মাত্র ৩০ সেকেন্ডে গুগল ক্রোম থেকে আপনার মূল্যবান বুকমার্কস্ গুলোর ব্যকআপ নিয়ে নিন খুব সহজেই।

বিমমিল্লাহির রাহমানীর রাহীম

প্রথমে সবাইকে আমার সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন।

বেশি কিছু না বলে আমার আজকের টিউন শুরু করছি। আমরা আমাদের কাজের সুবিধার জন্য কিংবা পরবর্তীতে ব্রাউজিং করার জন্য অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ লিংক বুকমার্ক করে রাখি। ফলে আমাদের বুকমার্ক করা লিংক গুলো দিয়ে পরবর্তীতে খুব সহজেই ইন্টারনেট ব্রাউজ করতে পারি। দেখা যায় যে অনেক সময় নানা কারণে আমাদের ব্রাউজার রিস্টার দিতে হয় কিংবা পিসিতে উইন্ডোস দিতে হয়। ফলে আমাদের গুরুত্বপূর্ণ এইসব বুক মার্ক হারিয়ে যায়। তবে আমরা যদি এর ব্যকআপ নিয়ে রাখি তবে আমাদের এই গুরুত্বপূর্ণ ডাটা হারানোর ভয় থাকে না। প্রায় সকল ব্রাউজারেই বুকমার্ক অনলাইনে জমা রাখা যায়। তবে লগিন রেজিস্ট্রশন ঝামেলার কারণে অনেকে এটা করে থাকে না। আজকে আপনাদের দেখাবো জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের বুকমার্কস কিভাবে পিসিতে সেভ করে রাখবেন।

বুকমার্কস পিসিতে সংরক্ষণ করা :

প্রথমেই গুগল ক্রোম বাউজারে প্রবেশ করুন। একদম উপরের ডান কোণার মেনু বার থেকে Bookmarks এ গিয়ে Bookmarks Manager এ ক্লিক করুন। নিচের মতো করে।

 

এবার বুক মার্কস পেইজ চালু হবে। এবার এখান থেকে Organize এ ক্লিক করুন। নিচের মতো করে একটি ড্রপডাউন মেনু খুলবে।

এবার ড্রপডাউন মেনু থেকে Export bookmarks to HTML file . . . এ ক্লিক করুন। এবার আপনার বুক মার্কস ফাইলটি সেভ করার জন্য বক্স আসবে। এখান থেকে আপনার পছন্দমতো জায়গায় ব্যকআপ ফাইলটি সংরক্ষণ করুন। এটি একটি HTML ফাইল আকারে আপনার পিসিতে সংরক্ষিত হবে।

 

বুকমার্কস পিসি থেকে ব্রাউজারে নেওয়া :

প্রথমেই গুগল ক্রোম বাউজারে প্রবেশ করুন। একদম উপরের ডান কোণার মেনু বার থেকে Bookmarks এ গিয়ে Bookmarks Manager এ ক্লিক করুন। নিচের মতো করে।

এবার বুক মার্কস পেইজ চালু হবে। এবার এখান থেকে Organize এ ক্লিক করুন। নিচের মতো করে একটি ড্রপডাউন মেনু খুলবে।

এবার ড্রপডাউন মেনু থেকে Import bookmarks from HTML file . . . এ ক্লিক করুন। এবার আপনার সংরক্ষণ করা বুক মার্কসের ব্যকআপ ফাইলটি সিলেক্ট করুন। কাজ শেষ। আপনার আগের সংরক্ষণ করা সকল বুক মার্কস আগের মতো আপনার গুগল ক্রোম বাউজারে চলে আসবে।

 

শেষ কথা

লেখায় কোন প্রকার ভূল থাকলে ক্ষমা সুন্দর দুষ্টিতে দেখবেন। আর টিউন সম্পর্কে যদি আপনাদের কিছু বুঝতে কোন অসুবিধা হয় তবে টিউমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের একটি মতামত আমাকে সামনে আরও সুন্দর টিউন উপহার দিতে উৎসাহ প্রদান করবে। আর যে কথা না বললেই নয়, তা হলো লেখা কপি পেস্ট বর্জন করা। ৩-৪ ঘন্টা একটানা লিখার পর কপি পেস্ট করলে পুরো পরিশ্রমটাই বৃথা যায়। সবাই ভালো থাকবেন। সকলের শুভ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।

ফেসবুকে আমি

Level 2

আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ অাতিক ভাই । আমি মনে মনে এই রকম কিছু খুজছিলাম ।

    অনেক ধন্যবাদ আপনার টিউমেন্টের জন্য । আপনি এটা খুজতেছেন জেনে অনেক খুশি হলাম ।