কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আর কেনই বা ভাল থাকবেন না কেননা বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস কমিউনিটির এর সাথে যারা থাকে তারা সব সময়ই ভাল থাকে।
আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো গুগল ক্রোম এর আরেকটি হিডেন ফিচার নিয়ে। তো আমরা প্রায় সবাই গুগল ক্রম ব্রাউজার আমাদের দৈনন্দিন ইন্টারনেট এর জগতে ব্রাউজ করার জন্য ব্যবহার করে থাকি। আর এই ব্রাউজার সাধারন ইউজার থেকে শুরু করে অনেক ওয়েব ডেভলপাররাও ব্যবহার করে থাকে কেননা এই ব্রাউজারটি খুবই ভাল একটি ব্রাউজার এবং যা একদম ফ্রিতেই ব্যবহার করতে পারি আমরা।
এখন কাজের কথায় আসি, আমি আগের একটি টিউনে গুগল ক্রোমের একটি হিডেন ফিচার নিয়ে আলোচনা করেছি। আর আজকে নতুন একটি হিডেন ফিচার নিয়ে আলোচনা করবো, আর সেই ফিচারটি ব্যবহার করে আপনি সহজেই ব্রাউজারের কন্টেন্ট বা লেখা গুলো আরামসে পড়তে পারবেন, তাহলে মূল আলোচনা শুরু করা যাক।
আজকে আমি গুগল ক্রোমের একটি নতুন হিডেন ফিচার সম্পর্কে, আর এই হিডেন ফিচার এর নাম হচ্ছে “Reader Mode”। আপনি এই ফিচার ব্যবহার করার মাধ্যমে সহজেই একটি ওয়েব পেইজের কন্টেন্ট সহজেই পড়তে পারবেন আগের থেকে আরও উন্নত পদ্ধতিতে এবং আরো সহজে। আর এই হিডেন ফিচারটি পাবেন গুগল ক্রোমের হিডেন ফ্লাগের মাধ্যমে এবং এই ফিচারটি গুগল ক্রোমের বর্তমানে সকল স্ট্যাবল ভার্সনে ব্যবহার করতে পারবেন।
আপনারা গুগল ক্রোমের ৭৫ ভার্সন থেকে এই “Reader Mode” টি ব্যবহার করতে পারবেন, আর এই হিডেন ফিচারের মাধ্যমে ওয়েব পেইজের কন্টেন্ট মোডিফাই করে পেইজের কন্টেন্ট সমূহ পড়ার জন্য সহায়ক করে তুলে যাতে করে ভাল ভাবে কন্টেন্ট সমূহ পড়া যায়। কিন্তু এই ফিচারটি ডিফল্ট ভাবে এনাবল করা থাকে না - তবে ফিচারটি কিভাবে এনাবল করবেন তারপরিপূর্ণ গাইড লাইন আপনি এই টিউন থেকে জেনে নিতে পারবেন।
গুগল কর্তৃপক্ষ প্রায় [১ বছর] অনেক দিন ধরেই ক্রোমের ডেস্কটপ ভার্সনে এই ফিচারটি অন এবং অফ করে পরীক্ষা চালাচ্ছে, তবে এখন এই ফিচারটি অতিরিক্ত হিডেন কমান্ড লাইন অপশন ব্যবহার ছাড়াই হিডেন ফ্ল্যাগ এর মাধ্যমে এটি এনাবল করতে পারবেন। তবে আমরা আশা করি গুগল এই ফিচারটি স্ট্যাবল ভার্সনের ফিচার হিসেবে আপডেট করবে ফলে আপনি কোনও রকম হিডেন ফ্ল্যাগ কনফিগার ছাড়াই ব্যবহার করতে পারবেন।
