তৈরি করুন নিজের ইচ্ছামত গুগল ক্রোম থিমস! এবং শেয়ার করুন বন্ধুদের সাথে।

আশা করি সবাই ভালো আছেন, আজকে যেটা নিয়ে লিখবো সেটা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই টিউন। চলুন শুরু করি আসল টিউন

আমরা সবাই আমাদের পিসিতে গুগুল ক্রোম ইউজ করি! এবং আমরা অনেকে ড্রাফট থিমস ইউজ করি আবার কেও কেও ক্রোম স্টোর থেকে থিমস ব্যবহার করেন 🙂 তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে নিজের ইচ্ছামত থিমস বানিয়ে ব্যবহার করবেন, এবং অন্যের সাথে শেয়ার করবেন।

থিমস বানাতে আমাদের যা যা লাগবে?

প্রথমে এখান থেকে My Chrome Theme এই এক্সটেনশনটি ডাউনলোড করুন, তারপর সাধারণ ভাবে ইন্সটল করুন।  তারপর স্টার্ট মেকিং থিমসে ক্লিক করুন।তারপর নিচের মত একটি পেইজ ওপেন হবে।imageএখন আপলোড ইমেজে ক্লিক করে নিজের ইচ্ছামত ছবি দেন অথবা ওয়েব ক্যাম ইউজ করেও ছবি আপলোড করতে পারবেন। এখন Screenshot_84নিজের ইচ্ছামত পজিশনে ক্লিক করে পজিশন ঠিক করুন, তারপর নিজের ইচ্ছামত ছবির ইফেক্টস দিন  তাছাড়া ডিজাইন মোডটিও ঠিক চিহ্ন দিয়ে ডিজাইন করতে পারেবন। Screenshot_85তারপর কন্টিনিউ সেকেন্ড স্টেপে ক্লিক করুন Screenshot_86

এখন Screenshot_87 থিমসের নাম দিন, নাম দেওয়ার পর মেইক মাই থিমসে ক্লিক করুন 🙂

ব্যাস, হয়ে গেল আপনার নিজের তৈরি থিমস। Screenshot_88

এখন ইন্সটল মাই থিমসে ক্লিক করুন, দেখুন হয়ে ইন্সটল হয়ে গেছে আপনার ব্রাউজারে 🙂 এখন নিচে থেকে শেয়ারও করতে পারবেন। Screenshot_90

তারপরও যদি আরো কিছু জানতে হয় আমাকে ফেসবুকে নক দিবেন,  প্রথম প্রাশিতঃ- http:।। masum.info আমার সকল লেখা পেতে এখানে ক্লিককরুন, আমার হ্যাকিং নিয়ে চেইন টিউন  দেখতেএখানে ক্লিক করুন। 

ভালো থকুন, সুস্থ থাকুন আল্লাহ্‌ হাজেয

প্রকাশিত জানতে ও জানাতে ডট কমে 

 যোগ দিনঃ গ্রাফিক্স ডিজাইন নিয়ে বাংলাদেশের অন্যতম গ্রুপ Graphics Designers BD (Photo & Video) গ্রুপে।

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস