আমার চতুর্থ টিউনে স্বাগতম আপনাদের সবাইকে।
অনেক দিন ধরে যুক্ত আছি টেকটিউনে, বলতে গেলে বলা যায় ২০১২ সালের শেষের দিকে।
ফেসবুকের কোন একটা অপরিচি ভাইয়ের মাধ্যমে আসা এই টেকটিউনে।
সে থেকে ৈএখনও পড়ে আছি, অনেক শিখেছি এইখান থেকে, এখনও শিখছি, আর যতদিন ততদিন শিখব বলে আশা করি। এইখানে যারা আসে সবাই কোন না কোন জ্ঞান পিপাসু ্।
এক এক জন এক এক জনের তৃষ্ঞা মেঠাচ্ছে।
কয়েকদিন হল, আমিও এইখানে লিখা শুরু করেছি ... ইচ্ছে হলে আমার আড়গর তিনটি টিউন দেখে নিতে পারেন। হয়তো কাজে লাগতে পারে।
বকবক বেশি হয়ে গেল, না করে আর তো পারছি না, টেকটিউনসতো আমারে বাচাল বানিয়ে দিয়েছে। ইচ্ছে করলেওতো আর পারছি না মুখটা থামাতে।
যাক কষ্ট হলেও এবার এর মুখটা থামানোর চেষ্টা করছি।
আমি গত পর্বে শেয়ার করেছিলাম কিভাবে আপনার ক্রোমকে স্পিড করবেন।
আশা করি কিছুটা হলেও স্পিড হয়েছে, কিন্তু সমস্যা হল, আবার একই সমস্যা দেখা দিয়েছে। যেটা আমার নিজেরও হয়েছে। তাই এবার শেষ সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম।সর্ব
উপরের ন্যায় কাজ সেরে ফেলুন।
এবার একটা পপ আপ দেখা যাবে নিচের ন্যায়।
Ctr l+ Shift+ Del চাপলে আপনি খুব সহজে মেনুটা পেয়ে যাবেন।
এবার দেখুন। আপনার ক্রোম এর গতি।
এই টিউনটি ধারা যদি আপনি উপকৃত হন। অবশ্যই টিউটমেন্ট করবেন।
আমার সাথে যোগাযোগ: এ বি মান্নান
আমার ব্লগ : TechBD.info
ধন্যবাদ, আজকের মত বিদায়, দেখা হবে আগামীর প্রযক্তি পথে।
আমি আব্দুল মান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সুন্দর পোষ্ট