আগেরটা আগে বলে রাখি - প্রথমে আপনার অবশ্যই নিশ্চিত করতে হবে যে, আপনার কম্পিউটারে ক্রোমের ৭৫ বা তারপরের ভার্সন ইন্সটল করা আছে। ক্রোমের ভার্সন চেক করতে উপরের ডানদিকে থ্রি-ডট মেনু বাটনটি তে ক্লিক করুন, তারপর “Help” মেনু'র উপর মাউসের কার্সর নিয়ে গেলে আরো নতুন তিনটি অপশন দেখতে পারবেন এবং সর্বশেষে “About Chome” অপশনটি তে ক্লিক করুন।
আর এখান থেকেই আপনি জানতে পারবেন বর্তমানে ক্রোমের এর কোন ভার্সন চলছে তা দেখাতে পারবেন এবং যদি আপনি ক্রোমের পুরাতন ভার্সন ব্যবহার করেন তাহলে এটা অটোম্যাটিক্যালি আপডেট চেক করবে। তাছাড়াও যদি আপনার কোনও আপডেট এভ্যাইলেভেল থাকে তবে ক্রোম অটোম্যাটিক্যালি আপডেট ভার্সন ডাউনলোড এবং ইনস্টল করবে; ক্রোম আপডেট করা শেষ হয়ে গেলে, "Relaunch" বাটনে ক্লিক করুন যাতে করে আপডেট ভার্সন এর নতুন সকল ফিচার ভাল ভাবে ইন্সটল হয়।
এখনো যদি আপনার ক্রোম এর ভার্সন ৭৪ থাকে এবং কোনও নতুন আপডেট এভ্যাইলেভেল না হয় তবে ৭৫ ভার্সন আপডেট পাবার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। কারণ এই আপডেটটি ৪ জুন রিলিজ করা হয়েছে, তবে স্ট্যাবল ভার্সনগুলি ৪ টি ধাপে রিলিজ করা হয়, ফলে সকল ব্যবহারকারী একই সাথে আপডেট করতে পারেন না। পরিপেক্ষিতে আপনাকে আপডেট পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে এর কোন বিকল্প নেই।
যদি আপনি গুগল ক্রোম এর ৭৫ ভার্সন ইতিমধ্যে আপডেট করেছেন বা ব্যবহার করছেন তবে, আপনি এই হিডেন ফিচারটি এনাবল করতে পারবেন অনায়েসেই। ফিচারটি এনাবল করার জন্য ব্রাউজারে একটি নতুন ট্যাব খুলুন এবং অ্যাড্রেস বারে এই লেখাটি লিখে chrome://flags/#enable-reader-mode এন্টার বাটন চাপুন, ফলে আপনি সরাসরি রিডার মুডে চলে যেতে পারবেন।
এখন, রিডার মুড এনাবেল করতে ডান পাশের ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এবং "এনাবল" বাটন সিলেক্ট করুন, তারপরে আপনার ব্রাউজারটি পুনরায় চালু করতে "Relaunch" বাটনে ক্লিক করুন যাতে করে চেঞ্জ করা সেটিংগুলো ঠিকঠাক ভাবে অপারেট করতে পার। পুনরায় ব্রাউজারটি ওপেন হয়ে গেলেই আপনার কাংখিত রিডার মুডটি এনাবল হয়ে যাবে।
ক্রোম এর রিডার মোড ব্যবহার করা একদম সহজ। আপনি দুইটি পদ্ধতিতে এই রিডার মুডটি ব্যবহার করতে পারবেন। প্রথম পদ্ধতি, আপনি কোন ওয়েব পেইজের কন্টেন রিডার মুডে পরতে চাইলে, উপরের ডানদিকে থ্রী ডট মেনুতে ক্লিক করুন এবং তারপরে "Toggle Distill page content" অপশনটি সিলেক্ট করুন, ব্যাস তাহলেই রিডিং মুড এনাবেল হয়ে যাবে।
