নিশ্চয় আপনার গুগুল ক্রোম পছন্দের ব্রাউজার। অনেক সময় কম্পিউটার ক্রাস করে। কিংবা অন্য কোন সমস্যার কারণে কম্পিউটারকে নতুন করে Windows দিতে হয়। এছাড়াও আপনার বুকমার্কগুলো অন্য কোন ব্রাউজার এ স্থান্তাতরিত করা লাগতে পারে। আপনার পছন্দের ব্রাউজারটি দিয়ে আপনি কিভাবে বুকমার্কগুলো ব্যাকআপ ও রিস্টোর করবেন কোন সফটওয়্যার ছাড়া তা আমি আজ আপনাদের দেখাবো।
কিভাবে বুকমার্কগুলো ব্যাকআপ রাখবেনঃ
বুকমার্কগুলো ব্যাকআপ রাখতে- ক্লিক গুগুল ক্রোম মেনু>তারপর বুকমার্কগুলো> বুকমার্কগুলো ম্যানেজার। আপনি শর্টকাট ব্যবহার করে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করতে পারেন। তার জন্য Ctrl+Shift+O চাপুন।
বুকমার্ক হতে বুকমার্ক ম্যানেজার>এরপর মেনু অপসন থেকে >Export bookmarks
এরপর বুকমার্কটি আপনার পছন্দমত কম্পিউটারের যে কোন স্থানে রাখুন এবং সেভ করুন।
গুগল আপনার বুকমার্কগুলো HTML ফরম্যাটে রাখে। আপনি বুকমার্কগুলো অন্য কোন ব্রাউজারে ইমপোর্ট করতে পারেন।
কিভাবে বুকমার্কগুলো রিস্টোর করবেনঃ
দুইভাবে আপনি বুকমার্কগুলো রিস্টোর করতে পারেন। সবগুলো প্রায়ই একই রকম। আমি সহজ পদ্ধতি দেখালাম।
প্রথমে মেনুবার>তারপর Bookmarks>Import Bookmarks and Settings>এরপর ড্রপ ড্রাউন মেনু থেকে Bookmarks HTML File টি সিলক্ট করুন। তারপর Choose File ক্লিক করুন।
ফাইল এক্সপোয়ার থেকে বুকমার্ক করা ফাইলটি দেখিয়ে দিন। তারপর Open বাটনে ক্লিক করুন। যদি আপনি বুকমার্কটি বুকমার্কবারে দেখতে চান, তাহলে Show Bookmarks Bar এর উপর ক্লিক করে দিন।
তাহলেই তো হয়ে গেল। সমস্ত বুকমার্কগুলো আপনি বুকমার্ক বার এ দেখতে পাবেন।
কোন সমস্যা মনে করলে ভিডিও দেখুন। আর বুঝতে না পারলে টিউমেন্ট করুন। ইনশাআল্লাহ সমাধান দেয়ার চেষ্টা করবো।
ইনশাআল্লাহ আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমুতুল্লাহ
আমি মোঃ নূরুল ইসলাম জুয়েল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।