হ্যালো টেকটিউনস জনগণ, কেমন আছেন আপনারা সবাই? টেকটিউনসের নিত্যনতুন টপিক আর সার্ভিস নিয়ে ভালো না থেকে আর উপায় আছে? আর এই নিত্যনতুন টপিক আর সার্ভিসের ধারা বজায় রাখার নিমিত্তে, আজকে আমি আপনাদের সাথে একদম নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা এই টিউনের মাধ্যমে জানতে পারবেন অনেক নতুন নতুন সব তথ্য।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো, গুগল ক্রোমে নতুন ট্যাব ওপেন করলেই আপনারা বিভিন্ন ধরনের স্পন্সর অ্যাড এবং প্রমোশন দেখে থাকবেন। তো আপনি কিভাবে গুগল ক্রোমের এই বিরক্তিকর অ্যাড এবং প্রমোশন কে ডিজেবল বা রিমুভ করবেন তা দেখাবো।
যদি খেয়াল করে দেখেন তাহলে, মাঝে মাঝেই আপনি গুগল ক্রোমের নতুন ট্যাব পেইজে প্রমোশন এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের বিজ্ঞাপণ দেখতে পাবেন। যখন গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করবেন বা নতুন একটি ট্যাব ওপেন ওপেন করবেন তখন ঐ নতুন ট্যাব পেইজের নিচের দিকের ঠিক মাঝেই স্পন্সর অ্যাড এবং প্রমোশন দেখতে পাবেন।
বর্তমানে, নিচের স্ক্রিনশট দেখানো গুগল ক্রোমের নতুন ট্যাব পেইজের নিচের দিকের ঠিক মাঝেই “Coronavirus information and resources (CONID-19)” প্রমোশনটা দেখাচ্ছে।
খেয়াল করে দেখবেন, এই ম্যাসেজগুলো বা স্পন্সর অ্যাড গুলো ডিলিট বা রিমুভ করার জন্য কোন অপশন নেই এবং যার ফলে গুগল ক্রোম ব্যবহারকারীরা এই প্রমোশনগুলো ডিজেবল করতে পারবে না।
কিন্তু সৌভাগ্যক্রমে, গুগল ক্রোমের নতুন ভার্সনের একটি হিডেন প্রেফারেন্স / ফ্ল্যাগ অপশন রয়েছে যেখান থেকে আপনি এই প্রমোশনাল ম্যাসেজ গুলোর পাশেই একটি “Dismiss (X)” বাটন যুক্ত করতে পারবেন এবং “Dismiss (X)” বাটন ক্লিক করার মাধ্যমে আপনি এই সমস্ত প্রমোশনাল ম্যাসেজ থেকে স্থায়ীভাবে ডিজেবল বা রিমুভ করতে পারবেন।
নিচের গুগল ক্রোমের নতুন ট্যাবের স্ক্রিনশটটি দেখুন, যেখানে আপনি প্রমোশন ম্যাসেজের একদম শেষে একটি "Dismiss" বা "Close" বাটন একটিভেট অবস্থায় দেখতে পাবেনঃ
আপনি যদি গুগল ক্রোম ওয়েব ব্রাউজার থেকে নতুন ট্যাব পেইজে প্রদর্শিত অ্যাড এবং প্রমোশনাল ম্যাসেজগুলো ডিজেবল করতে বা ডিলিট করতে চান তাহলে আপনাকে নিম্ন দেখানো ধাপগুলি অনুসরণ করতে হবেঃ
১. গুগল ক্রোম ওয়েব ব্রাউজারটি ওপেন করুন এবং অ্যাড্রেস বারে chrome://flags/ টাইপ করুন এবং এন্টার প্রেস করুন। আপনি এখন এডভান্স কনফিগারেশন পেইজ দেখতে পাবেন।
২. এডভান্স কনফিগারেশন পেইজের সার্চ বক্স "Search flags" এ promos টাইপ করুন।
এটি সরাসরি নিচের অপশনটি ওপেন হবেঃ
Dismiss promos on the New Tab Page
Enables a UI to persistently dismiss [non-emergency] promos on the bottom/middle of the New Tab Page – Mac, Windows, Linux, Chrome OS
#ntp-dismiss-promos
৩. এখন প্রমোশনাল ম্যাসেজগুলি ডিজেবল করার অপশন এনাবল করতে, "Dismiss promos on the New Tab Page" অপশন এর ড্রপ ডাউন বক্স থেকে "Enabled" সিলেক্ট করুন যাতে করে প্রমোশনগুলি ডিজেবল বা ডিলিট করার অপশন এনাবল হয়।
৪. এখন গুগল ক্রোম আপনার ব্রাউজারটি রিস্টার্ট করতে বলবে যাতে করে আপনার চেঞ্জ করা সেটিংস গুলো যথাযথ ভাবে কাজ করতে পারে। গুগল ক্রোম পুনরায় চালু করতে "Relaunch now" বাটনে ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল, এখন আপনি গুগল ক্রোম ব্রাউজার থেকে নতুন ট্যাব পেইজ ওপেন করুন এবং নিচে মাঝের প্রমোশন ম্যাসেজের পাশে থাকা ক্লোজ (X) বাটন দেখতে পাবেন। অতঃপর, ক্লোজ বাটনে ক্লিক করুন এবং অ্যাড বা প্রমোশনাল ম্যাসেজ গুলো আর নতুন ট্যাবে দেখাবে না।
বিঃদ্রঃ আপনি যদি ডিজেবল করা ফিচারটি আবার এনাবল করে নতুন ট্যাব পেইজে প্রমোশনাল ম্যাসেজগুলি পুনরায় এনাবল করার সিদ্ধান্ত নেন তাহলে ড্রপ ডাউন বক্স থেকে "Default" অপশনটি সিলেক্ট করুন এবং ব্রাউজারটি পুনরায় চালু করুন।
গুগল ক্রোমের এই বিরক্তিকর অ্যাড এবং প্রমোশন অপশন যদি আপনাদের কাছে ভাল না লাগে তাহলে উপরের দেখানো পদ্ধতি অনুসরণ করে সহজেই তা ডিজেবল বা ডিলিট করতে পারবেন। আজকে এই পর্যন্তই টিউনটি যদি আপনার কাজে লেগে থাকে তাহলে আপনার অভিজ্ঞতা সম্পর্কে নিচের টিউনমেন্ট বক্সে আমাদেরকে জানান।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিত। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 182 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।