ডাউনলোড করুন Chrome Broser Offline ভার্সন
আসসালামুয়ালাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা আমার প্রথম টিউন। আমার খুবই পছন্দের একটি ব্রাওসার হল গুগল ক্রম। অনেক দিন থেকেই আমি এটা ব্যবহার করতেছি কোন প্রকার সমস্যা ছাড়া। আমি অনেক ব্রাওসার ই ব্যবহার করেছি কিন্তু গুগল ক্রম এর মত মজা কোথাও পাইনি। কিন্তু একটা সমস্যা থেকেই যাই তা হল যদি কোন কারনে উইন্ডোজ এর সমস্যা হয় এবং নতুন করে উইন্ডোজ দিলে আবার নতুন করে ক্রম ডাউনলোড করতে হয়। আর ইন্টারনেট সংযোগ ছাড়া আপনি ক্রম ডাউনলোড করতে পারবেন না। গুগল ক্রম আমাদের অনেকের কাছেই খুবই প্রিয় ব্রাওসার এটা ডাউনলোড করার জন্য অনেক লিঙ্ক পাবেন যেখান থেকে আপনাকে রি-ডাইরেক্ট করা হয় ক্রম এর ওয়েবসাইটে। যার জন্য ইন্টারনেট সংযোগ ছাড়া আপনি ডাউনলোড করতে পারবেন না। আমি আপনাদেরকে গুগল ক্রম ব্রাওসার এর অফ লাইন ভার্সন এর লিঙ্ক দিব যেখান থেকে আপনি একবার ডাউনলোড করে রাখলে পরে আর ইন্টারনেট সংযোগ এর দরকার হবে না। বেশি কথা বাড়িয়ে লাভ নাই ঝটপট ডাউনলোড করে রেখে দিন আর ব্যবহার করুন জনপ্রিয় এই browser টি।
For download click here
আরও অনেক software পাবেন এবং সবই Offline version ভালো লাগলে ঘুরে আসতে পারেন। এই খানে । কোন ভুল হলে ক্ষমা করবেন আর হাঁ ভালো লাগলে টিউমেন্ট করবেন। এটা আমকে উৎসাহিত করবে নতুন টিউন করতে।
আমি নাজিম উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।