আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমাদের সকলের প্রিয় জানা অজানা সবচেয়ে কার্যকরী ও দরকারি অ্যাপ গুগল ক্রম সম্পর্কে। আপনাকে যদি বলা হয় আপনার ফোনের সবচেয়ে কার্যকরী অ্যাপস কোনটি? এই প্রশ্ন তে আজকাল ৭০% লোকের উত্তরই হচ্ছে গুগল ক্রম।
আর সেটা হওয়ার ও কথা। কারণ আজকাল একটি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যে সমস্ত কাজ গুলো করা যায় তার প্রায় ৯০% কাজই শুধুমাত্র একটি অ্যাপস গুগল ক্রম এর মাধ্যমে করা যায়। যেমন ধরেন গেম খেলা, ফেসবুক চালানো, হোয়াটস, ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, টেলিগ্রাম ইত্যাদী সোশ্যাল নেটওয়ার্কস গুলো শুধুমাত্র একটি অ্যাপস গুগল ক্রম এর মাধ্যমেই ব্যবহার করা যায়। তাছাড়া আমি আজকে আপনাদেরকে কয়েকটি ট্রিকস দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি ক্রম দিয়ে আরও কিছু কার্যক্রম সম্পন্ন করতে পারবেন।
আমার আজকের ট্রিকস গুলোর মধ্যে প্রথম ট্রিকস টির নাম হচ্ছে Chrome Calculator. মনে করুন, আপনি কোনো এক সময় ক্রম ব্যবহার করতেছেন। এমন সময় আপনার কিছু হিসাব করার প্রয়োজন হলো। তো এখন আপনি কি করবেন? নিশ্চয় ক্রম থেকে বের হয়ে ক্যালকুলেটর এ ঢুকবেন।
কিন্ত এমনটা আপনাকে করতে হবেনা। এখন থেকে আপনি আপনার ফোনের গুগল ক্রম কেই ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটর হিসেবে। সেটা করার জন্য সেটা করার জন্যে আপনি শুধুমাত্র আপনার ফোনের গুগল ক্রম এর সার্চ বারে আপনি যেই হিসেবটা করবেন সেই হিসেব টা লিখে দিন। এরপর আপনি নিজেই দেখতে পাবেন নিচে আপনার হিসেবের উত্তর টি অটোমেটিক ভাবে শো করছে।
আর এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে, আপনাকে আপনার হিসেবটা লিখে সার্চ বাটনে ক্লিক ও করতে হবেনা। ক্লিক করার আগেই আপনি নিচে আপনার হিসেবের উত্তর দেখতে পাবেন।
আমার আজকের শেয়ার করা দ্বিতীয় ট্রিকস টির নাম হচ্ছে Incognito Mode. ইহা খুবই পুরনো একটি ট্রিকস। ইহা মূলত কোনো ট্রিকস নয়। ইহাকে একটি ফিচার ও বলা যায়।
ট্রিকসটি শেয়ার করার আগে আপনাদেরকে ক্রোম সম্পর্কে কিছুটা তথ্য দিতে হবে। অন্যথায় আপনারা ট্রিকস টির কার্যকরিতা বুঝতে পারবেন না। বন্ধুরা আমরা সকলেই জানি যে আমরা ক্রম ব্রাউজার দিয়ে ফোনে অথবা পিসিতে ইন্টারনেট ব্যবহার করলে আমাদের ইন্টারনেট ব্যবহারের সমস্ত তথ্যই ক্রম ব্রাউজারে সেভ হয়ে যায়। এমনকি আমরা চাইলেই আমাদের ব্রাউজিং এর সমস্ত ইতিহাস খুঁজেই বের করে ফেলতে পারি।
