আসসালামু আলাইকুম, কেমন আছেন টেকটিউনস কমিউনিটি? আশা করছি সবাই ভাল আছেন। আজকে আবার হাজির হলাম নতুন টিউন নিয়ে। আজকে আলোচনা করব ক্রোমের একটি দারুণ এক্সটেনশন নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক।
আমারা প্রতিদিন যেসমস্ত ওয়েবসাইট বা পেজ ভিজিট করি যেকোনো সময় তা বিভিন্ন কারণেই ডিলিট হয়ে যেতে পারে, কিন্তু তার মানে আমরা কখনোই আগের পেজ গুলো দেখতে পারব না এমনটি কিন্তু নয়। বর্তমানে এমন অনেক ওয়েব সার্ভিস চালু হয়েছে যা বিভিন্ন সাইটের ওয়েবপেজ গুলো সেভ করে রাখে। যেমন গুগল সার্চ ইঞ্জিনও আছে Page Inventory File নামে একটি সার্ভিস যেখানে বিভিন্ন পেজ Crawl হয়ে টেম্পোরারি ভাবে সেভ হয়ে থাকে তবে সেখানে অবশ্য নির্দিষ্ট টাইম লিমিট আছে।
তবে ওয়েবসাইট সংরক্ষণে আমরা জানি Wayback Machine এর বিকল্প কিছুই হতে পারে না, যা বেশির ভাগ ওয়েবসাইটের প্রথম থেকে শেষ পর্যন্ত এবং দশ বছরেরও বেশি সময় ধরে থাকা তথ্য সেভ করে রাখে।
সেই বিখ্যাত Wayback Machine, গুগল ক্রোমের জন্য একটি এক্সটেনশন তৈরি করেছে যার নামও Wayback Machine। কোন ওয়েবসাইট যদি 404 error দেখায় এটি সেই ওয়েবসাইটের ব্যাক-আপ দেখাতে পারবে। পুরাতন ডাটা দেখতে এই Wayback Machine এক্সটেনশনটি চমৎকার ভাবে সাহায্য করে। বিশেষ করে কোন ওয়েবসাইটের বিতর্কিত কোন ইনফরমেশন যা ডিলিট হয়ে গেছে এমন তথ্য বের করতে দারুণ ভাবে কাজ করবে এই এক্সটেনশনটি।
ক্রোম এক্সটেনশন @ Wayback Machine
চলুন দেখে নেয়া যাক কিভাবে ক্রোমের এই দারুণ এক্সটেনশনটি ব্যবহার করবেন।
প্রথমে ক্রোম এক্সটেনশন স্টোর থেকে এই Wayback Machine এক্সটেনশনটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। ক্রোম এক্সটেনশন-বারে নতুন একটি আইকন যুক্ত হবে।
ইন্সট্রাকশন মতে কোন ওয়েবপেজে শুধুমাত্র 404, 408, 410, 451, 500, 502, 503, 504, 509, 520, 521, 523, 524, 525 and 526 Error গুলো দেখালেই এই এক্সটেনশনটি কাজ করবে।
যখন কোন ওয়েবপেজে উল্লেখিত Error গুলো আসবে আপনাকে একটি Popup দেখাবে, যে আপনি কি ব্যাক-আপ দেখতে চান?
Click here to see archived version এখানে ক্লিক করলে সেটি আগের ডাটা থেকে Retrieve হয়ে আপনাকে নির্দিষ্ট তথ্য দেখাবে, একই সাথে পেজের উপরে আগের ব্যাক-আপ গুলোও দেখতে পারবেন।
তবে এটি শুধুমাত্র একটি প্লাগ-ইন বা এক্সটেনশন হওয়াতে অন্য সময়ের কোন ব্যাক-আপ দেখতে পারবেন না এজন্য Wayback Machine এর অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।
চলুন দেখে নেয়া যাক কেন ব্যবহার করবেন এই Wayback Machine এক্সটেনশন এবং এর কিছু সুবিধা
প্রায়ই এমন ঘটনা ঘটে, কোন নিউজ বা তথ্য বিতর্কিত হয়ে গেলে ওয়েবসাইট গুলো সেটা ডিলিট করে দেয় এবং তাদের ভুল লুকাতে চায়। আপনি এই Wayback Machine এক্সটেনশনটি ব্যবহার করে সহজেই ডিলিট করা পেজ পুনরায় দেখে নিতে পারবেন।
কেমন হল আজকের টিউন তা অবশ্যই টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের জানান আপনার কাছে কেমন লেগেছে এই এক্সটেনশনটি।
আমি সোহানুর রহমান। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 627 টি টিউন ও 200 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 118 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
কখনো কখনো প্রজাপতির ডানা ঝাপটানোর মত ঘটনা পুরো পৃথিবী বদলে দিতে পারে।