web সিলেক্ট করে save করুন।

                                                                                                                  করুন।

এর পর ওপরের নিয়ম অনুসরণ করে ওই Hosting Folder টার ভিতরে  Css,Js,Images নামে তিনটি ফোল্ডার তৈরি করুন।

এর পর Css ফোল্ডার টির ভিতরে Css ফাইল ,js folder এ জাভাস্ক্রিপ্ট ফাইল,image folder এ ওয়েব সাইট এর  ইমেজ গুলো  উপলোড করে দিন। আর এইচটিএমএল ফাইল টির জন্য কোন ফোল্ডার দরকার নেই  ফাইল টি শুধু আপলোড করে দিলে হবে । অনেক টা নিচের মত

Upload and Share এ ক্লিক করুন।

এর পর দেখবেন নিচের মত ফাইল গুলো আপলোড হতে থাকবে।

সব ফাইল আপলোড হবার পর  নিচের মত দেখতে পারবেন।

এর পর এই আইকন টিতে ক্লিক করে Details এ ক্লিক করুন।

Hosting এর URL টি তে ক্লিক করুন অথবা URL টি CTRL+ C চেপে কপি করে আপনার ব্রাউজার এ পেস্ট করে দিলে আপনি আপনার ওয়েবসাইট টি দেখতে পারবেন শুধু আপনি না এই URL টি আপনি আপনার বন্ধুদের দিলে তারা ও দেখতে পারবে।

এই ভাবে আপনি গুগল  ড্রাইভ এ হাজার হাজার ওয়েবসাইট  হোস্ট  করতে পারবেন।গুগল ড্রাইভ এ  ১৫ জিবি ফ্রী খালি যায়গা দেয়।

যাদের বুঝতে বেশি কষ্ট হচ্ছে তারা নিচের ভিডিও টি দেখতে পারেন।

https://www.youtube.com/watch?v=4JIy-JO9PdM&feature=youtu.be

গুগল ড্রাইভ নিয়ে আমার আরও একটি পোস্ট আছে এই লিংকে গিয়ে দেখে আসতে পারেন।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

এই পোস্টটি আগে আমার এ ব্লগ  প্রকাশ হয়েছে।

ফেসবুক এ আমি
আমার সকল পোস্ট পড়তে  নিচের ইমেজটিতে ক্লিক করুন

Level 0

আমি রিদম দত্ত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 270 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

হাই আমি রিদম , জানি না তেমন কিছু তবে যা জানি তা সবার মাঝে শেয়ার করার চেষ্টা করি,টেকনোলজি কে অনেক ভালোবাসি টেকনোলজি ছাড়া এক সেকেন্ড ও চলতে পারি না।বর্তমানে পড়াশোনার পাশাপাশি আর্ট ওয়েব ইউ আই ইউএক্স ডিজাইন ও ওয়েব প্রোগ্রামিং নিয়ে কাজ করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হাসান মাহামুদ@ আপনাকে ও ধন্যবাদ।

ধন্যবাদ শেয়ার করবার জন্য।

ভাই পেইন্ট দিয়ে এডিট করায় পিক কোয়ালিটি খারাপ হয়ে গেছে। এর চেয়ে অনেক ভাল সফটওয়্যার আছে স্ক্রিন শট নেয়ার। তবে উইন্ডোজ ৭/৮/৮.১/৮.১ আপডেট ১ / ১০ এর জন্য বিল্ট ইন “Snipping Tool” টা ব্যবহার করতে পারেন।

জুবায়ের আহমেদঃ আপনাকে ও অসংখ্য ধন্যবাদ।

আমি Fast tone capture & Snipping Tool টুল দিয়ে স্ক্রিন শট নিয়েছি।আসলে পিসি তে Flux সফটওয়্যারেটি ব্যাবহার করিতো flux দিয়ে পিসির মনিটর এর আলো কমিয়ে দেবার কারনে স্ক্রিন শট খারাপ হয়েছে। সিজান ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ ভুল ধরিয়ে দেবার জন্য।

php ও কি এভাবে হোস্ট করা যাবে?

#ধন্যবাদ

হে যাবে কিন্তু আপনি গুগল ড্রাইভ এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করতে পারবেন না।শুধু এইচটিএমএল ,সিএসএস ,পিএইচপি,জাভাস্ক্রিপ্ট দিয়ে তৈরি যেকোনো সাইট উপলোড করতে পারবেন।আপনি গুগল এ সার্চ করলে আরও ইনফর্মেশন পেতে পারেন, ধন্যবাদ আপনাকে।

Google Drive কি… Top Level Domain Hosting-এর কোন Way আছে? যেমনটা Blogger-এ করা যায়?

না ভাইয়া সেটা হলে তো অনেক কাজে আসতো,নেট এ সার্চ করতে পারেন,ধন্যবাদ মন্তবের জন্য।