তাছাড়া আমরা ক্রোম এ ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করলে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এর পাসওয়ার্ড ক্রমে সেভ হয়ে যায়। ফেইসবুক বাদে অন্য কোনো অ্যাকাউন্ট কানেক্ট করলে সেগুলোও ক্রম ব্রাউজারে সেভ হয়ে যায়। এমন অবস্থায় মনে করুন আপনি আপনার ফোনটি বাসায় রেখে অনেক দূরে বাহিরে কোথাও গেলেন। বাহিরে এসে কোনো এক সময় আপনার ইন্টারনেট ব্যবহারের অথবা ব্রাউজিং করার, অথবা ক্রম ব্যবহার করার প্রয়োজন পড়লো।
এমন অবস্থায় আপনি কি করতে পারেন? আপনি নিশ্চয় আপনার বন্ধুর অথবা আপনার সাথে থাকা কোনো পরিচিত লোকের মোবাইলটি ব্যবহার করতে চাইবেন। কিন্ত আমরা সকলেই জানি যে অন্যের ফোন এ আমরা ব্রাউজিং করলে ব্রাউজিং এর তার ফোনে রয়ে যেতে পারে। এতে করে সে আপনার কিছু ব্যক্তিগত তথ্য ও জেনে নিতে পারে। তো এমন অবস্থায় ও তার ফোন দিয়েই নিশ্চিন্তে ব্রাউজিং করতে পারবেন কিন্ত আপনার ব্রাউজিং এর সমস্ত তথ্যই নিরাপদ থাকবে।
জি, আমার এই ট্রিকস টি ব্যবহার করলে আপনি যার ফোন দিয়ে ব্রাউজিং করবেন সে পরবর্তীতে এই ব্রাউজিং এর কোনো তথ্যই জানতে পারবে না। এমনটা করার জন্য আপনার ফোনের ক্রম ব্রাউজার ওপেন করতে হবে। এরপর থ্রি ডট এ ক্লিক করুন।
দ্বিতীয় অপশন এ দেখুন New Incognito Tab লেখা আছে। এই অপশন এ ক্লিক করুন।
নাম্বার 1 হচ্ছে আপনার এড্রেস বার। আপনি এখন এই অ্যাড্রেস বারে যা খুশি তাই সার্চ অথবা ব্রাউজিং করতে পারবেন সম্পূর্ণ নিরাপদ ভাবে। নাম্বার 2 এর ছবি ও লেখা যদি আপনি আপনার ফোনে দেখতে পান তাহলে মনে করুন আপনি একদম সঠিক জায়গায় আছেন। এবার এইখানে ইচ্ছেমত ব্রাউজিং করুন। আপনার এখানকার ব্রাউজিং এর কোনো তথ্যই আপনার এই ফোনের মালিক জানতে পারবে না।
আপনার যদি অন্য একটা ট্যাব এর প্রয়োজন হয় তাহলে আপনি নাম্বার 3 অর্থাৎ পূনরায় থ্রী ডট এ ক্লিক করুন। এবং পূনরায় New Incoginto Tab এ ক্লিক করুন।
এবার দেখবেন যে আরো একটি Incognito Tab তৈরি হয়ে গেছে। উপরে দেখবেন ট্যাবের সংখ্যার জায়গায় 2 লেখা আছে। এবার আপনি যদি এই এই Incognito Mode বন্ধ করে ক্রমের সাধারণ Mode এ ফিরে আসতে চান। সেই 2 লেখার উপর ক্লিক করুন।
এবার আপনার সকল Incognito Tab এর কোনায় ক্রস চিন্হতে ক্লিক করে ট্যাব গুলো ডিলিট করে দিন।
এখন আপনি ক্রমের আগের সাভাবিক অবস্থায় ফিরে এসেছেন। এখন আপনি চাইলে History চেক করে দেখতে পারেন। আপনি এতক্ষন যেসকল ব্রাউজিং করেছেন তার একটা সামান্য চিহ্ন ও আপনি ক্রমের অথবা আপনার মোবাইল এর কোথাও খুঁজে পাবেন না। আপনার Incognito Mode এ করা সমস্ত ব্রাউজিং ডাটা অটোমেটিক ভাবে ডিলিট হয়ে গেছে।
আবার এখন থেকে যে সমস্ত ব্রাউজিং করবেন। সেই সকল ডেটা গুলো আবার আগের মতই ব্রাউজারের History তে যুক্ত হতে থাকবে।
আমি মো মারুফ শেখ। ৪র্থ সেমিস্টার, শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউট, মোহাম্মদপুর, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।