দ্বিতীয় পদ্ধতি, ক্রোম ব্রাউজারের অ্যাড্রেস বারের ডান পাশের থ্রী ড্যাশ বাটনে ক্লিক করলেই রিডিং মুড এনাবেল হয়ে যাবে। নিচের ছবিটি দেখলে আপনি আরো ভাল ভাবে বুঝতে পারবেন।
মুহুর্তেই, ওয়েব পেইজটি রেন্ডার করা শুরু হয়ে যাবে ফলে আপনি একটি ক্লিন টেক্সট এবং ইমেজ দেখতে পারবেন। সেখানে নেই কোন বিজ্ঞাপণ, নেই কোন সাইডবার, শুধু মেইন কন্টেন্ট এবং ইমেজ থাকবে। ফলে আপনি অনায়েসেই মূল কন্টেন্টে ফোকাস করতে পারবেন এবং পড়তে পারবেন কোন রকম ঝামেলা ছাড়াই। নিচের ছবিটি দেখলে আপনি আরো ভাল ভাবে বুঝতে পারবেন।
তবে উল্লেখযোগ্য যে, রিডিং মুডে কোন ওয়েব পেইজ দেখলে আপনি আবার আগের অবস্থায় যেতে পারবেন না যতক্ষন না আপনি পেইজটি রিলোড করছেন। আপনি যদি পুরো ওয়েব পেইজটি আবার আগের মত দেখতে চান তাহলে কেবল ক্রোম এর ব্যাক বাটনে ক্লিক করুন বা পেইজটি রিলোড করুন।
অন্যান্য ফ্ল্যাগ ফিচারের মতো, গুগল এর রিডার মোডও সব সময় ব্যবহার এর প্রয়োজন পরে না, মানে আপনি এই ফিচারটি আপনার যেসময় দরকার ঠিক সেই সময়ই ব্যবহার করতে পারবেন। উদাহরণস্বরূপ বলা যায়, যখন আমরা একটি ওয়েব পেইজ এর ইমেইজগুলি ঠিকঠাক ভাবে লোড করতে ব্যর্থ হই তখনও কিন্তু পেইজের লেখাগুলি সম্পুর্ন লোড করে ফেলে, ফলে আমরা ইচ্ছা করলেই সেই লেখা গুলোকে আরো ভালো ভাবে পড়তে পারবো, গুগল ক্রোম এর এই হিডেন ফিচার ব্যবহার করার মাধ্যমে।
গুগল ক্রোম আমরা সবাই দৈনন্দিন ব্যবহার করে থাকি, আর এর কিছু হিডেন ফিচার রয়েছে, আজকে আমি তার মধ্যে থেকে একটি নিয়ে আলোচনা করছি। তাছাড়া আপনারা এই ফিচারটি ব্যবহার করে খুবই সহজেই ওয়েব পেইজ থেকে বিজ্ঞাপণ মুক্ত, সাইডবার ছাড়া, শুধু মেইন কন্টেন্ট এবং ইমেজ থাকবে লেখাগুলি পড়তে পারবেন।
আমি এরকম নিত্যনতুন কাজের সফটওয়্যার নিয়ে টেকটিউনসে হাজির হবো নিয়মিতহ। তবে সে জন্য আপনার যা করতে হবে তা হলো আমার টেকটিউনস প্রোফাইলে আমাকে ফলো করার জন্য 'Follow' বাটনে ক্লিক করুন। আর তা না হলে আমার নতুন নতুন টিউন গুলো আপনার টিউন স্ক্রিনে পৌঁছাবে না।
আমার টিউন গুলো জোসস করুন, তাহলে আমি টিউন করার আরও অনুপ্রেরণা পাবো এবং ফলে ভবিষ্যতে আরও মান সম্মত টিউন উপহার দিতে পারবো।
আমার টিউন গুলো শেয়ার বাটনে ক্লিক করে সকল সৌশল মিডিয়াতে শেয়ার করুন। নিজে প্রযুক্তি শিখুন ও অন্য প্রযুক্তি সম্বন্ধে জানান টেকটিউনসের মাধ্যমে।
আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 200 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 73 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।