বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই টিউনটি। এটি আসলে তেমন ইউনিক কোনো লেখা নয়, জাস্ট আপনাদের সঙ্গে একটা তথ্য শেয়ার করার জন্য বসলাম।
আপনারা প্রায় সবাই-ই দিনের কোনো না কোনো সময় গান শুনে থাকেন। এবং সেটি যদি হয় বাংলা গান তাহলে তো কথাই নেই!
তাই আজ আমি আপনাদেরকে এমন একটি এক্সটেনশনের কথা বলবো যেটি দিয়ে আপনি অনায়াসে বাংলাদেশের সকল রেডিও শুনতে পারবেন।
তাহলে চলুন জেনে নেওয়া যাক সেটির নাম কি? আপনি গুগল ক্রোমের এক্সটেনশন অপশনে গিয়ে অথবা ব্রাউজারে chrome://extensions/ এই কথাটি লিখে একেবারে নিচে Get more extensions ক্লিক করবেন। সেখানে গিয়ে সার্চ করবেন 'Listen To All Bangla Radio Live' নামে। তাহলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এক্সটেনশনটি।
এত্তো ঝামেলা ভালো লাগছে না? কোনো সমস্যা নেই! সরাসরি লিঙ্কও দিয়ে দিচ্ছি 😉 https://goo.gl/o74gya তো আর দেরি কেন? ব্রাউজারে ইন্সটল করে নিন এখ্খনি! আর বাংলাদেশের সকল রেডিও লাইভ শুনতে পারবেন এখান থেকে।
ভালো থাকবেন সবাই। আবারও সবাইকে ফাগুনের শুভেচ্ছা।
আমি মৌ ফারজানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রযুক্তি ভালোবাসি। ঘণ্টার পর ঘণ্টা অনলাইনে থাকতে ভালো লাগে। আর রাজনীতি পছন্দ না করলেও পড়ছি রাজনীতি-বিজ্ঞানে। সামনে মাস্টার্স। কন্ট্রিবিউটর হিসেবে সম্প্রতি কাজ শুরু করেছি --- BandhoB.com এবং Uto.la ---এই দুটি সাইটে... সবার সহযোগিতা চাই, সামনে এগিয়ে যেতে চাই...