মোজিলা ও ক্রোম ব্রাউজারের মধ্যে বরাবরই প্রতিযোগিতা লক্ষ্যনীয়। আপনারা যারা ক্রোম ব্রাউজার ব্যবহার করছেন তাদের অনেকেই কিছু অতি প্রচলিত এক্সটেনশন সম্পর্কে জানেন না। যে এক্সটেনশন গুলো ব্যবহার করে আপনার দৈনিক কাজের অনেকট কিছুই সহজ হয়ে আসবে। ক্রোম ব্রাউজারের এমনি অসংখ্য প্রয়োজনীয় এক্সটেনশন এর জনপ্রিয়তার একটি কারন। আজ তেমনি কিছু এক্সটেনশন নিয়ে আলোচনা করব, যেগুলো ব্যবহার করা প্রতিটি ইউজারের উচিত।
English to Bangla Dictionary : এটির মাধ্যমে আপনি খুব সহজে যেকোন ওয়েবসাইটে প্রবেশ করে শব্দের উপর ডাবল ক্লিক করলেই শব্দার্থ পেয়ে যাবেন।
Web Page Screenshot: এটির মাধ্যমে আপনি যেকোন ওয়েবসাইটের আংশিক কিংবা পুরো পেইজ স্ক্রীনশট নিতে পারবেন।
VidiQ: অামরা সবাই ইউটিউবে আসি ভিডিও দেখার জন্য অথবা ভিডিও দিয়ে টাকা ইনকাম করার জন্য কিন্তু কে কত টাকা ইনকাম করছে কে কোন ভিডিও থেকে কত টাকা ইনকাম করল এবং ভিডিও টির র্যাংক কত ভিডিওটির ট্যাগ কি? এ সকল প্রশ্নের উত্তর পেতে আপনি এই এক্সটেনশনটি ইন্সটল দিতে পারেন। নিচের ভিডিওতে ডাউনলোড এবং ইনস্টল প্রক্রিয়া ভালো করে দেখানো হয়েছে।
বিস্তারিত দেখতে ভিডিও দেখুন:
[টেকটিউনসে ভিডিও দেখাতে vUne এ গিয়ে আপনার ভিডিওটি আপলোড করে ভিডিও টিউন করুন]
টিউনটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। টিউনটি ভাল লাগলে শেয়ার করবেন। এই ব্যাপারে আরও কিছু জানার থাকলে টিউমেন্ট করবেন।
চাকরি সম্পর্কিত ওয়েবসাইট সময় হলে ঘুরে আসবেন।
আমি জুয়েল আহমদ লিটন। Mid Level, Pro Bangla, Moulvibazar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জুয়েল আপনাদের উৎসাহ আর উদ্দীপনা পেলে টেকনোলজি সম্পর্কে নতুন কিছু শেয়ার করার চেষ্টা করব।