আপনার Chrome ব্রাউজার যদি Slow হয়ে থাকে তাহলে আজই নিয়ে নিন এর সমাধান।

কেমন আছেন সুপ্রিয প্রযুক্তি প্রেমিকরা ?

আশা করি সবাই ভাল। আমিও আছি কোন রকম। পড়ালেখা নিয়ে একটু ব্যস্ত, তাই তেমন একটা টিউন লেখার সময়পাচ্ছি না।

সময়টা হলেও অন্য কোন কাজে নিজেকে ব্যাস্ত রাখতে হচ্ছে।

তাই আজ সুযোগ বুঝে একটা লিখতেছি, আশা করি েএখন না হলেও আমার এই টিউনটা একদিন আপনাদের কাজে আসবে।

যাক কাজের কথায় আসি, আমরা দৈনন্দিন কাজে নানা সমস্যার সম্মুখিন হয়   এই সমস্যা গুলোর বেশির ভাগ সময় আমরা নিজেরা সমাধান করার চেষ্টা করি। আবার অনেক সময় বিফল হই। যার কারনে প্রতিকুল পরিবেশে সংগ্রাম করার মত অবস্থা হয়ে যায় আমাদের।

আমিও কয়েকদিন ধরে তেমন এক সমস্যার সম্মুখিন হয়েছি। আমার ক্রোমটা ভাল মত কাজ করতেছিল না। তকম জানি জানি স্লো স্লো দেখাচ্ছে।

এমন এক প্রযুক্তি বিপ্লবে স্লো মোষনে কাজ করতেকি আর ভাল লাগে। তাই একটা সমাধান পেয়ে গেলাম। আজ সেটা নিয়ে এসেছি আপনোদের জন্য।

আসুন নিজে নিজে একবার  হলেও চেষ্টা করে দেখি

 

প্রথমে আপনার ক্রোমটি খুলুন।

মেনুতে যান।

 

মেনু থেকে সেটিং এ যান

 

তারপর একদম নিচের দিকে যান, দেখবেন

 

Show Advanced Setting

ক্লিক করুন।

 

 

 

 

আবার নিচের দিকে চলে যান।

 

System

এ দেখেন দুইটা অপশান আছে। দুইটাতে ঠিক চিহ্ন দেওয়া আছে নিশ্চয়।

এবার ঠিক চিহ্ন দুট তুলে দেন।

এবার Resart নামে ছোট করে একটা অপশান দেখবেন।

এবার আপনার ব্রাউজারটি রিস্টারট দিন।

আশা করি আপনার  সমস্যাটি সমাধান হয়ে যাবে।

 

কোন ভুলত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

Level 0

আমি আব্দুল মান্নান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হুম এই সমস্যায় আমিও কিছুদিন ভুগেছিলাম। এখন আর করে না । তারপরেও আপনার সিস্টেম টা অ্যাপ্লাই করলাম।
thanks for sharing this topic

apnar technique ta jantam na…. ekon apply korsi…. r amar ta o pray 1 week dore slow dekasse…. tai ekbare unstall maira system theke clean koiraa abar install diyaci…. 😛

জানা ছিল। যারা জানেন না তাদের অনেক কাজে

– – – – – – – – – – – – – – – – – – – – – – – – –
যে কোন বাংলা বই যেমন গল্প, উপন্যাস, কম্পিউটার শিক্ষার বই, অনুবাদ বই, বাংলাদেশি ও ভারতীয় বাঙালী লেখকদের বই সহ যেকোন বই ডাউনলোড করুন http://bnebookspdf.blogspot.com ব্লগ থেকে।
Reply

Level 0

ভাই বাংলা সমস্যা কিভাবে solve করা যায়??????????

    ধন্যবাদ জাহিদ । আপনার ক্রোমের ফন্টের সমস্যাটি ………. একইভাবে সমাধঅন করতে পারবেন ।

    Advanced Setting থেকে

    Wap Content থেকে Customize font .. পরির্বতন করতে পারবেন ।

    আশা করি এইভাবে কাজ হয়ে যাবে ।

    আর না হলে অবশ্যই জানাবেন ।

টিউন টা আমার কাজে এসেছে! ধন্যবাদ ভাই। 🙂