উচ্চগতির ইউসি ব্রাউজার চালাচ্ছেন পিসিতে? বিভিন্ন পেইজ লোডই হয় না, তাই না?

আরম্ভ করছি পরম করুণাময়ের নামে, যার কাছে ক্ষমা চাই সকল দোষের।

 
ফোনে ইউসি অনেক আগে থেকেই আমরা অনেকেই ব্যবহার করতাম। কেউ সিম্বিয়ানে, কেউ বা androidএ। সকলেই খুব খুশি ছিলাম ইউসি নিয়ে। বিশেষত, ফেসবুক যারা ফোন দিয়ে চালান তাদের জন্য ইউসির জুড়ি মেলা ভার কারণ, একটা add on আছে android ফোনের ইউসির জন্য, যা দিয়ে উচ্চগতিতে ফেসবুক চালানো যায়। যাই হোক, তো উচ্চগতির ল্যাপটপেও তো একটা ব্রাউজার লাগে, তাই না? দেরি করে হলেও ল্যাপটপের সংস্করণ নিয়ে হাজির হয় ইউসি ব্রাউজার। গুগল ক্রোমের সাথে এর অনেক মিল। এমন কী, ক্রোমের প্রত্যেকটা অ্যাড অন এটায় কাজও করে (এক-দুইটা ব্যতিক্রম আছে যদিও, আমি পেয়েছি)। 
 
যাই হোক, মূল ক্রোমের থেকে এটায় গতি অবশ্যই বেশি পাচ্ছি আমরা সকলেই। ফোনের থেকে কম গতি তবে পিসির ক্রোম যেটা ওর থেকে বেশি।
 
এটার নতুন সমস্যাও আছে। সে হচ্ছে, বিভিন্ন পেইজ লোড হয় না। একটু ঘুরা শুরু হয় কি হয় না তাতেই বন্ধ হয়ে যায়।
 
কী করবেন সেক্ষেত্রে? 
 
এটা লিখতেই এই টিউন।
 
যা করবেন খুব সহজ। Incognito করে চালাবেন। যত ওয়েবসাইট চলছিল না, অধিকাংশ ওয়েবসাইটই এবারে চলা আরম্ভ করবে।
 
 ব্রাউজিং শুভ হোক সকলের। 
[ভুল তথ্যের জন্য দুঃখিত। শুধরে আবারও প্রকাশ করা হল। যারা ভুল ধরে দিলেন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হয় তো সামনেও কোনো ভুল হবে, সকলে ধরে দেবেন আশা রাখি।]

Level 0

আমি জারিফ মাহমুদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai tate to kisu save takpi na jemon passwoard and id and other

এটা কখনওই নকল ব্রাউজার নয়। বরং এটা গুগুলের Chromium engine এর উপর বেইজড করে বানানো হয়েছে। তাই স্বভাবতই এতে ক্রোমের সব এক্সটেনশন কাজ করবে।

Computer er maximum browser ei chrome based.

@জারিফ মাহমুদ ভাই আপনি না জেনে কেন ভুল ইনফো শেয়ার করছেন?এটা নকল আপনাকে কে বলল?গুগল ক্রোম যেমন ওপেন সোর্স ক্রোমিয়ম ব্রাউসারের ওপর ভিত্তি করে তৈরী হয়েছে এটাও তেমনি……….আর চীনারা সবকিছু নকল করলে অন্যান্য দেশের মত অবস্থায় থেকে যেত,প্রযুক্তিবিদ্যায় উন্নতির চরম শিখরে আর কোনদিন উঠতে পারতনা…

ধন্যবাদ শেয়ার করার জন্য।

এখনও ব্যাবহার করিনি

দুঃখিত। শুধরে নিয়েছি।

@ আহসানুল কবির, “উচ্চগতির ইউসি ব্রাউজার চালাচ্ছেন পিসিতে? বিভিন্ন পেইজ লোডই হয় না, তাই না”? – এটা হচ্ছে এই টিউনটির শিরোনাম।
অতএব, যারা ব্যবহার করছেন ও ব্যবহার করতে গিয়ে সমস্যার শিকার তাদের জন্য যা লেখার লিখেছি।

তাহলে আবার download link দেবার প্রশ্ন আসছে কেন?

যাই হোক, গুগল থেকে UC Browserএর নিজস্ব সাইটে চলে যান। গেলেই পাবেন। গুগলে গিয়ে স্রেফ লিখেন UC Browser.