গুগল ক্রোমের নতুন ফিচার
বিশ্বে জনপ্রিয় ব্রাউজার গুলোর মধ্যে গুগল ক্রোম অন্যতম। এই জনপ্রিয় ব্রাউজার টির মার্কেট শেয়ার ৬৫% এর বেশি। এর জনপ্রিয়তা ধরে রাখতে নতুন নতুন সেবা চালু করে থাকে কর্তৃপক্ষ। তেমনি নতুন তিন টি ফিচার চালু করা হয়েছে।
ব্যবহারকারী দের উন্নত সেবা ও নতুন অভিজ্ঞতা দিতে এমন টা করা হয়েছে। এসব সেবার মতো মধ্যে রয়েছে হাইলাইটেড টেক্সট শেয়ারিং, পিডিএফ ফিচার, নোটিফিকেশন মিউট ইত্যাদি। ব্যবহার কারী রা শীঘ্র সেবা গ্রহণ করতে পারবে।
হাইলাইটেড টেক্সট শেয়ারিং ঃ
যেকোন অনলাইন আর্টিকেলের সুনির্দিষ্ট একটি সেকশনে বন্ধু ও সহকারী দের মনযোগ আকর্ষণ করতে গুগল ক্রোমের হাইলাইটেড টেক্সট শেয়ারিং অপশন ব্যবহৃত হবে। যে টেক্সট টি শেয়ার করতে চান সেটি সিলেক্ট করার পর মাউসের ডান পাশের বাটন ক্লিক করলে "কপি টু হাইলাইটেড " অপশন টি আসবে। অপশনে ক্লিক করার পর উক্ত সেকশনটি লিংক আকারে বন্ধু ও সহকর্মীদের সাথে শেয়ার করতে পারবেন। পরে বন্ধু ও সহকর্মী রা লিঙ্কে ক্লিক করে অনলাইনে আর্টিকেলের ওই সেকশন টি দেখে নিতে পারবেন৷ শুরুতে ডেস্কটপ ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য অপশন টি চালু হলেও পরে আইওএস ব্যবহার কারীরা ও ব্যবহার করতে পারবেন।
উন্নত পিডিএফ ফিচার ঃ
ক্রোম ব্রাউজারের পিডিএফ ফিচার আরো উন্নত করার জন্য গুগল কাজ করে যাচ্ছে। এবার ব্যবহার কারীরা " টু পেজ ভিউ" নামের নতুন ফিচার পাবেন। এতে উন্ডোতে পাশাপাশি পেজ দেখা যাবে। তাছাড়াও গুগল ক্রোমে যুক্ত করা হয়েছে প্রেজেন্টেশন মোড
নোটিফিকেশন মিউট ঃ
গুগল ক্রোমের অন্যতম ফিচার হতে পারে নোটিফিকেশন মিউট। স্ক্রিন শেয়ারের সময় পপ -আপ বিরক্তিকর ও বিব্রতকর। ক্রোমের স্ক্রিন শেয়ারের সময় সব ধরনের নোটিফিকেশন স্বয়ংক্রিয়ভাবে মিউট করে দিবে ও শেয়ারিং শেষ হলে পূর্বের অবস্থায় ফিরে আসবে। গুগল ক্রোমে কিছু দিনের মধ্যে ফিচার গুলো এড হবে।
ক্রম হলো গুগলের তৈরি ওয়েব ব্রাউজার।
এটি ২০০৮ সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়। তারপর ক্রমান্বয়ে এইটা লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয়। গুগলের সাবেক প্রধান নির্বাহী এরিক এমারসন ছয় বছর ধরে একটি ওয়েব ব্রাউজার তৈরির জন্য চেষ্টা করছিলেন।
তিনি বলেছিলেন, 'তখন, গুগল ছিল খুবই ছোট একটি কোম্পানি। 'আর এ কারণেই, তিনি ওয়েব ব্রাউজারের প্রতিযোগিতামূলক বাজারে প্রবেশ করতে চাননি। কিছুদিন পর সের্গেই ব্রিন ও ল্যারি পেইজ কে নিয়ে যখন গুগল আরো বিকশিত হয়ে ওঠে তখন তিনি মোজিলা ফায়ারফক্স থেকে কিছু ওয়েব ডেভেলপারকে ভাড়া করে আনেন এবং ক্রোম নামে একটি খসড়া ওয়েব ব্রাউজার তৈরি করেন। এ ব্যাপারে পরে এরিক বলেন মন্তব্য করেন এইটা ভালো থাকার কারণেই তিনি ওয়েভ ব্রাউজার তৈরির সাহস করেছিলে।
আমি ইফাত শারমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ নতুন কিছু জানানোর জন্য